গাইবান্ধা পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগ ২০২২ সার্কুলার

গাইবান্ধা পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগ ২০২২ সার্কুলার (gaibandha palli bidyut samiti Job Circular 2022) প্রকাশিত হয়েছে। পল্লী বিদ্যুৎ সমিতি কর্তৃপক্ষ তাদের অফিসে জনবল নিয়োগের লক্ষে চাকরির খবর প্রকাশ করেছে। উক্ত নিয়োগ বিজ্ঞপ্তিতে ২৩ ক্যাটাগরিতে মোট ২৩৩ জন লোক নিয়োগ দেওয়া হবে। গাইবান্ধা পল্লী বিদ্যুৎ সমিতি ১৯৯৮ সালে প্রতিষ্ঠিত হয়, এটি একটি সরকরি প্রতিষ্ঠান।

সম্প্রতি ২১ এপ্রিল, ২০২২ইং তারিখ উল্লেখিত সার্কুলারে গাইবান্ধা পল্লী বিদ্যুৎ সমিতি বিভিন্ন পদে ১২৬ জন যোগ্যতা সম্পন্য লোক নিয়োগ প্রদান করবে। পল্লী বিদ্যুৎ সমিতি কর্তৃক নতুন নিয়োগ বিজ্ঞপ্তি-টি চলবে আগমী ০২ জুন, ২০২২ই তারিখ পর্যন্ত। যেসকল প্রার্থী সরকারি চাকরি খুজছেন তার গাইবান্ধা পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগ ২০২২ সার্কুলারে আবেদন করুন।

প্রতিষ্ঠানের নামগাইবান্ধা পল্লী বিদ্যুৎ সমিতি
প্রতিষ্ঠানের ওয়েবসাইটhttp://pbs.gaibandha.gov.bd/
আবেদনের জেলানির্ধারিত জেলা
আবেদনে শিক্ষাযোগ্যতাঅস্টম থেকে এস.এস.সি পাশ
ক্যাটাগরি০২ টি
নিয়োগ সংখ্যা০৭ জন
প্রার্থীর বয়স১৮-৩০ বছর
আবেদন করুনঅনলাইনে
আবেদন শুরু১০ এপ্রিল, ২০২২ইং
আবেদনের মেয়াদ শেষ০৯ জুন, ২০২২ইং
খবর (News type)সরকারি চাকরির খবর (Govt job news)

গাইবান্ধা পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগ ২০২২

০১। ড্রাইভার পদের বিবরন

পদরে নামঃ ড্রাইভার (পরিবহন)
পদ সংখ্যাঃ ০১ টি
বেতনঃ ১৬,৬০০/- থেকে ৪১৯৫০/-
গ্রেডঃ পদ অনুসারে।
শিক্ষাগত যোগ্যতাঃ অক্ষরজ্ঞান সম্পন্য হলেই চলবে।

অভিজ্ঞতাঃ প্রার্থীকে সাবলীলভাবে বাংলা ভাষা লেখা ও পড়া জানতে হবে। ইংরেজী শব্দ ও সংখ্যা পড়া জানতে হবে। বিভিন্ন সাংকেতিক চিহ্ন বুঝা যেমনঃ দিক নির্দেশিকা ও নির্দেশ পরিচালনা করা, পূর্ণ প্রতিবেদন তৈরি কারাসহ সময়সূচী পড়ার সামর্থ থাকতে হবে।

অন্যান্য যোগ্যতাঃ লিখিত ও মৌখিক পরীক্ষায় ছােট ধরণের ইঞ্জিন রিপেয়ারিং, টিউন আপ, সাধারণ রক্ষণাবেক্ষণ জ্ঞান সম্পর্কে যাচাই করা হবে। প্রার্থীকে গাড়ী চালনা পরীক্ষায় পবিস/বিআরইবি এর প্রতিনিধির উপস্থিতিতে উত্তীর্ণ হতে হবে। পবিস এর অনুমােদিত ডাক্তার দ্বারা প্রার্থীর স্বাস্থ্য পরীক্ষাসহ দৃষ্টিশক্তি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

০২। অফিস সহায়ক পদের বিবরন

পদরে নামঃ অফিস সহায়ক
পদ সংখ্যাঃ ০৬ টি
বেতনঃ ১৫,৫০০/- থেকে ৩৯,১৭০/-
গ্রেড পদ অনুসারে ভিন্ন।
শিক্ষাগত যোগ্যতাঃ এস.এস.সি পাশ।

অভিজ্ঞতাঃ প্রার্থীকে সুন্দর শারীরিক গঠন ও সুঠাম দেহের অধিকারীসহ ব্যক্তিত্ব সম্পন্ন হতে হবে। প্রার্থীকে বাই-সাইকেল চালনায় পারদর্শী হতে হবে এবং নিজস্ব বাই-সাইকেল থাকতে হবে। প্রার্থীকে দাপ্তরিক চিঠিপত্র আদান প্রদান, পরিষ্কার পরিচ্ছন্নতা এবং অফিস ডেকোরেশন কাজে পারদর্শী হতে হবে।

যেসকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেনঃ বরিশাল, বরগুনা, ভােলা, পটুয়াখালী, পিরােজপুর, ঝালকাঠী, কুমিল্লা, চাঁদপুর ব্রাহ্মণবাড়ীয়া, নােয়াখালী, লক্ষীপুর, ফেনী,চট্টগ্রাম, কক্সবাজার, ঢাকা, মুন্সীগঞ্জ, নারায়নগঞ্জ, নরসিংদী, গাজীপুর ফরিদপুর, রাজবাড়ী, গােপালগঞ্জ, মাদারীপুর শরিয়তপুর, সিলেট,হবিগ, মৌলভীবাজার, সুনামগঞ্জ, খুলনা, যশাের, ঝিনাইদহ কুষ্টিয়া, মেহেরপুর, ময়মনসিংহ, কিশােরগঞ্জ, নেত্রকোনা, শেরপুর, টালাইল, রাজশাহী, ঠাকুরগাঁও

গাইবান্ধা পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগ ২০২২ সার্কুলার

গাইবান্ধা পল্লী বিদ্যুৎ সমিতির অফিসিয়াল গাইবান্ধা পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগ ২০২২ সার্কুলারটি দেখুন। এবং সার্কুলার দেখে আপনার পছন্দের পদটি বেছে নিন। আবেদনের সময় শেষ হওয়ার পূর্বেেই গাইবান্ধা পল্লী বিদ্যুৎ সমিতিতে চাকরির জন্য আবেদন করুন।

www.pbs.gaibandha.gov bd

গাইবান্ধা পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগ ২০২২
#গাইবান্ধা পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগ ২০২২

Related searchesঃ গাইবান্ধা পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগ ২০২২ সার্কুলার, গাইবান্ধা পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২, গাইবান্ধা পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগ ২০২২, গাইবান্ধা পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগ বিজ্ঞপ্তি 2022, গাইবান্ধা পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগ 2022।

2 thoughts on “গাইবান্ধা পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগ ২০২২ সার্কুলার”

  1. এডমিট কার্ড ছাড়বে কবে গাইবান্ধা পল্লী বিদ্যুৎ সমিতি এর নিয়োগ তো অনেক আগেই দিছে তবে এডমিট কার্ড ছাড়বে কবে সেই টা জানতে চাই..??

Comments are closed.