গাক এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

গাক এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ (guk ngo job circular 2022) প্রকাশ করছে গ্রাম উন্নয়ন কর্ম (গাক)। বাংলাদেশের জাতীয় পর্যায়ের গাক একটি বেসরকারী উন্নয়ন সংস্থা হিসেবে ১৯৯৩ সালে প্রতিষ্ঠিত হয়। ১৯৯৩ সাল থেকে দেশের বিভিন্ন জেলায় ঋণ কার্যক্রম পরিচালনাসহ শিক্ষা, স্বাস্থ্য, এবং দরিদ্রদের জন্য গাক চক্ষু হাসপাতাল স্থাপন করেন।

গাক এনজিও ঋণ বিতারন ছাড়াও এদেশের সৌর বিদ্যুৎ, কৃষি, মৎস ও প্রাণিসম্পদ উন্নয়নে কাজ করছে। জলবায়ু পরিবর্তন জনিত বিভিন্ন ঝুঁকি ঝুকিহ্রাস কার্যক্রমসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড পরিচালনা করে আসছে গাক (guk)। আগামী দিনে সংস্থার ঋণ কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে নিম্নবর্ণিত মোট পনেরটি (১৫) পদে ৭১৫ জন জনবল নিয়ােগের লক্ষ্যে আগ্রহী প্রার্থীদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।

এনজিও চাকরির খবর

প্রতিষ্ঠানগাক এনজিও
খবর (News type)এনজিও চাকরির খবর Ngo job news)
ক্যাটাগরির সংখ্যা০৫+১০ টি
নিয়োগ সংখ্যা৬৬০+৫৫ জন
আবেদনের মাধ্যমডাকযোগ
আবেদন শেষ২২ ও ২৬-০৫-২০২২
আবেদনের জেলাবাংলাদেশের সকল জেলা
খবর প্রকাশ০৪ এপ্রিল, ২০২২ ইং

গাক এনজিও নিয়োগ ২০২২

গাক এনজিও নিয়োগ ২০২২ নতুন সার্কুলার প্রকাশ করেছে গ্রাম উন্নয়ন কর্ম (গাক)। এখনও যারা গাক এনজিওতে চাকরির জন্য আবেদন করেননি তারা এখন আবেদন করতে পারেন। গ্রাম উন্নয়ন কর্ম (guk) আবেদনের জন্য সকল তথ্য এই পোষ্ঠে দেয়া হল অথবা সার্কুলার দেখেও আবেদন করতে পারেন।

এ নতুন সার্কুলারে মোট তিনটি ক্যাটাগরিতে লোক নিয়োগ দেয়া হবে। বাংলাদেশের যেকোন জেলার লোক আবেদন করতে পারবেন। নারী ও পুরুষ উভয়-ই তাদের নিজ নিজ যোগ্যতা অনুযায়ী আবেদন করুন। গাক এনজিওতে চাকরির জন্য কোন প্রকার অর্থের লেনদেন হয় না।

পদরে বিবরন

০১. এরিয়া ম্যানেজার পদে নিয়োগ ১০ জন

  1. পদের নাম এরিয়া ম্যানেজার
  2. মোট পদ সংখ্যা ১০ টি।
  3. বয়স সর্বোচ্চ ১৮ থেকে ৩০ বসর।
  4. শিক্ষাগত যােগ্যতাঃ পদ অনুসারে।

০২. শাখা ব্যবস্থাপক পদে নিয়োগ ১০ জন

  1. পদের নাম শাখা ব্যবস্থাপক
  2. মোট পদ সংখ্যা ৫০ টি।
  3. বয়স সর্বোচ্চ ৪০ বসর।
  4. শিক্ষাগত যােগ্যতা স্নাতক/স্নাতকোত্তর/সমমান।

০৩. এ্যাসিসটেন্ট একাউন্টস অফিসার পদে নিয়োগ ১০০ জন

  1. পদের নাম এ্যাসিসটেন্ট একাউন্টস অফিসার
  2. মোট পদ সংখ্যা ১০০ টি।
  3. বয়স সর্বোচ্চ ৩৫ বসর।
  4. শিক্ষাগত যােগ্যতা বিকম/বিবিএস পাস।

০৪. ফিল্ড অফিসার পদে নিয়োগ ৫০০ জন

  1. পদের নাম ফিল্ড অফিসার
  2. মোট পদ সংখ্যা ৫০০ টি।
  3. বয়স সর্বোচ্চ ১৮ থেকে ৩৫ বসর।
  4. শিক্ষাগত যােগ্যতা স্নাতক অথবা সমমান।

গাক এনজিও নিয়োগ ২০২২ সার্কুলার

গাক চক্ষু হাসপাতাল ঢাকা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

০১. জুনিয়র কনসালটেন্ট পদে নিয়োগ ০৩ জন।

  1. পদের নাম, জুনিয়র কনসালটেন্ট (চক্ষু)।
  2. মোট পদ সংখ্যা ০৩ টি।
  3. শিক্ষাগত যোগ্যতা, এমবিবিএস সাথে ডিপ্লোমা থাকতে হবে।
  4. অভিজ্ঞতা ১ থেকে ৩ বছর।
  5. বেতন, যোগ্যতা ও আলোচনা সাপেক্ষে।

০২. মেডিকেল অফিসার পদে নিয়োগ ০৪ জন।

  1. পদের নাম, মেডিকেল অপফিসার।
  2. মোট পদ সংখ্যা ০৪ টি।
  3. শিক্ষাগত যোগ্যতা, এমবিবিএস পাস।
  4. অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার।
  5. বেতন, ৩৫,০০০-৪৫,০০০/-

০৩. আউটরিচ কো-অর্ডিনেটর পদে নিয়োগ ০৬ জন।

  1. পদের নাম, আউটরিচ কো-অর্ডিনেটর।
  2. মোট পদ সংখ্যা ০৬ টি।
  3. শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর বা সমমান।
  4. অভিজ্ঞতা ০৩ বছরের।
  5. বেতন ২০,০০০-২৫,০০০/-

০৪. কাউন্সিলর পদে নিয়োগ ০৩ জন।

  1. পদের নাম, কাউন্সিলর।
  2. মোট পদ সংখ্যা ০৩ টি।
  3. শিক্ষাগত যোগ্যতা, স্নাতকোত্তর/স্নাতক।
  4. অভিজ্ঞতা ০৩ বছরের।
  5. বেতন, ২০,০০০-২৫,০০০/-

০৫. রিফ্রাকশনিষ্ট পদে নিয়োগ ০৩ জন।

  1. পদের নাম, রিফ্রাকশনিষ্ট।
  2. মোট পদ সংখ্যা: ০৩ টি।
  3. শিক্ষাগত যোগ্যতা, DOT বা MATS ও রিফ্রাকশনিষ্ট কোর্স সম্পন্ন হতে হবে।
  4. অভিজ্ঞতা ০৩ বছরের।
  5. বেতন ১৫,০০০-২০,০০০/-

০৬. ল্যাব টেকনিশিয়ান পদে নিয়োগ ০২ জন।

  1. পদের নাম, ল্যাব টেকনিশিয়ান।
  2. মোট পদ সংখ্যা, ০২ টি।
  3. শিক্ষাগত যোগ্যতা, ল্যাবরেটরী টেকনোলজি উপর ডিপ্লোমা থাকতে হবে।
  4. সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
  5. বেতন ১৫,০০০-২০,০০০/-

০৭. ফার্মাসিষ্ট পদে নিয়োগ ০১ জন।

  1. পদের নাম, ফার্মাসিষ্ট।
  2. মোট পদ সংখ্যা ০১ টি।
  3. শিক্ষাগত যোগ্যতা, ডিপ্লোমা ইন ফার্মাসিষ্ট।
  4. সংশ্লিষ্ট কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
  5. বেতন ১০,০০০-১২,০০০/-

০৮. নার্স পদে নিয়োগ ০৬ জন।

  1. পদের নাম, নার্স।
  2. মোট পদ সংখ্যা ০৬ টি।
  3. শিক্ষাগত যোগ্যতা, ডিপ্লোমা ইন নার্সিং ও মিডওয়াইফারি।
  4. উল্লেখিত কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
  5. বেতন, ১০,০০০-১২,০০০/-

০৯. রিসিপশনিষ্ট পদে নিয়োগ ০৩ জন।

  1. পদের নাম, রিসিপশনিষ্ট।
  2. মোট পদ সংখ্যা: ০৩ টি।
  3. শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর অথবা স্নাতক।
  4. অভিজ্ঞতা, ০৩ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
  5. বেতন ১০,০০০-১৫,০০০/-

১০. নার্স পদে নিয়োগ ০৩ জন।

  1. পদের নাম, নার্স (মহিলা)।
  2. মোট পদ সংখ্যা ৩ টি।
  3. শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা এইচএসসি অথবা সমমান।
  4. অভিজ্ঞতা ০২ বছরের।
  5. বেতন, ১০,০০০-১২,০০০/-
গাক এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২
#গাক এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

এরিয়া ম্যানেজার পদে নিয়োগ ১০ জন

পদের নাম: এরিয়া ম্যানেজার
পদ সংখ্যা ১০টি।
বয়স সর্বোচ্চ ৪৫ বছর।
শিক্ষাগত যােগ্যতাঃ স্নাতক/স্নাতকোত্তর/সমমান।
সংশ্লিষ্ট কাজে অথবা এরিয়া ম্যানেজার পদে ন্যূনতম ৩ বছরের বাস্তব অভিজ্ঞতাসহ ন্যূনতম ৭/৮টি শাখায় ২৫ অথবা ৩৫ কোটি টাকা ঋণ পরিচালনায় দক্ষতা থাকতে হবে।

সুযোগ সুবিধা মাসিক বেতন সর্বসাকুল্যে ৪৬,৯৩৭/- টাকা প্রাপ্য হবেন। এছাড়াও (ক) মােটরসাইকেলের জ্বালানী বিল। (খ) মােবাইল বিল। (গ) লাঞ্চ ভাতা। (ঘ) সিপিএফ। (ঙ) মাসিক রাত্রী যাপন ভাতা প্রাপ্য হবেন।

শাখা ব্যবস্থাপক পদে নিয়োগ ৭০ জন

পদের নাম: শাখা ব্যবস্থাপক
মোট পদ ৭০টি।
বয়স সর্বোচ্চ ৪০ বছর।
শিক্ষাগত যােগ্যতাঃ স্নাতক/স্নাতকোত্তর/সমমান।
দক্ষতা: ঋণ প্রদান কর্মসুচিতে শাখায় ব্যবস্থাপক পদে ১ বছর বা শাখা ব্যবস্থাপক পদে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। মাসিক বেতন সর্বসাকুল্যে ৩৪,৭৩৪/- টাকা। (ক) মােটরসাইকেলের জ্বালানী বিল। (খ) মােবাইল বিল। (গ) লাঞ্চ ভাতা। (ঘ) ও সিপিএফ। এর সাথে থাকর সুবিধা রয়েছে।

এ্যাসিসটেন্ট একাউন্টস অফিসার পদে নিয়োগ ১০০ জন

পদের নাম: এ্যাসিসটেন্ট একাউন্টস অফিসার
মোট পদ সংখ্যা ১০০টি।
বয়স সর্বোচ্চ ৩৫ বছর।
শিক্ষাগত যােগ্যতা: ন্যূনতম বিকম/বিবিএস। এ্যাসিসটেন্ট একাউন্টস শাখায় অবস্থান করে সফটওয়্যারের মাধ্যমে দৈনন্দিন হিসাব সংক্রান্ত যাবতীয় আর্থিক লেনদেন পরিচালনা করতে হবে।প্রথম ছয় (০৬) মাস শিক্ষানবিশ মাসিক বেতন ধরা হবে ১২,০০০/-টাকা। এবং চাকুরী নিয়মিতকরণের পর মাসিক বেতন সর্ব সাকুল্যে ২১,৯৩৭/-টাকা।

এনজিও প্রদত্ত অন্যান্য সুযোগ সুবিধা: (ক) মােবাইল বিল। (খ) লাঞ্চ ভাতা। (গ) সিপিএফ। এ ছাড়াও ফ্রি একক আবাসন সুবিধা রয়েছে। যে সকল প্রার্থীর ক্ষুদ্রঋণ কর্মসূচিতে এ্যাসিসটেন্ট একাউন্টস অফিসার পদে ন্যূনতম এক বছর কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাদের ক্ষেত্রে শিক্ষানবিশকাল প্রযােজ্য হবে এবং যােগদানের পর হতে মাসিক বেতন সর্বসাকুল্যে ২১,৯৩৭/-টাকা প্রাপ্য হবেন।

ফিল্ড অফিসার পদে নিয়োগ ৭০০ জন

পদের নাম: ফিল্ড অফিসার
পদ সংখ্যা ৭০০টি।
বয়স সর্বোচ্চ ৩৫ বছর।
শিক্ষাগত যােগ্যতা: স্নাতক/সমমান, কাজে যাগদানের প্রথম ছয় (৬০) মাস শিক্ষানবিশকাল মাসিক বেতন ১২,০০০/- টাকা। কাজ মূল্যায়নের ভিত্তিতে শিক্ষানবিশকাল সন্তোষজনক হলে নিয়মিতকরণের পর মাসিক বেতন ২৩,১৩৭/-টাকা প্রদান করা হবে।

এনজিও প্রদত্ত অন্যান্য সুযোগ সুবিধা: (ক) মােটরসাইকেলের জ্বালানী বিল। (খ) মােবাইল বিল। (গ) লাঞ্চ ভাতা। (ঘ) সিপিএফ। এ ছাড়াও ফ্রি থাকার সুবিধা রয়েছে। যে সকল প্রার্থীর ক্ষুদ্রঋণ কর্মসূচিতে ফিল্ড অফিসার পদে ন্যূনতম এক বছর কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাদের ক্ষেত্রে শিক্ষানবিশকাল প্রযােজ্য হবে না। এবং যােগদানের পর থেকে মাসিক বেতন সর্বসাকুল্যে ২৩,১৩৭/-টাকা প্রাপ্য হবেন।

লিগ্যাল অফিসার পদে নিয়োগ ০৪ জন

পদের নাম: লিগ্যাল অফিসার
পদ সংখ্যা ৪টি।
বয়স সর্বোচ্চ ৪০ বছর।
শিক্ষাগত যােগ্যতাঃ এলএলবি/এলএলএম পাশ।
ঋণ কর্মসূচিতে আইন সহায়তা কাজে বাস্তব বা লিগ্যাল অফিসার পদে অভিজ্ঞতাসম্পন্নদের অগ্রাধিকার দেয়া হবে। মাসিক বেতন সর্বসাকুল্যে ২৫,০০০/- থেকে ৩০,০০০/- টাকা। (ক) মােটরসাইকেলের জ্বালানী বিল। (খ) মােবাইল বিল। (গ) লাঞ্চ ভাতা। (ঘ) ও সিপিএফ। আবাসন সুবিধা রয়েছে। কর্মস্থলঃ সংস্থার আঞ্চলিক অফিস সমূহে।

গাক এনজিও নিয়োগ ২০২২ সার্কুলার

১, ২ ও ৪ নং পদের প্রার্থীকে মােটরসাইকেল চালনায় পারদর্শী হতে হবে।
সার্কুলারে উল্লেখিত সকল পদের প্রার্থীদের কম্পিউটারে অফিস প্রােগ্রাম এবং ইন্টারনেট ব্যবহারে দক্ষ হতে হবে।
গাক এনজিও নিয়োগ ২০২২ এ উল্লেখ্য, সকল পদের ক্ষেত্রে মাসিক নির্ধারিত বেতন ছাড়াও সংস্থার চাকুরী বিধিমালা অনুযায়ী (ক) বৈশাখী ভাতা। (খ) বছরে ৩টি উৎসব ভাতা। (গ) গ্রাচুইটি। (ঘ) দূরত্ব ভাতা। (ঙ) সিটি এলাউন্স। (চ) লীভ এনক্যাশমেন্ট সুবিধা। (ছ) যাতায়াত ভাড়া। (জ) দুর্ঘটনাজনিত বীমা সুবিধা প্রাপ্য হবেন।
আগ্রহী প্রার্থীদের আগামী ২৫ জানুয়ারী ২০২২ তারিখের মধ্যে উল্লেখিত ঠিকানায় আবেদনের জন্য অনুরোধ করা যাচ্ছে।

আবেদন পত্রের সাথে যেসব কাগজ যুক্ত করতে হবে

১. পূর্ণ জীবন বৃত্তান্ত। ২. মােবাইল নম্বর। ৩. শিক্ষাগত যােগ্যতা। ৪. অভিজ্ঞতা। ৫. উচ্চতা ওজনের মাপ। ৬. ২ জন পরিচয় প্রদানকারীর ”আবেদন কারি প্রর্থীর আত্নীয় নন এমন ব্যক্তি হতে হবে” ব্যাক্তির নাম উল্লেখ করতে হবে এবং মােবাইল নম্বর। ৭. আবেদন পত্রের খামের উপর পদের নাম, জেলা, পরীক্ষা কেন্দ্রের নাম উল্লেখ করতে হবে।

আবেদনের ঠিকানা

সহকারী পরিচালক,
মানব সম্পদ বিভাগ, গ্রাম উন্নয়ন কর্ম (গাক),
প্রধান কার্যালয়, গাক টাওয়ার,বনানী, বগুড়া
বরাবরে আবেদনপত্র প্রেরণ করতে হবে।
বিঃ দ্রঃ শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদেরকে নিয়ােগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য মােবাইল ফোন/এসএমএস এর মাধ্যমে জানানাে হবে। সকল পদে ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও সিলেট বিভাগে কাজ করতে আগ্রহী প্রার্থীদেরকে অগ্রাধিকার দেয়া হবে।

গাক এনজিও সম্পর্কে বিস্তারিত জানতে

এমআরএ সনদ নং-০২৭৬১-০৩১৯৬০০২৭৩
ভিজিট করুন www.guk.org.bd
www.facebook.com/guk.org.bd ভিজিট করুন।

গাক এনজিও নিয়োগ ২০২২ সার্কুলা

গ্রাম উন্নয়ন কর্ম (গাক) বাংলাদেশের বৃহৎ এক সেবামূলক প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠান তাদের বিভিন্ন শাখায় জনবল নিয়োগের জন্য গাক এনজিও নিয়োগ ২০২২ প্রকাশ করে থাকে। গাক প্রতিবারের ন্যায় এবারও তাদের অফিস ২০২২ সালে নিয়োগ সার্কুলার প্রকাশ করেছে।


গাক এনজিও আবেদন ফরম

guk ngo গাক এনজিওতে আবেদনের জন্য চাকরি ইচ্ছুক প্রার্থীদের ডাকযোগ আবেদন করতে হবে। এনজিও কর্তৃপক্ষ গাক এনজিও আবেদন ফরম বলতে কোনরকম আবেদন ফরম প্রচার করেনি। আবেদনের জন্য সকল তথ্য সার্কুলার দেখে জেনে নিন।


গাক এনজিও আবেদন করার নিয়ম

চাকরির জন্য এনজিওর কছে বিভিন্ন ভাবে আবেদন করা যায়। তাবে বেসিরভাগ ক্ষেত্রে সরকারি চাকরি জন্য অনলেইনে আবেদন করতে হয়। এখানে যেসকল ব্যক্তি গাক এনজিও আবেদন করার নিয়ম খুজছেন তারা সুধুমাত্র নিয়োগ সার্কুলার ফলো করুন।


গাক এনজিও নিয়োগ ২০২২ apply

গ্রাম উন্নয়ন কর্ম (গাক) একটি বেসরকরি এনজিও তাই গাক এনজিও নিয়োগ ২০২২ apply করার পূর্বেই সকল নির্দেশিক ভালোভাবে পড়েনিন। এখানে আবেদনের নিয়ম, আবেদনের সময় ইত্যাদি সকল তথ্য তুলেধরা হল।


গাক এনজিও


গাক এনজিও লোন

বাংলাদেশের বিভিন্ন আর্থিক সংস্থা বা এনজিও লোন বিতারন করে থাকে। বর্তমানে গাক এনজিও লোন বিতরন করছে। তাই আপনার প্রয়োজনে গাক কর্তৃপক্ষের কছে আবেদন করতে পারেন। আপনার সকল যোগ্যতা ও ঠিকানা গ্রাম উন্নয়ন কর্ম কর্তৃপক্ষের কাছে জমা দিন।


গাক এনজিও সম্পর্কে বিস্তারিত

এ সংস্থার সকল তথ্য জানতে অথবা গাক এনজিও সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন https://guk.org.bd/ এ ওয়েবসাইটে গাক সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়া আছে। তাদের সকল শাখার নিয়োগ সম্পর্কে বিস্তারিত প্রশ্ন ও উত্তর এখানে খুজে পাবেন।

গাক এনজিও নিয়োগ 2022


গাক এনজিও প্রতিষ্ঠাতা কে

একটি প্রশ্ন: গাক এনজিও প্রতিষ্ঠাতা কে। উত্তর: গ্রাম উন্নয়ন কর্ম (গাক) এর প্রতিষ্টাতা ও নির্বাহী পরিচালক ড. খন্দকার আলমগীর হোসেন। তিনি এখনো গাকের প্রতিষ্টাতা ও নির্বাহী পরিচালকের দায়িত্ব পালন করে আসছেন।


গাক এনজিও কেমন

এ প্রতিষ্ঠানে চাকরি নেওয়ার জন্য মানুষ প্রশ্ন করেন গাক এনজিও কেমন। বর্তমান বাংলাদেশে গাক সম্পর্কিত জানা-অজানা সকল তাথ্য অনলাইনে পাওয়াজায়। এখানে নির্ভরযোগ সকল তথ্যপেতে তাদের ওয়েবসাই, পেসবুক, টুইটার ইত্যাদি থেকে আপনি নির্ভরযোগ্য তাথ্য সংগ্রহ করুন।