আনসার ভিডিপি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

আনসার ভিডিপি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২-Ansar VDP Job Circular 2022: বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে নতুন বিশাল জনবল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সাধারণ আনসার-এ ৭১৩ জন বিশাল জনবল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বাংলাদেশ আনসার ও ভিডিপি একটি আধা-সামরিক বাহিনী। বর্তমানে এটি তিনটি শাখার সমন্বয়ে গঠিত যেমন: ব্যাটালিয়ন আনসার, সাধারণ আনসার, গ্রাম প্রতিরক্ষা বাহিনী। সম্প্রতি সাধারণ আনসার বাহিনীতে জনবল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগ্রহী প্রার্থীগন নির্ধারিত তারিখের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন। সকল সরকারি বেসরকারি চাকরির খবর পেতে ভিজিট করুন jobcirculargov.com

আনসার ভিডিপি নিয়োগ ২০২২

সার্কুলার প্রকাশ করেছেআনসার ভিডিপি।
এই চাকরির ধরনসরকারি চাকরি।
আবেদনে শিক্ষাযোগ্যতাজেএসসি/অষ্টম শ্রেণি।
পদের নামসাধারণ আনসার।
নিয়োগ দেওয়া হবে৯১৫ জন।
প্রার্থীর বয়স১৮-৩০ বছর পর্যন্ত।
আবেদনের মাধ্যমঅনলাইন
আবেদন শুরুর তারিখ১৫ মে, ২০২২খ্রি:
আবেদনের মেয়াদ শেষ০৯ এপ্রিল ২০২২থ্রি:
ওয়েবসাইটansarvdp.gov.bd
খবর (News type)সরকারি চাকরির খবর (Govt job news)
খবর প্রকাশের তারিখসার্কুলার দেখুন

আনসার ভিডিপি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

আনসার ভিডিপি বাংলাদেশের অভ্যন্তরীণ নিরাপত্তা, আইন প্রয়োগ সংরক্ষণ এর জন্য গঠিত একটি বাহিনী। এটি স্বরাষ্ট্র মন্ত্রণালয় দ্বারা পরিচালিত হয়। বাংলাদেশ আনসার বাহিনী প্রায়ই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে থাকে আমরা আমাদের ওয়েবসাইটের মাধ্যমে আপনাদের সুবিধার জন্য বিস্তারিত বিবরন সহ প্রকাশ করে থাকি। আনসার ভিডিপিতে চাকরি আগ্রহী প্রার্থীগন সাধারণ আনসারে যোগ দিন এবং নিরাপত্তা সেবায় অংশ নিন। নিয়োগ সম্পর্কে আরও বিস্তারিত জানতে নিম্নে দেখুন।

  • শূন্য পদ: সাধারণ আনসার
  • নিয়োগ সংখ্যা: ৭১৩ জন।
  • প্রার্থীর যোগ্যতা: জেএসসি/অষ্টম শ্রেণি।
  • প্রার্থীর জেলা: সার্কুলারে দেখুন।
  • বেতন: ১৩,০৫০-১৪,২০০/- টাকা।
  • আবেদন ফি: ২০০/- টাকা।
  • আবেদনের মাধ্যম: অনলাইন
  • আবেদনের শেষ তারিখ: ০১/০৪/২০২২ইং
বয়সশিক্ষাগত যোগ্যতাশারীরিক যোগ্যতাঅগ্রাধিকার
১৮-৩০ বছরজেএসসি/সমমান পাশউচ্চতা: ৫ ফুট ৬ ইঞ্চিঅধিক উচ্চতা, শহীদ পরিবার, ক্রীড়া ও সংস্কৃতি ক্ষেত্রে অধিক যোগ্যতা সম্পন্ন, (ভিডিটি/টিডিটি) মৌলিক প্রশিক্ষণ প্রাপ্ত প্রার্থীকে অগ্রাধিকার দেয়া হবে।
সর্বনিম্ন ১৮ বছরবুকের মাপ: ৩০/৩২ ইঞ্চি
২৮/০২/২০২২ তারিখে: সর্বোচ্চ ৩০ বছরদৃষ্টি শক্তি: ৬/৬

সাধারণ আনসার নিয়োগ ২০২২ সার্কুলার

নতৃন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

সরকারি সার্কুলার পেতে লাইক

আনসার ভিডিপি নিয়োগ ২০২২
#আনসার ভিডিপি নিয়োগ ২০২২

চাকরিতে যোগদান হওয়ার পর প্রাপ্ত সুযোগ-সুবিধাবলীঃ

  • প্রশিক্ষণ শেষে যোগদান হলে মাসিক সমতল এলাকায় ১৬,২০০ টাকা এবং পার্বত্য এলাকায় ১৭,৪০০ টাকা ভাতা প্রাপ্য হবেন।
  • বছরে দুটি উৎসব ভাতা ৯৭৫০/- টাকা হারে প্রদান করা হবে।
  • দুই ইউনিট রেশন ভর্তুকি মূল্যে প্রদান করা হবে।
  • চাকরিরত অবস্থায় মারা গেলে ৫,০০,০০০/- (পাঁচ লক্ষ) টাকা এবং স্থায়ী পঙ্গুত্ববরণ করলে ২,০০,০০০/- (দুই লক্ষ) টাকা আর্থিক সহায়তা প্রদান করা হবে।

সাধারন আনসার নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

সাধারণ আনসার হলো বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অন্যতম অনুষঙ্গ। বর্তমানে ৫৩২০৬ জন প্রশিক্ষিত সাধারণ আনসার সদস্য ৪৭৯৭ টি সংস্থায় অঙ্গীভূত রয়েছেন। এই সদস্যবৃন্দ বিভিন্ন সরকারি বেসরকারি নিরাপত্তার বিধান পরিচালনা করছে যেমন: বিমানবন্দর, সমুদ্রবন্দর, পাওয়ার স্টেশন এর মত গুরুত্বপূর্ণ কেপিআই, শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠান, হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান, মহানগরীতে ট্রাফিক কন্ট্রোল, নৌ ও অন্যান্য গণ-পরিবহন রেল স্টেশন আনসার মৌলিক প্রশিক্ষণ গ্রহণ করে আপনি হতে পারেন আনসার বাহিনীর একজন গর্বিত সদস্য। এছাড়া আপনি অঙ্গীভূত আনসার হিসেবে নিরাপত্তা সেবায় অংশগ্রহণ করতে পারেন। আপনি আগ্রহী ও যোগ্য প্রার্থী হলে অনলাইনে আবেদন করুন এবং নির্ধারিত স্থান ও তারিখের সময়সূচি অনুযায়ী বাছাই কমিটির নিকট উপস্থিত থাকুন।

অন-লাইন রেজিষ্ট্রেশন নিয়ম ও পদ্ধতিঃ

যে কোন অন-লাইন সুবিধা সম্পন্ন কম্পিউটার থেকে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ওয়েব সাইট (www.ansarvdp.gov.bd) এ সাধারণ আনসার (পুরুষ) মৌলিক প্রশিক্ষণের আবেদন” লিংকে ক্লিক করে আবেদনপত্র পূরণ করে দাখিল করা যাবে। এই লিংকটি ২৭ মার্চ ২০২২ইং রাত ১২ টা হতে ০১ এপ্রিল ২০২২ইং রাত ১১.৫৯ মিনিট পর্যন্ত খোলা থাকবে।
রেজিষ্ট্রেশন ফি বাবদ অফেরতযোগ্য ২০০ “দুইশত” টাকা অন-লাইনে বিকাশ/রকেট/মোবিক্যাশ ইত্যাদির মাধ্যমে জমা দিতে হবে। রেজিষ্ট্রেশন ফি জমাদানের শেষ তারিখ ০১ এপ্রিল ২০২২ইং সন্ধ্যা ০৬.০০টা পর্যন্ত। আবেদনপত্র দাখিল ও ফি পরিশোধ সংক্রান্ত কোন সমস্যা হলে পরামর্শের জন্য o৯৬৪৩২০৭০০৪ নম্বরে যোগাযোগ করতে হবে। রেজিষ্ট্রেশন সম্পন্ন হওয়ার পরে প্রবেশপত্রটি প্রিন্ট করে সংরক্ষণ করতে হবে এবং নির্বাচনের সময় অবশ্যই তা প্রদর্শন করতে হবে।

যাচাই-বাছাইয়ে অংশগ্রহণের জন্য প্রয়োজনীয় বিষয় ও কাগজপত্রসমূহঃ

  1. প্রার্থীগনের পরীক্ষায় অংশগ্রহণের জন্য কলম, পেন্সিল, স্কেল ও ক্লিপবোর্ড সাথে আনতে হবে।
  2. সকল শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র,
  3. জাতীয় পরিচয়পত্রের ও চারিত্রিক সনদপত্রের মূল কপি,
  4. নাগরিকত্ব সনদপত্রের মূল কপি
  5. অন-লাইন রেজিষ্ট্রেশনের কনফারমেশন ডকুমেন্টের (প্রবেশপত্র) মূল কপি
  6. উল্লেখিত সকল ডকুমেন্টের প্রথম শ্রেণীর গেজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত ফটোকপি এবং সদ্যতোলা ০৪(চার) কপি পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবি গেজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত করে জমা দিতে হবে।

সাধারন আনসার চাকরির সমগ্রিক সুবিধা ও সাধারণ অসুবিধা

ক্রমিক নং (SL.)সামগ্রিক সুবিধা (Overall advantage) সাধারণ অসুবিধা (General disadvantages)
১।এটি একটি সরকারি চাকরি যা কোম্পানি চাকরির থেকে ভালোএ চাকরিতে নির্দিষ্ট একটি নিয়মের ভিতর ডিউটি করতে হয়
২।এ চাকরিতে নির্দিষ্ট সময়ে বেতন পাওয়া যায়এ চাকরিতে বেতন বাড়ানোর নিয়ম নেই
৩।এ চাকরিতে বিবাহ করলে বেতন বৃদ্ধি করা হয়এ চাকরিতে নির্দিষ্ট বয়সের আগে বিবাহ করা যায় না
৪।এ চাকরি হারানোর ভয় কমএ চাকরির দায়িত্ব অবহেলা করলে শাস্তি ভোগ করতে হয়
৫।এ চাকরি শেষে পেনশনের ব্যবস্থা আছেএ চাকরিতে ডিউটির জন্য যে কোন সময় কল করতে পারে

সাধারন আনসার নিয়োগ বিজ্ঞপ্তি

পোস্ট রিলেটেড কিওয়ার্ড (Post Related Keyword): job Circular 1. আনসার ভিডিপি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২, job Circular 2. আনসার ভিডিপি নিয়োগ বিজ্ঞপ্তি, job Circular 3. আনসার ভিডিপি নিয়োগ বিজ্ঞপ্তি 2022, job Circular 4. আনসার ভিডিপি নিয়োগ ২০২২, job Circular 5. আনসার ভিডিপি নিয়োগ 2022, job Circular 6. আনসার ভিডিপি নিয়োগ, job Circrlar7. আনসার ভিডিপি এ চাকরি, job Circular 8. আনসার ভিডিপি চাকরির খবর ২০২২, job Circular 9. Bangladesh Ansar VDP Job Circular 2022, job Circular 10. Bangladesh Ansar VDP job circular.

Post Related searches: সাধারণ আনসার নিয়োগ ২০২২, সাধারণ আনসার ভিডিপি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, বাংলাদেশ আনসার নিয়োগ ২০২২, আনসার ব্যাটালিয়ন নিয়োগ, সাধারণ আনসার নতুন নিয়োগ, সাধারণ আনসার নিয়োগ ২০২২ সার্কুলার, আনসার ভিডিপি ফলাফল, আনসার ভিডিপি সাধারণ জ্ঞান, আনসার ভিডিপি সম্পর্কে ৫টি বাক্য, আনসার ভিডিপি মহাপরিচালক, বাংলাদেশ আনসার বাহিনী, বাংলাদেশ আনসার ব্যাটালিয়ন, বাংলাদেশ আনসার বাহিনী নিয়োগ।