শক্তি ফাউন্ডেশন নিয়োগ ২০২২

শেয়ার করুন
Rate this post

শক্তি ফাউন্ডেশন নিয়োগ ২০২২ (Shakti Foundation niyog 2022) নতুন সার্কুলার প্রকাশিত হয়েছে। বাংলাদেশের বিভিন্ন এলাকায় শক্তি ফাউন্ডেশনের অফিস রয়েছে উক্ত অফিসে জনবল বৃদ্ধির লক্ষ্যে ০৭ ক্যাটাগরিতে এনজিও চাকরির খরবর প্রকাশ করেছে। সর্বমোট ৫২১ জন দক্ষ জনবল নিয়োগ দিবে শক্তি ফাউন্ডেশন। এ আবেদন প্রক্রিয়া চলবে ২০ নভেম্বর ২০২২ ইং তারিখ পর্যন্ত।

সাম্প্রতি বিভিন্ন সময়ে দৈনিক পত্রিকায় শক্তি ফাউন্ডেশ নিয়োগ ২০২২ প্রকাশিত যা আমাদের নিউজ পোর্টালে পূর্ণ প্রকাশিত হয়েছে। এটি একটি অলাভজনক ও জনকল্যান মূলক প্রতিষ্ঠান তাই যে সকল চাকরি প্রত্যাশি বেকর যুবক ভাই ও বোনেরা এনজিও/ফাউন্ডেশন চাকরির খবর খুজছেন তার শক্তি ফাউন্ডেশনে চাকরির জন্য আবেদন করুন। আরো নতুন নতুন এনজিও চাকরির খবর পেতে নিয়মিত ভিজিট করুন JobCircularGov.Com

সার্কুলার প্রকাশ করেছেশক্তি ফাউন্ডেশন
এই চাকরির ধরনএনজিও চাকরি
আবেদনকারী জেলাসকল জেলা
আবেদনে শিক্ষাযোগ্যতাবিজ্ঞপ্তিতে উল্লেখিত
ক্যাটাগরির সংখ্যা০৭ টি
নিয়োগ দেওয়া হবে৫২১ জন
প্রার্থীর বয়সসর্বোচ্চ ৩৩-৫০ বছর
আবেদন করতে পারবেনডাকাযোগ
ওয়েবসাইটshakti.org.bd/career
আবেদনের মেয়াদ শেষ২০ নভেম্বর ২০২২
খবর (News type)বেসরকারি চাকরির খবর (non govt job news)
খবর প্রকাশ (News release)সার্কুলারে উল্লেখিত

শক্তি ফাউন্ডেশন নিয়োগ ২০২২

বাংলাদেশের শক্তি ফাউন্ডেশন ফর ডিসএ্যাডভান্টেজড উইমেন সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য লিস্ট আকারে দেওয়া হল। শক্তি ফাউন্ডেশনে চাকরির যোগ্যতা আছে অথবা ফাউন্ডেশনে চাকরি করতে ইচ্ছুক তারা এই টেবিল দেখে আপনাদের কাঙ্খিত পদের জন্য আবেদন করুন। এ ছাড়াও নিম্নে ফাউন্ডেশনের অফিসিয়াল সার্কুলার দেওয়া আছে ঐ নিয়োগ বিজ্ঞপ্তি দেখে সঠিক তথ্য নিন এবং চাকরির জন্য আবেদন করুন।

১। ট্রেইনি অফিসার

  • শূণ্য পদের নাম: ট্রেইনি অফিসার
  • নিয়োগ সংখ্যা: ৩০০ জন
  • বেতন: ১৫,০০০-২৩,০০০/- টাকা
  • বয়স: সর্বোচ্চ ৩৩ বছর

২। অ্যাকাউন্টেন্ট

  • শূণ্য পদের নাম: অ্যাকাউন্টেন্ট
  • নিয়োগ সংখ্যা: ১০০ জন
  • বেতন: ২০,০০০-২৫,০০০/- টাকা
  • বয়স: সর্বোচ্চ ৩৫ বছর

৩। শাখা ব্যবস্থাপক (গ্রেড-১)

  • শূণ্য পদের নাম: শাখা ব্যবস্থাপক
  • নিয়োগ সংখ্যা: ৬০ জন
  • বেতন: ৩৩,০০০-৩৬,০০০/- টাকা
  • বয়স: সর্বোচ্চ ৪৪ বছর

৪। এরিয়া সুপারভাইজার

  • শূণ্য পদের নাম: এরিয়া সুপারভাইজার
  • নিয়োগ সংখ্যা: ২৫ জন
  • বেতন: ৪০,০০০-৪৩,০০০/- টাকা
  • বয়স: সর্বোচ্চ ৪৭ বছর

৫। ফাইন্যান্স সুপারভাইজার

  • শূণ্য পদের নাম: ফাইন্যান্স সুপারভাইজার
  • নিয়োগ সংখ্যা: ১০ জন
  • বেতন: ৪০,০০০-৪৩,০০০/- টাকা
  • বয়স: সর্বোচ্চ ৪৭ বছর

৬। রিজিওন হেড

  • শূণ্য পদের নাম: রিজিওন হেড
  • নিয়োগ সংখ্যা: ০৬ জন
  • বেতন: ৬৬,০০০-৭০,০০০/- টাকা
  • বয়স: সর্বোচ্চ ৫০ বছর

৭। মহিলা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট

  • শূণ্য পদের নাম: মহিলা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট
  • নিয়োগ সংখ্যা: ২০ জন
  • বেতন: ১৬,৫০০/- টাকা
  • বয়স: সর্বোচ্চ ৩০ বছর
শক্তি ফাউন্ডেশন নিয়োগ ২০২২
শক্তি ফাউন্ডেশন নিয়োগ ২০২২

শক্তি ফাউন্ডেশন নিয়োগ 2022

সাম্প্রতি শক্তি ফাউন্ডেশন নিয়োগ 2022 সার্কুলার সম্পর্কৃত সকল তথ্য যেমনঃ A. ট্রেইনি ক্রেডিট অফিসার, B. অ্যাকাউন্টেন্ট, C. শাখা ব্যবস্থাপক, D. মেডিকেল অ্যাসিস্ট্যান্ট পদের বিবরন নিম্নে তুলেধরা হল। বুরো এনজিও প্রতি বছর তাদের অফিস জনবল নিয়োগের সার্কুলার প্রকাশ করে। শক্তি ফাউন্ডেশন প্রতি বছরের ন্যায় এবারও বিভিন্ন দৈনিক পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রচার করছে। যে সকল বেকার যুবোক ফাউন্ডেশন নিয়োগ পেতে ইচ্ছুক তার শক্তি ফাউন্ডেশন আবেদন করুন।

পদের বিবরন

এনজিওর নামঃ শক্তি ফাউন্ডেশন
এনজিওর ওয়েবসাইটঃ https://www.shakti.org.bd/
চাকরির ধরনঃ বেসরকারি চাকরি (এনজিও)
আবেদনের জেলাঃ সকল জেলা
শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতক/স্নতকোত্তর/ডিপ্লোমা
ক্যাটাগরিঃ ০৪ টি
নিয়োগ সংখ্যাঃ ৬৩০ জন
আবেদনের মাধ্যমঃ ডাকযোগ
আবেদনের মেয়াদ শেষঃ ৩০ জুন, ২০২২
খবর (News type): এনজিও চাকরির খবর (Ngo job news)
খবর প্রকাশের তারিখঃ ২৭ মে, ২০২২

০১. ট্রেইনি ক্রেডিট অফিসার পদের বিবরণ

পদের নামঃ ট্রেইনি ক্রেডিট অফিসার (মাইক্রোফাইন্যান্স প্রোগ্রাম, MFP)
পদ সংখ্যাঃ ৪০০ টি
শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতক/সমমান
অভিজ্ঞতাঃ উল্লেখ নাই
বয়সঃ ৩২ বছর
বেতন স্কেলঃ ২০,০০০ টাকা

০২. অ্যাকাউন্টেন্ট পদের বিবরণ

পদের নামঃ অ্যাকাউন্টেন্ট (মাইক্রোফাইন্যান্স প্রোগ্রাম, MFP)
পদ সংখ্যাঃ ১২০ টি
শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতক(ফিন্যান্স)/সমমান
অভিজ্ঞতাঃ অভিজ্ঞদে অগ্রাধিকার।
বয়সঃ ৩২ বছর
বেতন স্কেলঃ ২২,০০০ টাকা

০৩. শাখা ব্যবস্থাপক পদের বিবরণ

পদের নামঃ শাখা ব্যবস্থাপক (মাইক্রোফাইন্যান্স প্রোগ্রাম (MFP)
পদ সংখ্যাঃ ৮০ টি
শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতক/সমমান
অভিজ্ঞতাঃ দরকার নাই
বয়সঃ ৩২ বছর
বেতন স্কেলঃ ৩২,৫০০ টাকা


০৪. মেডিকেল অ্যাসিস্ট্যান্ট (Health program) পদের বিবরণ

পদের নামঃ মেডিকেল অ্যাসিস্ট্যান্ট
পদ সংখ্যাঃ ৩০ টি
শিক্ষাগত যোগ্যতাঃ মেডিকেল ইনস্টিটিউট থেকে ৪ বছরের কোর্স সম্পন্ন হতে হবে।
অভিজ্ঞতাঃ সার্কুলারে উল্লেখিত
বয়সঃ ৪২ বছর
বেতন স্কেলঃ ৩২,৫০০ টাকা


হেলথ প্রােগ্রামের আওতায় শক্তি ফাউন্ডেশন কর্তৃক সারা বাংলাদেশব্যাপী শক্তি মেডিকেল কেয়ার সেন্টার ”SMCC” পরিচালনার করা হবে। সার্কুলারে উল্লেখিত শক্তি মেডিকেল কেয়ার সেন্টারে যােগ্যতা সম্পন্য প্রার্থীদের নিকট হতে দরখাস্ত আহবান করা হচ্ছে।

শক্তি ফাউন্ডেশন নিয়োগ ২০২২ সার্কুলার

শক্তি ফাউন্ডেশন নিয়োগ ২০২২ সার্কুলার-এ যে সকল জেলার লোক আবেদন করতে পারবেনঃ বান্দরবন, চট্টগ্রাম, কক্সবাজার, মুন্সিগঞ্জ, কিশােরগঞ্জ, নরসিংদী, কুমিল্লা চৌদ্দগ্রাম, মজিদপুর, মুরাদনগর, দেবিদ্বার, দাউদকান্দি, নােয়াখালী, মানিকগঞ্জ, নীলফামারী, জয়পুরহাট, বগুড়া, নওগাঁ, ময়মনসিংহ, জামালপুর, গাজীপুর, শেরপুর, ঢাকা-নবাবগঞ্জ, নারায়নগঞ্জ, রাজশাহী, নাটোর, বরিশাল, ফরিদপুর, কুষ্টিয়া, ঝিনাইদাহ, যশাের, ঝালকাঠি, মাদারীপুর, জেলার সকল থানার প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

বেতন ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা

১নং থেকে ৩ নং পদের জন্য চট্টগ্রাম, সিলেট পাহাড়ী অঞ্চলে অবস্থিত শাখাসমুহে কর্মরতদের জন্য ১৫০০-২৫০০/- টাকা করে আঞ্চলিক ভাতা প্রদান করা হবে। শক্তি ফাউন্ডেশনের পলিসি অনুযায়ী দুরত্ব ভাতা ৭,৫০ টাকা থেকে ২,৫০০ টাকা পর্যন্ত হতে পারে। নিজ জেলা থেকে কর্মস্থলের দুরত্ব অনুযায়ী ভাতা প্রদান করা হবে। শক্তি ফাউন্ডেশ কর্তৃক বৈশাখী ভাতা এবং বছরে ২ টি উৎসব বােনাস ভাতা পাওয়া যাবে।

চাকরি স্থায়ীকর

চাকরি স্থায়ীকরণের পর শক্তি ফাউন্ডেশনের পলিসি অনুযায়ী প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, ইনক্রিমেন্ট ও প্রমােশনসহ বেতন ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা সমানভাবে পাওয়া যাবে। চাকরিরত কর্মীদের স্বাস্থ্য সুবিধা ও দায়িত্বকালীন সময়ে দুর্ঘটনাজনিত সকল চিকিৎসার প্রকৃত খরচ শক্তি ফাউন্ডেশ বহন করবে। সংস্থার পলিসি অনুসারে কর্মকালীন সময়ে কর্মকর্তা বা কর্মচারীর মৃত্যু হলে সে ক্ষেত্রে কর্মকর্তা বা কর্মচারীর পরিবারকে ১ লক্ষ টাকা সহায়তা প্রদান করা হবে।

মাতৃত্বকালীন ছুটি (Maternity leave)

নারী কর্মকর্তা বা কর্মচারীর জন্য মাতৃত্বকালীন ছুটি ৬ (ছয়) মাস এবং পুরুষ কর্মকর্তা বা কর্মচারীর জন্য পিতৃত্বকালীন ছুটি ৭ (সাত) দিন পাওয়া যাবে। সকল কর্মকর্তা বা কর্মচারীর সন্তানদের জন্য শিক্ষাবৃত্তির সুযােগ আছে। সর্বোচ্চ ছাড়ে দেশের খ্যাতনামা সকল ডায়াগনস্টিক সেন্টারসমূহে প্যাথলজিক্যাল টেস্টের সুযোগ সুবিধাদি পাওয়া যাবে।

Shakti Foundation niyog 2022

প্রশিক্ষণ ফি:

শাখাব্যবস্থাপক পদের জন্য প্রশিক্ষণ ফি হিসেবে ৫,০০০ টাকা, এবং অ্যাকাউন্টেন্ট পদের জন্য প্রার্থীকে ৬,০০০ টাকা জমা দিতে হবে। প্রার্থীর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি। এবং রেফারেন্স হিসেবে আত্মীয় নন এমন দুজন ব্যক্তির নাম, ঠিকানা, ও মোবাইল নাম্বার দাখিল করতে হবে।

আবেদন করার শর্তাবলী ও নিয়মাবলী:

সার্কুলারে উল্লেখিত আবেদন করার শর্তাবলী ও নিয়মাবলী মেনে প্রার্থীকে চাকরির জন্য আবেদন করতে হবে। ২ ও ৩ নং পদের প্রার্থীদের শিক্ষানবিশকাল ৬ মাস। আগ্রহী ও যােগ্যতা সম্পন্ন প্রার্থীদের পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত, সম্প্রতি তােলা ০২ কপি রঙিন ছবি, সকল শিক্ষাগত যোগ্যতার সনদ/ফটোকপি আবেদনপত্রের সাথে যুক্ত করতে হবে। অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে আবেদনপত্রের সাথে চাকরিতে যােগদানের তারিখ এবং শেষ কর্মদিবসের তারিখ আবেদনপত্রে উল্লেখকরতে হবে এবং অভিজ্ঞতার সনদ সংযুক্ত করতে হবে।

আবেদন পাঠানাের ঠিকানাঃ
সিনিয়র ডিরেক্টর, এইচ আর ডিপার্টমেন্ট
শক্তি ফাউন্ডেশন ফর ডিসএ্যাডভান্টেজড উইমেন
বাড়ি নম্বর#৪, রােড নম্বর#১
ব্লক#এ, সেকশন-১১, মিরপুর,
পল্লবী, ঢাকা-১২১৬।
শক্তি ফাউন্ডেশন সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন www.shakti.org.bd/ এবং And FaceBook www.facebook.com/SFDWbd

অনুসন্ধান কীওয়ার্ড/Search keywords: শক্তি ফাউন্ডেশন উইকিপিডিয়া, শক্তি ফাউন্ডেশন চট্টগ্রাম শাখা, শক্তি ফাউন্ডেশন নিয়োগ ২০২২, শক্তি ফাউন্ডেশন নিয়োগ 2022, শক্তি ফাউন্ডেশন নিয়োগ পরীক্ষা প্রশ্ন, শক্তি ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি, শক্তি ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি 2021, শক্তি ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি 2021 প্রথম আলো, শক্তি ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি 2022, শক্তি ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২, শক্তি ফাউন্ডেশন শাখা সমূহ, শক্তি ফাউন্ডেশন হেড অফিস, শক্তি ফাউন্ডেশনে আবেদন করার নিয়ম।

2 thoughts on “শক্তি ফাউন্ডেশন নিয়োগ ২০২২”

Leave a Comment

Job Circular Gov