জাগরণী চক্র ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

জাগরণী চক্র ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ (jagarani chakra foundation job circular 2022) ০১ টি পদে ০১ জন জনবল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। জাগরনী চক্র ফাউন্ডেশন বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের একটি জাতীয় সামাজিক কল্যাণ প্রতিষ্ঠান হিসেবে ১৯৭৬ সালে প্রতিষ্ঠিত হয়। এই ফাউন্ডেশন তাদের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের উপর মনোযোগ নিবদ্ধ করে, অসহায় ও দারিদ্র মানুষের চাহিদা মোকাবেলা করতে প্রতিশ্রুতিবদ্ধ হয়। উক্ত ফাউন্ডেশন এ চাকরি আগ্রহী প্রার্থীগন বাংলাদেশের সকল জেলা থেকে অনলাইনে আবেদন করতে পারবেন। সকল প্রকার চাকরির খবর পেতে ভিজিট করুন jobcirculargov.com

জাগরণী চক্র ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

চাকরির খবরের জন্য বিজিট করুন (for job news) jobcirculargov.com

সার্কুলার প্রকাশ করেছেজাগরণী চক্র ফাউন্ডেশন
এই চাকরির ধরনবেসরকারি চাকরি (এনজিও)
আবেদনকারী জেলা সকল জেলা
আবেদনে শিক্ষাযোগ্যতাএসএসসি/স্নাতকোত্তর
ক্যাটাগরির সংখ্যা০১ টি
নিয়োগ সংখ্যা০১ জন
প্রার্থীর বয়স১৮ থেকে ৪০ বছর
আবেদনের মাধ্যমডাকযোগে
আবেদনের মেয়াদ শেষ২৭ আগষ্ট, ২০২২
খবর (News type)এনজিও চাকরির খবর (Ngo job news)
খবর প্রকাশ (News release)০৮ আগষ্ট, ২০২২ইং

জাগরণী চক্র ফাউন্ডেশন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

জাগরণী চক্র ফাউন্ডেশন (জেসিএফ) জাতীয় পর্যায়ের একটি বেসরকারি উন্নয়ন সংস্থা। এ ফাউন্ডেশন NETZ Bangladesh BMZ Germany এর সহায়তায় বাংলাদেশের দুর্যোগপ্রবণ এলাকায় ভবিষ্যৎমুখী ও উচ্চমানের শিক্ষা/Future oriented and high-quality education in disaster-prone areas of Bangladesh প্রকল্প গ্রহন করেছে। জাগরণী চক্র ফাউন্ডেশন উক্ত প্রকল্প বাস্তবায়নের জন্য নিম্নলিখিত পদে জনবল নিয়োগের লক্ষে যোগ্যতাসম্পন্ন প্রার্থীর নিকট থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।

পদের বিবরন

সৃজিত পদ: সিনিয়র অফিসার
প্রার্থীর যোগ্যতা: স্নাতকোত্তরসহ পিজিডি ইন এইচআরএম।
বেতন স্কেল: আলোচনা সাপেক্ষে
অভিজ্ঞতা: ০২ বছরের ।

সৃজিত পদ: এডুকেশন সুপারভাইজার।
পদের সংখ্যা: ০১ জন।
প্রার্থীর যোগ্যতা: স্নাতকোত্তর বা সমামান পাস।
বেতন স্কেল: ১৫,০০০/- টাকা।
অভিজ্ঞতা: অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

  • অভিজ্ঞতাঃ এডুকেশন সুপারভাইজার পদে কাজ করা অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। প্রাথমিক অথবা গণশিক্ষা কার্যক্রমের প্রি-প্রাইমারী থেকে ৫ম শ্রেনী পর্যন্ত এবং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অ্যাডভোকেসি/মবিলাইজেশন/বিভিন্ন প্রশিক্ষণ পরিচালনা ও তত্ত্বাবধায়ন কাজে অভিজ্ঞতাসম্পন্ন হতে হবে।
  • যোগ্যতাঃ প্রত্যন্ত অঞ্চলে বা চর এলাকায় কাজ করার মানসিকতা থাকতে হবে। প্রার্থীকে অবশ্যই মোটর সাইকেল চালনায় দক্ষ পারদর্শী হতে হবে। কম্পিউটার এ পারদর্শী এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।

জাগরণী চক্র ফাউন্ডেশন নিয়োগ সার্কুলার ২০২২/Jagrani Chakra Foundation Recruitment Circular 2022

জাগরণী চক্র ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি 2022

জাগরণী চক্র ফাউন্ডেশন হল জাতীয় পর্যায়ের শীর্ষস্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা যা পিকেএসএফ এর সহায়তায় মাইক্রোফাইন্যান্স কর্মসূচি বাস্তবায়ন করছে। এই সংস্থার কার্যক্রম বৃদ্দির জন্য শূন্য পদসমূহে বিশাল জনবল নিয়োগ দেয়া হবে। নিয়োগের জন্য বাংলাদেশের উপযুক্ত ও অভিজ্ঞ প্রার্থীদের নিকট থেকে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। আরও বিস্তারিত বিবরন নিম্নে দেয়া হলো।

পদের বিবরন

সৃজিত পদ: প্রাণিসম্পদ কর্মকর্তা।
পদের সংখ্যা: ০১ জন।
প্রার্থীর যোগ্যতা: স্নাতকোত্তর
বেতন স্কেল: ৩৫,০০০/- থেকে, ৪০,০০০/- টাকা।
অভিজ্ঞতা: বাস্তব অভিজ্ঞতা কমপক্ষে ০১ বছর।

প্রার্থীর অন্যান্য যোগ্যতা

প্রার্থীকে বাংলা ও ইংরেজিতে যােগযােগ ও সকল প্রকার কাজ করার দক্ষতা থাকতে হবে। কম্পিউটারে সাধারন জ্ঞান এবং নিত্য প্রয়ােজনীয় প্রােগ্রাম যেমান: এমএস-অফিস এর ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট এবং ই-মেইল আদান প্রদান করার দক্ষতা থাকতে হবে। প্রার্থীকে মােটরসাইকেল চালনায় দক্ষতা আবশ্যক।

কর্মএলাকার

নিজ কর্মএলাকার উপকারভােগীদের কৃষি ও প্রাণীসম্পদভিত্তিক প্রদর্শনী স্থাপন করতে হবে। (ব্লক। টিমের সদস্যদের টেকনিক্যাল সাপাের্ট প্রদান কার, মাঠ দিবস বাস্তবায়ন করা, কৃষকদের কৃষি বিষয়ক প্রশিক্ষণ প্রদান, কৃষক উদ্বুদ্ধকরণ কাজ, কৃষি পরামর্শ কেন্দ্র স্থাপন করা, মার্কেট লিংকেজ সম্পন্য করা, প্রতিবছর বাৎসরিক বাজেট প্রনয়ন করন ও বাস্তবায়ন করা। অনলাইন ভিত্তিক কাজ ও কম্পিউটারে রিপাের্ট তৈরী করাসহ অফিসের সকল প্রকার কাজ প্রধান কার্যালয় ও দাতা সংস্থার চাহিদা অনুযায়ী প্রেরণ করিতে হইবে। জাগরণী চক্র ফাউন্ডেশন নির্ধারিত নিজ কর্মএলাকায় মাইক্রোফাইন্যান্স কর্মসূচিসহ অন্যান্য শাখার দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা ও কর্মচারীর সাথে সমন্বয় করে কার্যক্রম বাস্তবায়ন/পরিচালনা করা।

বেসরকারি চাকরির খবর

আবেদনের মাধ্যম

চারির জন্য প্রার্থীকে, নির্বাহী পরিচালক বরাবর, জাগরণী চক্র ফাউন্ডেশনে আবেদন করতে হবে। আবেদনপত্রের সাথে সম্প্রতি তোলা পাসপাের্ট সাইজের রঙিন ছবি এবং পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে। আবেদনপত্রে প্রার্থীর মােবাইল নম্বর এবং খামের উপরের অংশে পদের নাম লিখতে হবে।

যেসকল প্রার্থী ই-মেইলে আবেদন করতে চান তাদের ক্ষেত্রে সিভি পিডিএফ ফরমেটে সংযুক্ত করতে হবে। ইতােপূর্বে যেসকল ব্যক্তি জাগরণী চক্র ফাউন্ডেশন হতে অব্যাহতি প্রাপ্ত হয়েছেন যেমন: নারী ও শিশু নির্যাতন অভিযোগের কারনে, যৌন শােষনের কারনে, বা যৌন হয়রানী ও যৌন নির্যাতনের অভিযােগে চাকরি চাকরিচ্যুত প্রার্থীদের আবেদন করার প্রয়ােজন নাই। কোন ধরনের তদবির বা সুপারিশ প্রার্থীর অযােগ্যতা বলে গণ্য হবে। যোগ্য নারী প্রার্থীদেরকে আবেদন করার জন্য অনুরোধ করা হল।

প্রার্থী নির্বাচন পদ্যতি

সকল আবেদনপত্র বাছাইপূর্বক সংক্ষিপ্ত তালিকাভুক্ত কার হবে। এবং তালিকা ধরে প্রার্থীদের নির্বাচনী পরীক্ষার জন্য ডাকা হবে। প্রার্থী নির্বাচনী পরীক্ষায় উত্তীর্ণ হলে কেবল সেই প্রার্থীদের জীবন বৃত্তান্তে উল্লেখিত তথ্যাবলীর সত্যতা যাচাই-বাছাই করা হবে। প্রার্থীকে চাকরিতে নিয়োগের পূর্বে স্বাস্থ্য পরীক্ষায় উপযুক্ত বা উত্তীর্ণ হতে হবে।

বিশেষ দ্রষ্টব্য

বিশেষ দ্রষ্টব্য: জাগরণী চক্র ফাউন্ডেশনে নিয়ােগ জন্য অথবা চাকরির জন্য কোন রকম টাকা-পয়সার লেনদেন হতে সাবধান। সাম্প্রতিক জাগরণী চক্র ফাউন্ডেশনে চাকরি দেয়ার নামে একটি অসাধু চক্র অর্থ গ্রহণ করছে। সুতরাং আর্থিক লেনদেন হতে সাবধান থাকুন।

সৃজিত পদ: পিয়ন কাম গার্ড (গ্রেড-১৬), চুক্তিভিত্তিক, মাইক্রোফাইন্যান্স
পদের সংখ্যা: ১৫০ জন।
প্রার্থীর যোগ্যতা: এসএসসি/সমমান
বেতন স্কেল: ৯,০০০/- টাকা এবং অন্যান্য সুবিধাদি সংস্থার নিয়মানুযায়ী।
অভিজ্ঞতা: অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার।

Jagorani Chakra Foundation job circular 2022

অতিরিক্ত প্রয়োজনীয় বিষয়সমূহঃ-

  • সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার।
  • মোটর সাইকেল চালানোর দক্ষতা ও বৈধ ড্রাইভিং লাইসেন্সধারী প্রার্থীদের অগ্রধিকার।
  • অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য।
  • বাংলাদেশের যে কোনো স্থানে কাজ করার মানসিকতাসম্পন্ন।

জাগরণী চক্র ফাউন্ডেশন নিয়োগ 2022

আবেদনের আগে যে সকল বিষয় জানা জরুরীঃ
১। নির্বাহী পরিচালক, জাগরণী চক্র ফাউন্ডেশন বরাবর আবেদন করতে হবে। আবেদনপত্রের সাথে প্রার্থীর সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবিসহ পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত সংযুক্ত করতে হবে।
২। আবেদনপত্রে মোবাইল নম্বর এবং খামের উপরে পদের নাম উল্লেখ করতে হবে।
৩। ইতো পূর্বে সংস্থা হতে অব্যাহতি প্রাপ্ত হয়েছেন, নারী ও শিশু নির্যাতন, যৌন শোষন এবং যৌন হয়রানী ও যৌন নির্যাতনের অভিযোগে অভিযুক্ত প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নাই।
৪। যে কোন ধরনের সুপারিশ প্রার্থীর অযোগ্যতা বলে গণ্য হবে।
৫। নারী প্রার্থীদের আবেদন করার জন্য উৎসাহিত করা হচ্ছে।
৬। বাছাইপূর্বক সংক্ষিপ্ত তালিকাভূক্ত প্রার্থীদের নির্বাচনী পরীক্ষার জন্য ডাকা হবে।
৭। নির্বাচনী পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের জীবন বৃত্তান্তে উল্লেখিত তথ্যাবলীর সত্যতা যাচাই সংস্থার নিজস্ব প্রক্রিয়ায় করা হবে।
৮। প্রাক্ নিয়োগ স্বাস্থ্য পরীক্ষায় উপযুক্ত হতে হবে।
বিশেষ দ্রষ্টব্য: নিয়োগ জালিয়াতির ঝুঁকি হতে সাবধান। সাম্প্রতিক জাগরণী চক্র ফাউন্ডেশন (জেসিএফ) এ চাকরি দেয়ার কথা বলে একটি অসাধু চক্র অর্থ গ্রহণ করছে। সুতরাং আর্থিক লেনদেন হতে বিরত থাকুন।

পোস্ট রিলেটেড কিওয়ার্ড (Post Related Keyword): job Circular 1. জাগরণী চক্র ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২, job Circular 2. জাগরণী চক্র ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি, job Circular 3. জাগরণী চক্র ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি 2022, job Circular 4. জাগরণী চক্র ফাউন্ডেশন নিয়োগ ২০২২, job Circular 5. জাগরণী চক্র ফাউন্ডেশন নিয়োগ 2022, job Circular 6. জাগরণী চক্র ফাউন্ডেশন নিয়োগ, job Circrlar7. জাগরণী চক্র ফাউন্ডেশন এ চাকরি, job Circular 8. জাগরণী চক্র ফাউন্ডেশন চাকরির খবর ২০২২, job Circular 9. Jagarani Chakra Foundation Job Circular 2022, job Circular 10. Jagarani Chakra Foundation job circular, job Circular 11: Jagarani Chakra Foundation Job Circular 2022.

Post Related searches: জাগরণী চক্র ফাউন্ডেশন মোবাইল নাম্বার, জাগরণী চক্র ফাউন্ডেশন এর শাখা সমূহ, জাগরণী চক্র ফাউন্ডেশন যশোর, জাগরণী চক্র ফাউন্ডেশন লোন,জাগরণী চক্র ফাউন্ডেশন ওয়েবসাইট, জাগরণী চক্র ফাউন্ডেশন উইকিপিডিয়া, জাগরণী চক্র ফাউন্ডেশন প্রশ্ন।