প্রমি এগ্রো ফুডস‌ লিমিটেড নিয়োগ ২০২২

শেয়ার করুন
5/5 - (1 vote)

প্রমি এগ্রো ফুডস‌ লিমিটেড নিয়োগ ২০২২ (prome agro foods limited job circular 2022)। প্রকাশিত সার্কুলারে মোট দুইটি ক্যাটাগরিতে জনবল নিয়োগ দেয়া হবে। স্পাইস গ্রুপের পণ্যসমূহ মার্কেটিং, বাজারজাতকরণ এবং পরিবেশনের জন্য ঢাকাসহ সারা বাংলাদেশে থেকে জরুরী ভিত্তিতে লােক নিয়ােগ চলছে।

প্রমি এগ্রো ফুডস‌ লিমিটেড দেশের শীর্ষস্থানীয় খাদ্যপণ্য উৎপাদনকারী কোম্পানি। বর্তমানে প্রমি এগ্রো ফুডস্ লিঃ বাজারে নিয়ে এলাে একটি কোয়ালিটি স্পাইস প্রােডাক্ট। তাই স্পাইস গ্রুপের পণ্যসমূহ বাজারজাত করনের জন্য জরুরী ভিত্তিতে সেলস ও মার্কেটিং বিভাগে লােক নিয়ােগ দেয়া হবে। চাকরির খবর পেতে ভিজিট করুন jobcirculargov.com

সার্কুলার প্রকাশ করেছেপ্রমি এগ্রো ফুডস‌ লিমিটেড
এই চাকরির ধরনকোম্পানির চাকরি
আবেদনকারী জেলাসকল জেলা
আবেদনে শিক্ষাযোগ্যতানিম্নে উল্লেখিত
ক্যাটাগরির সংখ্যা০২ টি
নিয়োগ দেওয়া হবেঅনির্ধারিত
আবেদন করতে পারবেনসাক্ষাতকার
সাক্ষাৎকারের শেষ তারিখ২১-৩০ ডিসেম্বর ২০২২
ওয়েবসাইটhttps://www.prome.com.bd/
খবর (News type)সরকারি চাকরির খবর (Company job news)
প্রমি এগ্রো ফুডস‌ লিমিটেড নিয়োগ ২০২২

প্রমি এগ্রো ফুডস‌ লিমিটেড নিয়োগ ২০২২ সার্কুলার

নিম্নে তালিকায় উল্লেখিত প্রমি এগ্রো ফুডস‌ লিমিটেড নিয়োগ ২০২২ সার্কুলারের সংক্ষিপ্ত আকারে পদসমূহের বিবরন তথা পদের নাম, পদ সংখ্যা, বয়স, অভিজ্ঞতা ও শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি সুশৃঙ্খলভাবে তুলে ধরা হলো।

পদের নাম: সেলস্ অফিসার (এস.ও)
পদ সংখ্যা: অনির্ধারিত
বয়স: সর্বোচ্চ ১৮-৩০ বছর
অভিজ্ঞতা: বিজ্ঞপ্তিতে উল্লেখিত
শিক্ষাগত যােগ্যতাঃ এস.এস.সি

পদের নাম: এরিয়া সেলস্ ম্যানেজার (এ.এস.এম)
পদ সংখ্যা: অনির্ধারিত
বয়স: সর্বোচ্চ ২৫-৩৫ বছর
অভিজ্ঞতা: বিজ্ঞপ্তিতে উল্লেখিত
শিক্ষাগত যােগ্যতাঃ বি.বি.এ/ এম.বি.এ

প্রমি এগ্রো ফুডস‌ লিমিটেড নিয়োগ ২০২২
প্রমি এগ্রো ফুডস‌ লিমিটেড নিয়োগ ২০২২

প্রমি এগ্রো ফুডস‌ লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

পদের বিবরন

পদের নাম: সেলস্ ম্যানেজার
পদ সংখ্যা: অনির্দিষ্ট
বয়স: ৩৫ থেকে ৪৫ বছর।
অভিজ্ঞতা: ৫-১০ বছরের
শিক্ষাগত যােগ্যতাঃ স্নাতক বা স্নতকোত্তর

পদের নাম: সেলস্ অফিসার
পদ সংখ্যা: ২০০ জন (পুরুষ)
বয়স: ১৮ থেকে ৩০ বছর।
অভিজ্ঞতা: ১ বছরের
শিক্ষাগত যােগ্যতাঃ এসএসসি/এইচএসসি

সাক্ষাৎকারের তারিখ: প্রতি শুক্রবার ২৬ আগষ্ট-১৬ সেপ্টেম্বর ২০২২

প্রমি এগ্রো ফুডস‌ লিমিটেড নিয়োগ ২০২২ সার্কুলার

#প্রমি এগ্রো ফুডস‌ লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

প্রমি এগ্রো ফুডস‌ লিমিটেড নিয়োগ 2022

প্রমি এগ্রো ফুডস‌ লিমিটেড প্রচারিত নিয়োগ সার্কুলারটি দেখুন। এখানে প্রমি এগ্রো ফুডস‌ এর সকল তথ্য এবং কোম্পানির ঠিকানা উল্লেখ আছে। প্রয়োজনে সার্কুলারে দেয়া মোবাইল নাম্বরে মোবাইল করতে পারেন অথবা তাদের ইমেইলে যোগাযোগ করতে পারেন। কোম্পানি ছাড়া অন্য কোথাও বা কোন ব্যক্তির সাথে কোনরকম টাকার লেনদেন করে প্রতারিত হবেননা। নিজের ভুলের কারনে প্রতারিত হলে তার জন্য প্রমি এগ্রো ফুডস‌ লিমিটেড কোনরকম দায়ী থকবেনা।

পদের বিবরন

পদের নাম: এরিয়া সেলস্ ম্যানেজার (এ এস এম)
পদ সংখ্যা: ২০ জন পুরুষ।
বয়স সর্বোচ্চ ২৭ থেকে ৪০ বছর।
শিক্ষাগত যােগ্যতাঃ স্নাতক বা স্নতকোত্তর

পদের নাম: সেলস্ অফিসার ( এস ও)
পদ সংখ্যা: ২০০ জন পুরুষ।
বয়স সর্বোচ্চ ১৮ থেকে ৪০ বছর।
শিক্ষাগত যােগ্যতাঃ এস এস সি বা এইচ এস সি

পদের নাম: ডিপো ইনচার্জ
পদ সংখ্যা: ১০ জন পুরুষ।
বয়স সর্বোচ্চ ২৭ থেকে ৪০ বছর।
শিক্ষাগত যােগ্যতাঃ বি এ, বি. কম, বি এস এস

দৃষ্টি আকর্শন

আগ্রহী চাকরী প্রত্যাশীগনকে দৃষ্টি আকর্শন করছি। আবেদনপত্রসহ স্ব-শরীরে প্রমি এগ্রো ফুডস্ লিঃ এর প্রধান কার্যালয়ে উপস্থিত হতে হবে। প্রধান কার্যালয়ে উপস্থিত হয়ে মৌখিক পরীক্ষা দেয়ার জন্য অনুরােধ করা হলাে।

প্রমি এগ্রো ফুডস‌ লিমিটেড নিয়োগ ২০২২

প্রার্থীর যােগ্যতা

এরিয়া সেলস্ ম্যানেজার (এ এস এম) পদে নিয়োগের জন্য খাদ্য পণ্য বিপণনকারী প্রতিষ্ঠানে সমমানের পদে ৩-৫ বসর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। সেলস্ অফিসার ( এস ও) পদে আবেদনের জন্য খাদ্য পণ্য বিপণনকারী প্রতিষ্ঠানে বা সমমানের পদে ৩-৫ বসর কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। ডিপো ইনচার্জ ঢাকা ডিপোর জন্য নিয়োগ দেয়া হবে। এ পদে আবেদনের জন্য আবেদনকারীকে সর্বনিম্ন ১ এক বসরের বস্তব অবিজ্ঞতা থাকতে হবে। এবং কম্পিউটার চালনায় দক্ষ হতে হবে।

অন্যান্য যােগ্যতা

প্রমি এগ্রো ফুডস‌ লিমিটেড নিয়োগের জন্য প্রার্থীর পূর্বে কাজের যােগ্যতা অনুযায়ী বয়স নির্ধারন হতে পারে। তাই যেসকল প্রার্থীর খাদ্য পণ্য বিপণনকারী প্রতিষ্ঠানে কাজ করার বাস্তব অভিজ্ঞতা আছে তাদের ক্ষেতে বয়স শিথিলযোগ্য। এবং সকল প্রার্থীর পূর্বের অভিজ্ঞতার জন্য শিক্ষাগত যোগ্য শিথিলযোগ্য হতে পারে।

আবেদন পত্রের সাথে নিমােক্ত কাগজাদি সংযুক্ত করতে হবে।

আবেদনের জন্য প্রার্থীর জীবন বৃত্তান্ত সাথে সদ্যতোলা দুই কপি পাসপাের্ট সাইজ ছবি। সকল শিক্ষাগত যােগ্যতার সনদের সত্যায়িত ফটোকপি, জাতীয় সনদপত্রের সত্যায়িত কপি, অভিজ্ঞতার সনদের সত্যায়িত ফটোকপি ইত্যাদি। আগামী ০৭ মে, ২০২২ খ্রি: থেকে ৩১ মে, ২০২২ খ্রি: পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৫টার মধ্যে প্রার্থী স্ব-শরীরে নিম্ন ঠিকানায় উপস্তিত হতে হবে।

প্রমি এগ্রো ফুডস‌ লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি 2022

আবেদনের ঠিকানা

প্রধান কার্যালয়ঃ
৪৮৭ গােবিন্দপুর, মৈনারটেক
উত্তরখান, ঢাকা-১২৩০।

প্রমি হেড অফিসে যাওয়ার লোকেশন
উত্তরা আব্দুল্লাহপুর এর পূর্ব পাশে
বেড়িবাঁধ রাস্তা হতে অটোবাইক যােগে মৈনারটেক
“প্রমি” হেড অফিসে আসতে হবে
সম্পকৃত আরো তথ্যের জন্য যোগাযোগ করুন: মোবাইল: ০১৭৬২-৬৮৩১৫৭, ০১৭৬২-৬৮৩০১২,০১৭১৩-২৪৭০১৬

Leave a Comment

Job Circular Gov