এসকেএস ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

mizan

Updated on:

এসকেএস ফাউন্ডেশন নিয়োগ ২০২২

এসকেএস ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২, SKS Foundation Job Circular 2022: জাতীয় পর্যায়ের একটি বেসরকারী উন্নয়নমূলক সংস্থা হল এসকেএস ফাউন্ডেশন। এই সংস্থাটি মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি (এমআরএ) সনদ সহ বিভিন্ন প্রতিষ্ঠান কর্তৃক সনদপ্রাপ্ত। উক্ত প্রতিষ্ঠানটি ঋণ কার্যক্রম বাস্তবায়নের জন্য বাংলাদেশের বিভিন্ন জেলা যেমন: কুষ্টিায়া, মেহেরপুর, টাঙ্গাইল, গাজীপুর, কক্সবাজার, কুড়িগ্রাম,রংপুর, রাজশাহী, নওগাঁ ইত্যাদি জেলায় কর্মী নিয়োগের জন্য যোগ্য ও অভিজ্ঞ প্রার্থীদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। সকল প্রকার চাকরির খবর পেতে ভিজিট করুন jobcirculargov.com

সার্কুলার প্রকাশ করেছেএসকেএস ফাউন্ডেশন
এই চাকরির ধরনএনজিও চাকরি
আবেদনকারী জেলা৬৪ জেলা
আবেদনে শিক্ষাযোগ্যতাঅনার্স/মাস্টার্স
ক্যাটাগরির সংখ্যা০৭ টি
নিয়োগ দেওয়া হবে১৮৪ জন
প্রার্থীর বয়স১৮-৪৫ বছর
আবেদন করতে পারবেনডাকযোগে
আবেদনের মেয়াদ শেষ ৩১ মার্চ ২০২২
খবর (News type)এনজিও চাকরির খবর (Nog job news)
খবর প্রকাশ (News release)সার্কুলারে উল্লেখিত

এসকেএস ফাউন্ডেশন নিয়োগ ২০২২

এসকেএস ফাউন্ডেশন নিয়োগ ২০২২: কয়েকজন স্থানীয় স্ব-প্রণোদিত যুবক-যুবতীর যৌথ উদ্যোগে ১ ডিসেম্বর ১৯৮৭ সালে সমাজ কল্যাণ সংস্থা (SKS) এর ভিত্তি চালু হয়। এসকেএস ফাউন্ডেশন বাংলাদেশের উত্তরাঞ্চলে অবস্থিত একটি জাতীয় বেসরকারি সংস্থা। এসকেএস দরিদ্র ও প্রান্তিক নারী ও শিশুদেরকে কভার করে বহুমুখী উন্নয়ন কর্মসূচির সুবিধা দেয়। বহু-ক্ষেত্রগত উন্নয়ন হস্তক্ষেপের মাধ্যমে বঞ্চনা ও অবিচারের বিরুদ্ধে লড়াই করার জন্য সংগঠনটি ধীরে ধীরে সমাজের দরিদ্র ও নিপীড়িত অংশগুলিকে সমর্থন করার জন্য আবির্ভূত হয়েছে। এসকেএস ফাউন্ডেশন শূন্য পদসমূহ পূরনের জন্য জনবল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগ্রহী প্রার্থীগন নির্ধারিত তারিখের মধ্যে আবেদনপত্র প্রেরণ করুন।

সৃজিত পদ: কো-অর্ডিনেটর, ফিল্ড অপারেশন
পদের সংখ্যা: ০১ জন।
প্রার্থীর যোগ্যতা: মাস্টার্স।
অভিজ্ঞতা: ঋণ কার্যক্রম এ ৫০-৬০ টি ব্রাঞ্চ পরিচালনায় ০৭ বছরের অভিজ্ঞতা।
বেতন স্কেল: ৬০,০০০-৭৫,০০০ টাকা।

সৃজিত পদ: জোনাল ম্যানেজার
পদের সংখ্যা: ০২ জন।
প্রার্থীর যোগ্যতা: মাস্টার্স।
অভিজ্ঞতা: এনজিওতে কমপক্ষে ২০-২৫ টি ব্রাঞ্চ পরিচালনায় ৫-৭ বছরের অভিজ্ঞতা ও রিপোর্টিং এ দক্ষতা।
বেতন স্কেল: ৪৫,০০০-৬০,০০০ টাকা।

সৃজিত পদ: এরিয়া ম্যানেজার
পদের সংখ্যা: ১০ জন।
প্রার্থীর যোগ্যতা: মাস্টার্স।
অভিজ্ঞতা: ঋণ কার্যক্রম এ ৫ টি ব্রাঞ্চ পরিচালনায় ৫ বছরের অভিজ্ঞতা।
বেতন স্কেল: ৩৫,০০০-৪৫,০০০ টাকা।

সৃজিত পদ: এইচআর অফিসার
পদের সংখ্যা: ০১ জন।
প্রার্থীর যোগ্যতা: এমবিএ/বিবিএ।
অভিজ্ঞতা: এনজিও/আর্থিক প্রতিষ্ঠানে মানব সম্পদ বিভাগে ০৩ বছরের অভিজ্ঞতা।
বেতন স্কেল: আলোচনা সাপেক্ষে।

SKS Foundation Job Circular 2022

সৃজিত পদ: ব্রাঞ্চ ম্যানেজার
পদের সংখ্যা: ৩০ জন।
প্রার্থীর যোগ্যতা: মাস্টার্স।
অভিজ্ঞতা: ঋণ কার্যক্রম এ ০৩ বছরের অভিজ্ঞতা।
বেতন স্কেল: ৩০,০০০-৪০,০০০ টাকা।

সৃজিত পদ: ফিল্ড অফিসার
পদের সংখ্যা: ১০০ জন।
প্রার্থীর যোগ্যতা: অনার্স/মাস্টার্স।
অভিজ্ঞতা: ঋণ কার্যক্রম এ ২-৩ বছরের অভিজ্ঞতা।
বেতন স্কেল: ২০,০০০-২৫,০০০ টাকা।

সৃজিত পদ: হিসাবরক্ষক
পদের সংখ্যা: ৪০ জন।
প্রার্থীর যোগ্যতা: অনার্স/মাস্টার্স (বাণিজ্যে)।
অভিজ্ঞতা: হিসাব কার্যক্রম এ ২-৩ বছরের অভিজ্ঞতা।
বেতন স্কেল: ২০,০০০-২৫,০০০ টাকা।

এসকেএস ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

আবেদনপত্র পাঠাবার ঠিকানাঃ
এসকেএস ফাউন্ডেশন,
কলেজ রোড, উত্তর হরিণ সিংহা,
গাইবান্ধা-৫৭০০

এসকেএস ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

এসকেএস ফাউন্ডেশন এর সুবিধাসমূহ ও শর্তাবলীঃ এসকেএস ফাউন্ডেশন চাকরিরত প্রার্থীদের বেতন-ভাতাসহ আরও অন্যান্য সুযোগ সুবিধাদি প্রাপ্য হবেন যেমন:

  • 1. সপ্তাহে ২ দিন ছুটি এবং স্থায়ীকরণের পর পি.এফ, গ্রাচুষ্যিটি, চিকিৎসা সেবা সহায়তা, উৎসব ভাতা সুবিধা।
  • 2. নারী প্রার্থীদের জন্য বিশেষ সুযোগ-সুবিধা রয়েছে।
  • সার্কুলারে উল্লেখিত ৩ নং পদে প্রার্থীদের যোগদানের সময় ১৫,০০০/- টাকা জামানত (ফেরতযোগ্য) প্রদান করতে হবে।
  • 3. বিজ্ঞপ্তিতে উল্লেখিত ৫ নং পদে প্রার্থীদের যোগদানের সময় ১০,০০০/- টাকা জামানত (ফেরতযোগ্য) প্রদান করতে হবে।
  • 4. সার্কুলারে উল্লেখিত ৬ নং পদে প্রার্থীদের যোগদানের সময় ৮,০০০/- টাকা জামানত (ফেরতযোগ্য) প্রদান করতে হবে।
  • 5. বিজ্ঞপ্তিতে উল্লেখিত ৭ নং পদে প্রার্থীদের যোগদানের সময় ৮,০০০/- টাকা জামানত (ফেরতযোগ্য) প্রদান করতে হবে।
  • 6. সংশ্লিষ্ট শিক্ষাগত যোগ্যতা ও কাজের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থী ছাড়া অন্যান্যদের আবেদন গ্রহণযোগ্য হবে না।

পোস্ট রিলেটেড কিওয়ার্ড (Post Related Keyword): job Circular 1. এসকেএস ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২, job Circular 2. এসকেএস ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি, job Circular 3. এসকেএস ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি 2022, job Circular 4. এসকেএস ফাউন্ডেশন নিয়োগ ২০২২, job Circular 5. এসকেএস ফাউন্ডেশন নিয়োগ 2022, job Circular 6. এসকেএস ফাউন্ডেশন নিয়োগ, job Circrlar7. এসকেএস ফাউন্ডেশন এ চাকরি, job Circular 8. এসকেএস ফাউন্ডেশন চাকরির খবর ২০২২, job Circular 9. SKS Foundation Job Circular 2022, job Circular 10. SKS Foundation job circular.

Post Related searches: এসকেএস ফাউন্ডেশন নিয়োগ ২০২২, এসকেএস ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি, এসকেএস ফাউন্ডেশন নিয়োগ।