বুরো বাংলাদেশ এনজিও নিয়োগ ২০২২ (Buro bangladesh ngo niyog) সার্কুলার প্রকাশিত হয়েছে। বুরো বাংলাদেশ এনজিও কর্তৃপক্ষ বাংলাদেশের বিভিন্ন এলাকার জন্য ০১ ক্যাটাগরিতে এনজিও চাকরির খরবর প্রকাশ করেছে। এ আবেদন প্রক্রিয়া চলবে আগামী ৩১ ডিসেম্বর, ২০২২ ইং তারিখ পর্যন্ত। বুরো বাংলাদেশ এনজিও ১৯৮৩ সালে প্রতিষ্ঠিত হয়।
বুরো বাংলাদেশ এনজিও নিয়োগ ২০২২
দেশের জনকল্যান-ই একমাত্র লক্ষ উদ্দেশ্য’ এ আদর্শের উপর ভিত্তি করে জাকির হোসেন ১৯৯০ সালে বুরো বাংলাদেশ এনজিও প্রতিষ্ঠা করেন। বুরো এনজিও কর্তৃক উল্লেখিত নতুন নিয়োগ সার্কুলারে আবেদনের শেষ তারিখ আগমী ৩১ ডিসেম্বর, ২০২২ ইং তারিখ বিকাল ০৫:০০ পর্যন্ত। যে সকল বেকর যুবোক এনজিও চাকরির খবর খুজছেন তার বুরো বাংলাদেশ এনজিও নিয়োগ ২০২২ সার্কুলারে নিয়োগের জন্য আবেদন করুন।
প্রতিষ্ঠানের নাম কী? | বুরো বাংলাদেশ এনজিও |
চাকরির ধরন কী? | এনজিও চাকরি |
কোন জেলা? | সকল জেলা |
ক্যাটাগরি কতটি? | ০১ টি |
নিয়োগ সংখ্যা কত? | অনির্ধারিত |
বয়স কত? | সর্বোচ্চ ৩৫ বছর |
আবেদনের মাধ্যম কী? | অনলাইন |
আবেদনের শেষ তারিখ কবে? | ৩১ ডিসেম্বর ২০২২ |
ওয়েবসাইট | http://www.burobd.org/ |
বুরো বাংলাদেশ এনজিও নিয়োগ ২০২২ সার্কুলার
নিম্নে তালিকায় উল্লেখিত বুরো বাংলাদেশ এনজিও নিয়োগ ২০২২ সার্কুলারের সংক্ষিপ্ত আকারে পদসমূহের বিবরন তথা খালি পদের নাম, মোট নিয়োগ সংখ্যা, বেতন ও বয়স ইত্যাদি সুশৃঙ্খলভাবে তুলে ধরা হলো।
১। অডিটর
- খালি পদের নাম: অডিটর
- মোট নিয়োগ সংখ্যা: অনির্দিষ্ট
- বেতন: ৩০,০০০/- টাকা
- বয়স: সর্বোচ্চ ৩৫ বছর
- স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি 2023 | শুন্য পদ ২,২৩৭ টি
- লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২
- শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি 2022
- বিমান সেনা নিয়োগ ২০২২
- শরীয়তপুর পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগ ২০২২
- ভোলা পল্লী বিদ্যুৎ নিয়োগ ২০২২ সার্কুলার

বুরো বাংলাদেশ এনজিও নিয়োগ ২০২২
সাম্প্রতি প্রকাশিত বুরো বাংলাদেশ এনজিও নিয়োগ 2022 সার্কুলার সম্পর্কৃত সকল তথ্য এবং অডিটর পদের বিবরন নিম্নে তুলেধরা হল। বুরো এনজিও প্রতি বছর তাদের অফিস জনবল নিয়োগের সার্কুলার প্রকাশ করে। প্রতি বছরের ন্যায় এবারও ২০২২ সালের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি বিভিন্ন দৈনিক পত্রিকায় প্রচার করছে। যে সকল বেকার যুবোক বুরো এনজিওতে নিয়োগ পেতে ইচ্ছুক তার আবেদন করুন।
০১. অডিটর পদের বিবরন
পদের নামঃ অডিটর
পদ সংখ্যাঃ ৩০ টি
শিক্ষাগত যোগ্যতাঃ বি.বি.এ/এম.বি.এস ডিগ্রী
অভিজ্ঞতাঃ উল্লেখ নাই
বয়সঃ ৩৫ বছর
বেতন স্কেলঃ ৩০,০০০ টাকা
কর্মস্থলঃ বাংলাদেশের যে কোন স্থানে
আবেদন শেষঃ ১০ জুন ২০২২ইং
বুরো এনজিও কর্তৃপক্ষ প্রকাশিত নিয়োগ ২০২২ সার্কুলারটি নিচে ছবি/image আকারে দেওয়া হল। যা নিচের ছবিতে উল্লেখ করা হয়েছে (Which is mentioned in the picture below, such as:) যেমনঃ চাকরির শূন্যপদ(Job vacancy), কাজের ধরন(Job Type), কাজের প্রসঙ্গ(Job Context), চাকরির ধরন(Job Nature), Etc. ইত্যাদি তথ্য সার্কুলারে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে।

বুরো বাংলাদেশ এনজিও নিয়োগ ২০২২
অভিজ্ঞতাঃ অ্যাকাউন্টিং/ফাইনান্স/ম্যানেজমেন্টে এমবিএ/এমবিএস মেজর এবং অ্যাকাউন্টিং/ফাইনান্স/ম্যানেজমেন্টে বিবিএ/বিবিএস মেজর-সহ প্রার্থীদের অবশ্যই একটি স্বনামধন্য ফার্ম থেকে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট কোর্স কমপ্লিট সিএ/CA, অথবা সিসি/CC, থাকতে হবে।
অন্যান্য অভিজ্ঞতাঃ প্রার্থীকে মাঠ পর্যায়ে অডিটর হিসাবে কাজ করতে আগ্রহী থাকতে হবে। এবং মাঠ পর্যায়ে কাজে দক্ষ ও কঠোর পরিশ্রমী হতে হবে। এটি সম্পূর্ণরূপে একটি এলাকা বিত্তিক/ক্ষেত্র-ভিত্তিক কাজ। কোন একটি ওয়ার্কস্টেশনে কাজ করার মানসিকতা/Mentality থাকতে হবে। সারা দেশে বুরো বাংলাদেশ এনজিও সংগঠনের জোন অফিস। প্রার্থীকে শাখা অফিস পরিবর্তন বা পরিদর্শন করতে হতেপারে। প্রার্থীকে নিরীক্ষার উদ্দেশ্যে থাকতে হবে।
বুরো বাংলাদেশ এনজিও নিয়োগ ২০২২
অন্যান্য সুযোগ সুবিধাঃ বাংলাদেশের যে কোন জায়গায় কাজ করার মানসিকতা/Mentality থাকতে হবে। শিক্ষানবিস প্রথম ছয় (০৬) মাস বেতন ৩০,০০০ হাজার টাকা সাথে মোবাইল বিল, এবংটিএ ডিএ থাকবে। চাকরি স্থায়ীকরণ হওয়ার পর বেতন হবে প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী। শিক্ষানবিশ সময়কাল/Apprentice period সফলভাবে সমাপ্ত করার পর প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, অর্জিত ছুটিসহ প্রতিষ্ঠানের অন্যান্য সুযোগ সুবিধা নিয়ম অনুযায়ী দেওয়া হবে।
অনুসন্ধান কীওয়ার্ড/Search keywords: বুরো বাংলাদেশ এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি, বুরো বাংলাদেশ এনজিও নিয়োগ পরীক্ষার প্রশ্ন, বুরো বাংলাদেশ এনজিও হেড অফিস, বুরো বাংলাদেশ এনজিও নিয়োগ ২২, বুরো বাংলাদেশ এনজিও লোন, বুরো বাংলাদেশ এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২২, বুরো বাংলাদেশ এনজিও নিয়োগ ২০২১, বুরো বাংলাদেশ এনজিও নিয়োগ 2022, বুরো বাংলাদেশ এনজিও নিয়োগ ২০২০, বুরো বাংলাদেশ এনজিও লোন পদ্ধতি।
বুরো বাংলাদেশ এনজিও নিয়োগ পরীক্ষার প্রশ্ন
০১। ব্যুরো বাংলাদেশ কত সালে প্রতিষ্ঠিত হয়?
উত্তরঃ ১৯৯০ সালে।
০২। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো এর সংক্ষিপ্ত রূপ কী?
উত্তরঃ বিবিএস।
০৩। ব্যুরো বাংলাদেশ কি ধরনের প্রতিষ্ঠান?
উত্তরঃ এনজিও প্রতিষ্ঠান।
০৪। ব্যুরো বাংলাদেশে শাখা অফিস কতটি?
উত্তরঃ ১,২২৯ টি।
০৫। ব্যুরো বাংলাদেশ এনজিও কোথায় অবস্থিত?
উত্তরঃ প্রধানমন্ত্রীর কার্যালয়, প্লট- ই-১৩/বি, আগাঁরগাও, শেরে বাংলা নগর, ঢাকা-১২০৭।