উদ্দীপন এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

উদ্দীপন এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২: ১৩ জন জনবল নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে উদ্দীপন এনজিও। উদ্দীপন সোসাইটির স্মারক নং-উ.সো:/০০০৯০৩ নিয়োগ-১২ IUHPE এবং UK-এর কারিগরি সহযোগিতায় এবং আর্থ সামাজিক উন্নয়নে বাংলাদেশের প্রত্যেক উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন কার্যক্রম যেমন: টিকাদান কর্মসূচি, ক্ষুদ্র ঋণ প্রকল্প, আশ্রয়ন প্রকল্প, ফ্যামিলি প্লানিং, পরিবার পরিকল্পনা এবং মা ও শিশু স্বাস্থ্য কার্যক্রম ইত্যাদি পরিচালনার জন্য কিছু সংখ্যক পুরুষ ও মহিলা জনবল নিয়োগ দেয়া হবে। আগ্রহী প্রার্থীগন নির্দিষ্ট তারিখের মধ্যে আবেদনপত্র প্রেরন করুন। সকল প্রকার সরকারি বেসরকারি চাকরির খবর পেতে ভিজিট করুন jobcirculargov.com

সার্কুলার প্রকাশ করেছেউদ্দীপন এনজিও
এই চাকরির ধরনএনজিও চাকরি
আবেদনকারী জেলা৬৪ জেলা
আবেদনে শিক্ষাযোগ্যতাডিপ্লোমা ইন লাইভস্টোক
ক্যাটাগরির সংখ্যা০১ টি
নিয়োগ দেওয়া হবে১৩ জন
আবেদন করতে পারবেনডকাযোগে
আবেদনের মেয়াদ শেষ ০৯ সেপ্টেম্বর ২০২২
ওয়েবসাইটuddipan.org
খবর (News type)এনজিও চাকরির খবর (Ngo job news)
খবর প্রকাশসার্কুলার দেখুন

উদ্দীপন এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

উদ্দীপন এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২: মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি কর্তৃক সনদ প্রাপ্ত বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় বেসরকারী উন্নয়ন সংস্থা উদ্দীপন। উক্ত প্রতিষ্ঠানে নিম্নোক্ত ফার্ষ্ট প্রোগ্রাম অফিসার পদে জরুরী ভিত্তিতে জনবল নিয়োগের জন্য বাংলাদেশী প্রকৃত নাগরিকদের নিকট হতে ডাকযোগে দরখাস্ত প্রেরণের জন্য আহবান করা যাচ্ছে।

শূন্য পদ: ফার্ষ্ট প্রোগ্রাম অফিসার
পদের সংখ্যা: ১৩ জন।
প্রার্থীর যোগ্যতা: Diploma in Livestock ডিগ্রীধারী হতে হবে।
বয়স: ৩০ বছর
বেতন স্কেল: ২৩,৩৭৮ টাকা
লেভেল: ৪র্থ।

সুযোগ সুবিধা: উপরে বর্ণিত মাসিক বেতন ছাড়াও সংস্থার মানব সম্পদ ব্যবস্থাপনা নীতিমালা ও কার্যপ্রক্রিয়া অনুযায়ী অন্যান্য ভাতা এবং সুযােগ সুবিধাদি যেমন-কন্ট্রিবিউটরী প্রভিডেন্ট ফান্ড, গ্রাচ্যুইটি, বাত্সরিক ইনক্রিমেন্ট, উত্সব বােনাস (দুইটি),বৈশাখী ভাতা, কর্মী কল্যাণ তহবিল এবং দূরত্ব ভাতা প্রভৃতি প্রদান করা হবে।

কর্মস্থল: উদ্দীপনের কর্ম এলাকা (কুমিল্লা, কুষ্টিয়া, চট্টগ্রাম, ঢাকা, পিরােজপুর, বরিশাল, ময়মনসিংহ, রংপুর, রাজশাহী, | সিলেট, বগুড়া, ফরিদপুর ও যশাের)।

উদ্দীপন এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২
#উদ্দীপন এনজিও নিয়োগ ২০২২

উদ্দীপন এনজিও নিয়োগ ২০২২

উদ্দীপন এনজিও নিয়োগ ২০২২: উদ্দীপন এনজিও এর প্রধান লক্ষ্য হলো দরিদ্র বিমোচন এবং সুবিধাবঞ্চিত দরিদ্র বেকারদের কর্মসংস্থান ও আয় সৃষ্টিকারী কার্যক্রম প্রদানের মাধ্যমে তাদের জীবনমান উন্নত করা। উদ্দীপন বাংলাদেশের শীর্ষ দশটি বৃহত্তম বেসরকারী জাতীয় উন্নয়ন সংস্থার একটি হিসাবে বিবেচিত হয়। উদ্দীপন বর্তমানে ৬৪ টি জেলার ৪৬৫ টি উপজেলায় কার্যক্রম পরিচালনা করছে। বহু-মাত্রিক কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে অর্থনৈতিকভাবে ও সামাজিকভাবে শোষিত এবং অধিকার বঞ্চিত দরিদ্র ও চরম দরিদ্র মানুষের জীবনমান উন্নয়নের লক্ষ্যে, নিরলসভাবে কাজ করে যাচ্ছে। নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত বিবরন যেমন: পদের নাম, পদ সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা, দায়িত্ব, বেতন ইত্যাদি নিম্নে বর্ণনা করা হলো।

শূন্য পদ: পরিবার পরিকল্পনা পরিদর্শক
পদের সংখ্যা: ১২০ জন।
প্রার্থীর যোগ্যতা: বিএ/সমমান
দায়িত্ব: নিজ উপজেলা কর্মকর্তাদের কাজের তদারকি ও প্রকল্পের প্রতিবেদন তৈরি করতে হবে।
বেতন স্কেল: ২৯,৫০০ টাকা।

শূন্য পদ: ইউনিয়ন অর্গানাইজার
পদের সংখ্যা: ১৮০ জন।
প্রার্থীর যোগ্যতা: এইচএসসি/সমমান
দায়িত্ব: কেন্দ্রে প্রকল্পের কাজ মনিটরিং করতে হবে।
বেতন স্কেল: ২৫,৫০০ টাকা।

শূন্য পদ: অফিস সহকারী
পদের সংখ্যা: ২১০ জন।
প্রার্থীর যোগ্যতা: এসএসসি/এইচএসসি/সমমান
দায়িত্ব: নিজ ইউনিয়ন অফিসে সকল কাজ পরিচালনা করতে হবে।
বেতন স্কেল: ২১,৫০০ টাকা।

শূন্য পদ: সেবন/সেবিকা
পদের সংখ্যা: ২৫০ জন।
প্রার্থীর যোগ্যতা: এসএসসি/অষ্টম/সমমান
দায়িত্ব: কমিউনিটি ক্লিনিকে সকল রোগীদের দেখাশুনা করার মানসিকতা থাকতে হবে।
বেতন স্কেল: ১৯,৫০০ টাকা।

আবেদনপত্র পাঠাইবার ঠিকানাঃ-
মানব সম্পদ বিভাগ,
বাড়ি-২৮, ডিআইটি রোড,
দৈনিক বাংলা মোড়,
মতিঝিল, ঢাকা-১০০০।
ই-মেইল : [email protected]

আবেদনের প্রয়োজনীয়ঃ-
আগ্রহী প্রার্থীদের ১কপি ছবি, পদের নাম, শিক্ষাগত যোগ্যতা, মোবাইল নম্বর, জীবন বৃত্তান্ত বিজ্ঞপ্তি প্রকাশের ১২ দিনের মধ্যে পাঠাতে হবে।
সাক্ষাকার, প্রশিক্ষণ নিজ উপজেলার শাখা অফিসে অনুষ্ঠিত হবে এবং কর্মস্থল নিজ এলাকার মধ্যে রাখা হবে।

পোস্ট রিলেটেড কিওয়ার্ড (Post Related Keyword): job Circular 1. উদ্দীপন এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২, job Circular 2. উদ্দীপন এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি, job Circular 3. উদ্দীপন এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি 2022, job Circular 4. উদ্দীপন এনজিও নিয়োগ ২০২২, job Circular 5. উদ্দীপন এনজিও নিয়োগ 2022, job Circular 6. উদ্দীপন এনজিও নিয়োগ, job Circrlar7. উদ্দীপন এনজিও এ চাকরি, job Circular 8. উদ্দীপন এনজিও চাকরির খবর ২০২২, job Circular 9. Uddipan NGO Job Circular 2022, job Circular 10. Uddipan NGO job circular.

Post Related searches: উদ্দীপন এনজিও নিয়োগ পরীক্ষার প্রশ্ন, উদ্দীপন এনজিও নিয়োগ পরীক্ষার প্রশ্ন, উদ্দীপন এনজিও শাখা সমূহ, উদ্দীপন এনজিও লোন, উদ্দীপন এনজিও নিয়োগ ২০২2, উদ্দীপন এনজিও নিয়োগ, উদ্দীপন এনজিও আবেদন ফরম, উদ্দীপন এনজিও আবেদন লেখার নিয়ম।