পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগ ২০২২ সার্কুলার

mizan

Updated on:

Button

পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগ ২০২২ সার্কুলার (Pabna palli bidyut samiti niyog 2022 Circular) প্রকাশিত হয়েছে। বাংলাদেশ পল্লী বিদ্যুৎ সমিতি কর্তৃপক্ষ পাবনা সার্কেলের জন্য ০৩ ক্যাটাগরিতে চাকরির খবর ২০২২ প্রকাশ করেছে। চার (০৩) বিভাগে সর্বমোট ০৮ জন জনবল নিয়োগ দিবে পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি। আবেদন প্রক্রিয়া চলবে আগামী ২৯ মে, ২০২২ইং তারিখ পর্যন্ত। পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি ১৯৮৩ সালে প্রতিষ্ঠিত হয়, বাংলাদেশ সরকার নিয়ন্ত্রিত এটি একটি সরকারি প্রতিষ্ঠান।

লাভ নয় লোকসান নয়’ এ আদর্শের উপর ভিত্তি করে ১৯৮৩ সালের ০৬ ই জানুয়ারী শুভযাত্রা শুরুর পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি। সম্প্রতি ০৯ মে, ২০২২ইং তারিখ প্রকাশিত সার্কুলারে পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১ বিভিন্ন পদে ১৪ জন যোগ্যতা সম্পন্য লোক নিয়োগ প্রদান করবে। বাংলাদেশ পল্লী বিদ্যুৎ সমিতি কর্তৃক উল্লেখিত নতুন নিয়োগে আবেদন করার শেষ তারিখ আগমী ২৯ জুন, ২০২২ তারিখ বিকাল ০৫:০০ পর্যন্ত। যেসকল বেকর যুবোক সরকারি চাকরির খবর খুজছেন তার এখন-ই পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগ ২০২২ সার্কুলারে চাকরির জন্য আবেদন করুন।

প্রতিষ্ঠানের নামপাবনা পল্লী বিদ্যুৎ সমিতি
প্রতিষ্ঠানের ওয়েবসাইটhttp://pbs1.pabna.gov.bd/
আবেদনের জেলাসার্কুলারে উল্লেখিত জেলা
আবেদনে শিক্ষাযোগ্যতাঅস্টম থেকে এস.এস.সি পাশ
ক্যাটাগরি০৩ টি
নিয়োগ সংখ্যা০৮ জন
প্রার্থীর বয়স১৮-৩০ বছর
আবেদন করুনডাকযোগে
আবেদন শুরু০৯ মে, ২০২২ইং
আবেদনের মেয়াদ শেষ২৯ মে, ২০২২ইং
খবর (News type)সরকারি চাকরির খবর (Govt job news)

পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগ ২০২২ সার্কুলার

০১। ডাটা এন্ট্রি আপারেটর পদের বিবরন

পদের নামঃ ডাটা এন্ট্রি আপারেটর (মহিলা প্রার্থী)
পদ সংখ্যাঃ ০৪ টি
বেতনঃ ১৮,৩০০/- থেকে ৪৬,২৪০/-
গ্রেডঃ পদ অনুসারে।
শিক্ষাগত যোগ্যতাঃ SSC/HSC পাশ হতে হবে।

অভিজ্ঞতাঃ এস. এস. সি বা এইচ.এস.সি অথবা সমমানের উভয় পরীক্ষায় সর্বনিম্ন জিপিএ ২.৫০ পেয়ে উত্তীর্ণ হতে হবে। কম্পিউটারের ওয়ার্ড প্রসেসিং, কম্পিউটার চালানো/পরিচালনায় দক্ষ হতে হবে। কম্পিউটারে টাইপিং স্পিড বাংলা প্রতি মিনিটে ন্যূনতম ২০ শব্দ, এবং ইংরেজী প্রতি মিনিটে সর্বনিম্ন ৩০ শব্দ থাকতে হবে। বাংলা ইংরেজী ব্যাকরণ, বিরাম চিহ্ন, বাক্য গঠন সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান থাকতে হবে।

অন্যান্য যোগ্যতাঃ নতুন তথ্য নথিভুক্তকরণ, যােগাযোগসহ তথ্য সংরক্ষন সম্পর্কে সঠিক জ্ঞান থাকা আবশ্যক। সঠিক সুন্দর ও মনোযোগী হয়ে কাজ করার সক্ষমতা থাকতে হবে। তথ্য সংগ্রহ, তথ্য সংরক্ষণ, তথ্য উপস্থাপন, তথ্য আদান-প্রদান , এবং সঠিক তথ্যের মাধ্যমে ফাইল তৈরি করার পর্যাপ্ত জ্ঞান থাকতে হবে।

যেসকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন নাঃ কুষ্টিয়া, লালমনিরহাট, মাগুরা, জয়পুরহাট, কুড়িগ্রাম, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, পঞ্চগড়, রাজবাড়ী, রাজশাহী, শেরপুর, বান্দরবন, বগুড়া, চুয়াডাঙ্গা, গাইবান্ধা, ঝিনাইদহ, মানিকগঞ্জ, মেহেরপুর, নওগাঁ, নাটোর, টাঙ্গাইল ও ঠাকুরগাঁও সিরাজগঞ্জ, জেলার, প্রার্থীগণ আবেদন করতে পারবেন না।

পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগ ২০২২

০২। ড্রাইভার পদের বিবরন

পদরে নামঃ ড্রাইভার (পুরুষ প্রার্থী)
পদ সংখ্যাঃ ০৩ টি
বেতনঃ ১৬,৬০০/- থেকে ৪১,৯৫০/-
গ্রেডঃ পদ অনুসারে।
শিক্ষাগত যোগ্যতাঃ সাধারনভাবে বাংলা, ইংরেজী পড়তে ও লিখতে জানতে হবে।

অভিজ্ঞতাঃ আবেদনের জন্য প্রার্থীকে সাবলীলভাবে বাংলা লেখা পড়াসহ নূন্যতম ইংরেজী শব্দ ও সংখ্যার জ্ঞান সম্পন্ন হতে হবে। বিভিন্ন নির্দেশিকা যেমনঃ নির্দেশ পরিচালনা, সাংকেতিক চিহ্ন, পূর্ণ প্রতিবেদন তৈরি, সময় সূচী পড়ার যথেষ্ট জ্ঞান থাকতে হবে। প্রার্থীর বিআরটিএ প্রদত্ত হালনাগাদ করা গাড়ী চালানাের বৈধ ড্রাইভিং লাইসেন্স বা স্মার্ট কার্ড থাকতে হবে। প্রার্থীর লাইসেন্স এর সত্যায়িত ফটোকপি আবেদন পত্রের সাথে জমা দিতে হবে।

অন্যান্য অভিজ্ঞতাঃ বাস্তব অভিজ্ঞতা স্বরূপ প্রার্থীকে যে কোন সরকারী/আধা সরকারী বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হতে অথবা যে কোন প্রতিষ্ঠানে গাড়ী রক্ষণাবেক্ষন এবং গাড়ী চালানাের কাজে কমপক্ষে ০৫ (পাঁচ) বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থী ড্রাইভিং লাইসেন্স প্রাপ্তির তারিখ হতে তাহার অভিজ্ঞতার বয়স গণনা করা হবে। বিগত তিন বছর বড় ধরনের কোন দুর্ঘটনা ঘটেনি এই মর্মে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান কর্তৃক প্রত্যয়ন পত্র আবেদন পত্রের সাথে জমা দিতে হবে।প্রার্থীর সুন্দর শারীরিক গঠনসহ সুঠাম দেহের অধিকারী হতে হবে।

যেসকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন নাঃ ডাটা এন্ট্রি আপারেটর পদে যে সকল প্রার্থী আবদেন করতে পারবেন ড্রাইভার পদের জন্য সে সকল প্রার্থী আবেদন করতে পারবেন।

পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগ 2022

০২। অফিস সহায়ক পদের বিবরন

পদরে নামঃ অফিস সহায়ক (পুরুষ প্রার্থী)
পদ সংখ্যাঃ ০১ টি
বেতনঃ ১৫,৫০০/- থেকে ৪৯,১৭০/-
গ্রেডঃ পদ অনুসারে।
শিক্ষাগত যোগ্যতাঃএস. এস. সি বা সমমান।

যেসকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন নাঃ জয়পুরহাট, কুড়িগ্রাম, কুষ্টিয়া, লালমনিরহাট, মাগুরা, মানিকগঞ্জ, বান্দরবন, বগুড়া, চুয়াডাঙ্গা, গাইবান্ধা, ঝিনাইদহ, রাজশাহী, শেরপুর, সিরাজগঞ্জ, টাঙ্গাইল ও ঠাকুরগাঁও, মেহেরপুর, নওগাঁ, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, পঞ্চগড়, রাজবাড়ী, জেলার, প্রার্থীগণ আবেদন করতে পারবেন না।

পাবনা পল্লী বিদ্যুৎ সমিতির কর্তৃপক্ষ প্রকাশিত পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগ ২০২২ সার্কুলারটি দেখুন (See job advertisements below) । এবং সার্কুলার দেখে আপনার যোগ্যতা অনুযায়ী পছন্দের পদটি বেছে নিন। ২৯-০৫-২০২২খ্রি: তারিখ আবেদনের সময় শেষ হওয়ার পূর্বেই পল্লী বিদ্যুৎ সমিতিতে নিয়োগের জন্য আবেদন করুন।

Related searches Keywords: পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি ১/Pabna palli bidyut samiti 1, পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি ২/ Pabna palli bidyut samiti 2, পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২/ Pabna Palli Bidyut Samiti Recruitment Circular 2022, পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগ বিজ্ঞপ্তি 2022, পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি ১ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২০/Pabna Palli Bidyut Samiti 1 Recruitment Circular 2020, পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি ১ নিয়োগ বিজ্ঞপ্তি/Pabna Palli Bidyut Samiti 1 Recruitment Circular, পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগ বিজ্ঞপ্তি/Pabna Palli Bidyut Samiti Recruitment Circular