উত্তরা ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ (Uttara Bank Limited niyog biggopti 2022) সার্কুলার প্রকাশিত হয়েছে। বাংলাদেশ ব্যাংক নিয়ন্ত্রিত উত্তরা ব্যাংক লিমিটেড ০২ টি ক্যাটাগরিতে ০২ জন দক্ষ জনবল নিয়োগের সার্কুলার প্রকাশ করেছে। এই নিয়োগ বিজ্ঞপ্তিতে বাংলাদেশে সকল জেলা ও বিভাগের লোক আবেদন করতে পারবেন। আবেদনের সকল তথ্য এই পোস্টে দেওয়া আছে। উক্ত পোস্ট অথবা উত্তরা ব্যাংকের সার্কুলার দেখে সঠিক ভাবে আবেদন করুন।
প্রতিষ্ঠানের নামঃ উত্তরা ব্যাংক
চাকরির ধরনঃ সরকারি চাকরি
প্রতিষ্ঠানের ওয়েবসাইটঃ https://www.uttarabank-bd.com/
ক্যাটাগরিঃ ০২ টি
নিয়োগ সংখ্যাঃ ০২ জন
প্রার্থীর বয়সঃ ১৮ থেকে ৩০ বছর
আবেদন করুনঃ অনলাইনে
আবেদন শুরু: ২৪ মে, ২০২২
আবেদনের জেলাঃ বাংলাদেশের সকল জেলা
আবেদনের মেয়াদ শেষঃ ১২ জুন, ২০২২
খবর (News type): Bank Job News
উত্তরা ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২
সাম্প্রতি উত্তরা ব্যাংক লিমিটেড তাদের সেবার মান বৃদ্ধির লক্ষ্যে ব্যাংকে সহকারী কর্মকর্তা (সাধারণ) এবং সহকারী কর্মকর্তা (ক্যাশ) পদে নিয়োগের জন্য চাকরির খবর ২০২২ প্রকাশ করেছে। বাংলাদেশের তরুণ স্মার্ট এবং উদ্যমী ব্যক্তিদের কাছ থেকে অনলাইনের মাধ্যমে আবেদন করা জন্য আহবান করা যাচ্ছে।
০১ সহকারী কর্মকর্তা
- পদের নামঃ সহকারী কর্মকর্তা (সাধারন/General)
- পদ সংখ্যাঃ ০১ টি
- বেতনঃ ২৮,০০০ হাজার টাকা
- গ্রেডঃ পদ অনুসারে
- শিক্ষাগত যোগ্যতাঃ ব্যাচেলর অফ ডিগ্রি
অন্যান্য যোগ্যতা: যে কোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে ব্যাচেলন স্নাতক (সম্মান) ডিগ্রি থাকতে হবে। SSC এবং HSC বা সমমানের উভয় পরীক্ষায় প্রার্থীদের অবশ্যই GPA/CGPA 4.00 থাকতে হবে।
০২ সহকারী কর্মকর্তা
- পদের নামঃ সহকারী কর্মকর্তা (ক্যাশ/Cash)
- পদ সংখ্যাঃ ০১ টি
- বেতনঃ ২৬,০০০ হাজার টাকা
- গ্রেডঃ পদ অনুসারে
- শিক্ষাগত যোগ্যতাঃ ব্যাচেলর অফ ডিগ্রি
অন্যান্য যোগ্যতা: সহকারী কর্মকর্তার (ক্যাশ) পদের জন্য প্রার্থীকে যে কোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে স্নাতক স্নাতক (সম্মান) ডিগ্রি ধারি হতে হবে। এসএসসি এবং এইচএসসি বা সমমানের উভয় পরীক্ষায় 5.00 পয়েন্ট স্কেলে কমপক্ষে 3.00 জিপিএ/সিজিপিএ থাকতে হবে।
সম্পর্কিত অনুসন্ধান/Related searches: উত্তরা ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২, উত্তরা ব্যাংক কি সরকারি, উত্তরা ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি, উত্তরা ব্যাংক নিয়োগ, উত্তরা ব্যাংক সিকিউরিটি নিয়োগ, উত্তরা ব্যাংক লিমিটেড নিয়োগ ২০২২, উত্তরা ব্যাংক লিমিটেড নিয়োগ।