টিএমএসএস নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

টিএমএসএস নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ (tmss job circular 2022)। সার্কুলার প্রকাশিত হয়েছে। টিএমএসএস মোট বেরানব্বই (৯২) পদে নিয়োগ সার্কুলার প্রকাশ করেছে। সার্কুলারে উল্লিখিত যােগ্যতা ও শর্তানুযায়ী ভিন্ন ভিন্ন ক্যাটাগরিতে দক্ষ ও অদক্ষ জনবল নিয়োগ দেয়া হবে। অথবা পূর্বে কাজ করার অভিজ্ঞতা আছে এমন ব্যক্তিদের অগ্রাধীকার দেয়া হবে। তাই অভিজ্ঞতা সম্পন্ন আগ্রহী গ্রার্ধীগন তাদের যোগ্যতা অনুসারে টিএমএসএস এ চাকরির জন্য আবেদন করতে পারেন।

নতুন নিয়োগ বিজ্ঞপ্তিতে পাঁচ ক্যাটাগরিতে নিয়োগ সার্কুলার প্রকাশ করেছে টিএমএসএস (tmss)। পদগুলো হল। ইন্সট্রাক্টর (টেক), ইন্সট্রাক্টর (নন-টেক), জুনিয়র ইন্সট্রাক্টর (নন-টেক) লেভেল-১, জুনিয়র ইন্সট্রাক্টর (টেক) লেভেল-১, জুনিয়র ইন্সট্রাক্টর (টেক) লেভেল-২।

  • চাকরির খবরের জন্য বিজিট করুন (for job news) jobcirculargov.com

টিএমএসএস নিয়োগ ২০২২ সর্কুলার টেবিল (Table)

সার্কুলার প্রকাশ করেছেটিএমএসএস
এই চাকরির ধরনবেসরকারি চাকরি
আবেদনকারী জেলাবাংলাদেশের সকল জেলা
আবেদনে শিক্ষাযোগ্যতাপদ অনুযায়ী ভিন্ন ভিন্ন
ক্যাটাগরির সংখ্যা০৫ টি
নিয়োগ দেওয়া হবে৯২ জন।
আবেদন করতে পারবেনডকাযোগে
আবেদনের মেয়াদ শেষ১৭ মে ২০২২
ওয়েবসাইটhttps://tmss-bd.org
খবর (News type) বেসরকারি চাকরির খবর (Non govt job news)
খবর প্রকাশসার্কুলারে দেখুন

টিএমএসএস নিয়োগ বিজ্ঞপ্তি

সাম্প্রতি টিএমএসএস একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এ নিয়োগে দুটি পদে মোট তিন হাজার একশত জন লোক নিয়োগ দিবে। টিএমএসএস কর্তৃক টিএমএসএস নিয়োগ ২০২২ সার্কুলারটি TMSS এর নিজম্ব ওয়েবসাইটে পাওয়া যাব।

টিএমএসএস নিয়োগ ২০২২

পদের বিবরন

০১. ইন্সট্রাক্টর (টেক) পদে নিয়োগ ১৫ জন।

পদের নাম: ইন্সট্রাক্টর (টেক)
মোট নিয়োগ সংখ্যা: ১৫ জন।
বয়স সর্বোচ্চ ৪০ বছর।
শিক্ষাগত যােগ্যতাঃ  সিভিল, মেকানিক্যাল, কম্পিউটার, ইলেকট্রিক্যাল এবং টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং

অন্যান্য যোগ্যতা

কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ইন্সট্রাক্টর বা সংশ্লিষ্ট বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং পশা। কোন প্রতিষ্ঠানে ইন্সট্রাক্টর পদে কমপক্ষে ০৩ বছর কাজ করার বাস্তার অভিজ্ঞতা থাকতে হবে। চাকরিতে যোগদানের প্রথমদেকে প্রার্থীর বেতন শিক্ষানবিশকাল ১৪,৩০০/- টাকা। এবং পরবর্তিকালে বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা পে-স্কেলের ০৫ নং গ্রেড অনুসারে সর্বসাকুল্যে ১৫,৭৪০ প্রদান করা হবে।

০২. ইন্সট্রাক্টর (নন-টেক) পদে নিয়োগ ০৯ জন।

পদের নাম: ইন্সট্রাক্টর (নন-টেক)
পদ সংখ্যা: ০৯ জন।
বয়স সর্বোচ্চ ৪০ বছর।
শিক্ষাগত যােগ্যতাঃ রসায়ন, গণিত ও পদার্থ

অন্যান্য যোগ্যতা

যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট (উল্লেখিত) বিষয়ে ০৪ বছর মেয়াদী সম্মানসহ স্নাতকোত্তর পাস। শিক্ষকতা পেশায় কমপক্ষে ০৩ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। চাকরিতে যোগদানের প্রথম তিন মাস শিক্ষানবিশকাল বেতন ১৪,৩০০/- টাকা। এবং চাকরি স্থায়ীকরণের পরে বেতন বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা পে-স্কেলের ০৫ নং গ্রেড অনুসারে সর্বসাকুল্যে ১৫,৭৪০/- টাকা প্রদান করা হবে।

টিএমএসএস নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

০৩. ইন্সট্রাক্টর (নন-টেক) লেভেলগ-১ পদে নিয়োগ ১৮ জন।

পদের নাম: ইন্সট্রাক্টর (নন-টেক)
পদ সংখ্যা: ১৮ জন।
বয়স সর্বোচ্চ ৪০ বছর।
শিক্ষাগত যােগ্যতাঃ রসায়ন, গণিত, সমাজ বিজ্ঞান, হিসাব বিজ্ঞান, বাংলা ও পদার্থ

অন্যান্য যোগ্যতা

সরকার অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে ০৪ বছর সম্মানসহ স্নাতকোত্তর। যে কোন অনুমােদিত শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা পেশায় ন্যূনতম ০২ বছরের বাস্তাব অভিজ্ঞতা। এবং প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগতযােগ্যতা সংশ্লিষ্ট বিষয়ে ০৪ বছর মেয়াদী (সম্মান) ডিগ্রী পাস। শিক্ষানবিশকাল বেতন ১২,৩৫০/- এবং চাকরি স্থায়ীকরণের পরে বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা পে-স্কেলের ৬নং অনুসারে সর্বসাকুল্যে ১৩,৭৩০/-টাকা।

০৪. ইন্সট্রাক্টর (টেক) লেভেলগ-১ পদে নিয়োগ ২০ জন।

পদের নাম: ইন্সট্রাক্টর (টেক) লেভেলগ-১
পদ সংখ্যা: ২০ জন।
বয়স সর্বোচ্চ ৩৫ বছর।
শিক্ষাগত যােগ্যতাঃ সিভিল, কম্পিউটার, টেক্সটাইল, ইলেকট্রিক্যাল, এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং

অন্যান্য যোগ্যতা

সরকার অনুমোদিত অথবা যে কোন স্বীকৃত পলিটেকনিক ইন্সটিটিউট হতে সংশ্লিষ্ট/উল্লিখত বিষয়ে ডিপ্লোমা ডিগ্রী পাস। ইন্সট্রাক্টর হিসেবে শিক্ষকতা পেশায় কমপক্ষে ০২ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা পে-স্কেলের ৬ নং গ্রড অনুসারে প্রাপ্র হবে। সর্বসাকুল্যে বেতন ১৩,৭৩০/- টাকা এবং শিক্ষানবিশকাল ১২,৩৫০/- টাকা।

০৫ ইন্সট্রাক্টর (টেক) লেভেলগ-২ পদে নিয়োগ ৩০ জন।

পদের নাম: ইন্সট্রাক্টর (টেক) লেভেলগ-২
পদ সংখ্যা: ৩০ জন।
বয়স সর্বোচ্চ ৩০ বছর।
শিক্ষাগত যােগ্যতাঃ সিভিল, কম্পিউটার, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল এবং টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং

অন্যান্য যোগ্যতা

যে কোন সরকার স্বীকৃত পলিটেকনিক ইন্সটিটিউট হতে সংশ্লিষ্ট বিষয়ের উপর ডিপ্লোমা ডিগ্রী থাকতে হবে। যেসকল প্রার্থী শিক্ষকতা পেশায় অভিজ্ঞতাসম্পন্ন তাদের অগ্রাধীকার দেওয়া হবে। শিক্ষানবিশকাল বেতন ১০,৬৬০/- টাকা। চাকরি স্থায়ীকরণের পরে বেতন-ভাতা পে-স্কেলের ৭ নং গ্রেড অনুসারে সর্বসাকুল্যে ১১,৯৮৮ প্রদান করা হবে।

টিএমএসএস নিয়োগ ২০২২ সার্কুলার

টিএমএসএস নিয়োগ ২০২২ সার্কুলার দেখে আপনার যোগ্যতা অনুসারে আবেদন করুন। আবেদনের শুরু ও শেষের তারিখ সার্কুলারে উল্লেখ করা আছে তাই আবেদন শেষ হওয়ার পূর্বেই আপনার কাঙ্খিত পদে চাকরির জন্য আবেদন করুন। কোনপ্রকার অর্থের লেনদেন থেকে সাবধান থাকুন।

Related searches

টিএমএসএস এনজিও সম্পর্কৃত আরো প্রশ্ন: টিএমএসএস মানে কি? উত্তর: টিএমএসএস মানে ঠেঙ্গামারা মহিলা সবুজ সংঘ (TMSS means Thengamara Mohila Sabuj Sangha)।

  • টিএমএসএস নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২
  • টিএমএসএস নিয়োগ বিজ্ঞপ্তি 2022
  • টিএমএসএস নিয়োগ পরীক্ষার প্রশ্ন
  • টিএমএসএস এনজিও
  • টিএমএসএস লোন
  • টিএমএসএস এর কার্যক্রম
  • টিএমএসএস কি ধরনের প্রতিষ্ঠান
  • টিএমএসএস শাখা
  • টিএমএসএস এনজিও নিয়োগ ২০২২
  • টিএমএসএস লোন
  • টিএমএসএস এর কার্যক্রম
  • টিএমএসএস শাখা
  • টিএমএসএস এর ইতিহাস
  • টিএমএসএস কি ধরনের প্রতিষ্ঠান
  • টিএমএসএস এর প্রতিষ্ঠাতা
  • টিএমএসএস বগুড়া
  • টিএমএসএস চাকরির বিজ্ঞপ্তি 2022
  • টিএমএসএস এনজিও নিয়োগ ২০২২
  • টিএমএসএস নিয়োগ 2022
  • টিএমএসএস এনজিও চাকরির বিজ্ঞপ্তি 2022