সিও এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

সিও এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২: SEHEO NGO Job Circular 2022: সিও এনজিওতে ৮৩২ জন বিশাল জনবল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এটি একটি বেসরকারী সেচ্ছাসেবী মানবকল্যান প্রতিষ্ঠান এবং মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি (এমআরএ) থেকে সনদপ্রপ্ত। এই সংস্থাটি দরিদ্র জনগোষ্ঠির জীবনমান উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে যার মধ্যে অন্যতম একটি হল ঋণ কর্মসূচী। এই সংস্থার প্রধান কার্যালয় এবং অন্যান্য বিভিন্ন এলাকায় ঋণ কার্যক্রম সম্প্রসারনের লক্ষ্যে বিভিন্ন ক্যাটাগরিতে যোগ্য ও পরিশ্রমী প্রার্থীদের নিকট থেকে নিজ নিজ হাতে লিখিত দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। সকল প্রকার সরকারি বেসরকারি এনজিও চাকরির খবর পেতে ভিজিট করুন jobcirculargov.com

সিও এনজিও নিয়োগ ২০২২

সার্কুলার প্রকাশ করেছেসিও এনজিও
এই চাকরির ধরনবেসরকারি চাকরি (এনজিও)
আবেদনের জেলাসকল জেলা
আবেদনে শিক্ষাযোগ্যতাঅষ্টম-স্নাতক/বিকম
ক্যাটাগরি৩২ টি
নিয়োগ দেওয়া হবে৮৩২ জন
আবেদন করুনসরাসরি/ডাকযোগে
আবেদনের মেয়াদ শেষ২৮ এপ্রিল ২০২২
খবর (News type)এনজিও চাকরির খবর (Ngo job news)
খবর প্রকাশ (News release)সার্কুলারে উল্লেখিত।

সিও এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি 2022

SEHEO/ সোসিও ইকোনোমিক হেলথ এডুকেশন অর্গানাইজেশন সংক্ষেপে (সিও) একটি বেসরকারী সেচ্ছাসেবী মানব কল্যাণ প্রতিষ্ঠান। যার প্রধান কার্যালয়, সার্কিট হাউস রোড, চাকলাপাড়া, ঝিনাইদহ। প্রতিষ্ঠানটি সূচনালগ্ন থেকে সমাজ উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। পাশাপাশি উপজেলা ও জেলার প্রশাসনিক কর্মকান্ডের সহিত অতপ্রতভাবে এক সাথে সুনামের সহিত কাজ করে যাচ্ছে। সম্প্রতি সিও এনজিও শূন্য পদসমূহ পূরনের জন্য বিশাল জনবল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগ্রহী প্রার্থীগন নির্ধারিত তারিখের মধ্যে নিম্নে উল্লেখিত ঠিকানায় সরাসরি/ডাকযোগে আবেদনপত্র প্রেরন করুন। আরও বিস্তারিত বিবরন পদের নাম, পদ সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা, বেতন ইত্যাদি নিম্নে দেখুন।

সৃজিত পদ: সহকারী পরিচালক
নিয়োগ সংখ্যা: ০২ জন
প্রার্থীর যোগ্যতা: স্নাতকোত্তর
বেতন: ৬০,০০০/- টাকা
অভিজ্ঞতা: কোন প্রাতষ্ঠানে ঋণ কার্যক্রম এ সংশ্লিষ্ট পদে ০২-০৩ বছরের বাস্তব অভিজ্ঞতা।

সৃজিত পদ: জোনাল ম্যানেজার
নিয়োগ সংখ্যা: ০৫ জন
প্রার্থীর যোগ্যতা: স্নাতকোত্তর
বেতন: ৫০,০০০/- টাকা
অভিজ্ঞতা: কোন প্রাতষ্ঠানে ঋণ কার্যক্রম এ সংশ্লিষ্ট পদে ০২-০৩ বছরের বাস্তব অভিজ্ঞতা।

সৃজিত পদ: আঞ্চলিক ব্যবস্থাপক
নিয়োগ সংখ্যা: ১০ জন
প্রার্থীর যোগ্যতা: স্নাতক/স্নাতকোত্তর
বেতন: ৪০,০০০/- টাকা
অভিজ্ঞতা: কোন প্রাতষ্ঠানে ঋণ কার্যক্রম এ সংশ্লিষ্ট পদে ০২-০৩ বছরের বাস্তব অভিজ্ঞতা।

সিও এনজিও নিয়োগ

সৃজিত পদ: প্রশিক্ষক (পুরুষ/মহিলা)
নিয়োগ সংখ্যা: ০২ জন
প্রার্থীর যোগ্যতা: স্নাতক/স্নাতকোত্তর
বেতন: আলোচনা সাপেক্ষে
অভিজ্ঞতা: কোন প্রাতষ্ঠানে ঋণ কার্যক্রম এ সংশ্লিষ্ট পদে ০২-০৩ বছরের বাস্তব অভিজ্ঞতা।

সৃজিত পদ: সিনিয়র শাখা ব্যবস্থাপক
নিয়োগ সংখ্যা: ৪০ জন
প্রার্থীর যোগ্যতা: স্নাতকোত্তর
বেতন: ৩৫,০০০/- টাকা
অভিজ্ঞতা: কোন প্রাতষ্ঠানে ঋণ কার্যক্রম এ সংশ্লিষ্ট পদে ০২-০৩ বছরের বাস্তব অভিজ্ঞতা।

সৃজিত পদ: শাখা ব্যবস্থাপক
নিয়োগ সংখ্যা: ৫০ জন
প্রার্থীর যোগ্যতা: স্নাতক/স্নাতকোত্তর
বেতন: ৩৩,০০০/- টাকা
অভিজ্ঞতা: কোন প্রাতষ্ঠানে ঋণ কার্যক্রম এ সংশ্লিষ্ট পদে ০২-০৩ বছরের বাস্তব অভিজ্ঞতা।

সৃজিত পদ: সহকারী শাখা ব্যবস্থাপক
নিয়োগ সংখ্যা: ৫০ জন
প্রার্থীর যোগ্যতা: স্নাতক/স্নাতকোত্তর
বেতন: ২৮,০০০/- টাকা
অভিজ্ঞতা: কোন প্রাতষ্ঠানে ঋণ কার্যক্রম এ ০২-০৩ বছরের বাস্তব অভিজ্ঞতা।

সৃজিত পদ: জোনাল হিসাবরক্ষক
নিয়োগ সংখ্যা: ০৪ জন
প্রার্থীর যোগ্যতা: বিকম/এমকম
বেতন: ২৭,০০০/- টাকা
অভিজ্ঞতা: কোন প্রাতষ্ঠানে ঋণ কর্মসূচীত এ ০২-০৩ বছরের বাস্তব অভিজ্ঞতা।

সৃজিত পদ: অডিট ও মনিটরিং অফিসার
নিয়োগ সংখ্যা: ১৫ জন
প্রার্থীর যোগ্যতা: বিকম/এমকম
বেতন: ২৭,০০০/- টাকা
অভিজ্ঞতা: কোন প্রাতষ্ঠানে ঋণ কর্মসূচীত এ ০২-০৩ বছরের বাস্তব অভিজ্ঞতা।

সৃজিত পদ: জুনিয়র শাখা ব্যবস্থাপক
নিয়োগ সংখ্যা: ৪০ জন
প্রার্থীর যোগ্যতা: স্নাতকোত্তর
বেতন: ২২,০০০/- টাকা
অভিজ্ঞতা: প্রয়োজন নেই।

SEHEO NGO Job Circular 2022

সৃজিত পদ: শাখা হিসাবরক্ষক
নিয়োগ সংখ্যা: ৪০ জন
প্রার্থীর যোগ্যতা: বিকম/এমকম
বেতন: ২২,০০০/- টাকা
অভিজ্ঞতা: কোন প্রাতষ্ঠানে হিসাব পরিচালনা ও কম্পিউটার পরিচালনায় ০২-০৩ বছরের বাস্তব অভিজ্ঞতা।

সৃজিত পদ: সহকারী শাখা হিসাবরক্ষক
নিয়োগ সংখ্যা: ৫০ জন
প্রার্থীর যোগ্যতা: বিকম/এমকম
বেতন: ১৫,০০০-১৮,০০০/- টাকা
অভিজ্ঞতা: প্রয়োজন নেই

সৃজিত পদ: সিনিয়র ফিল্ড অফিসার
নিয়োগ সংখ্যা: ১৫০ জন
প্রার্থীর যোগ্যতা: স্নাতক/স্নাতকোত্তর
বেতন: ২০.০০০/- টাকা
অভিজ্ঞতা: কোন প্রাতষ্ঠানে ঋণ কর্মসূচীতে সংশ্লিষ্ট পদে ০২-০৩ বছরের বাস্তব অভিজ্ঞতা।

সৃজিত পদ: ফিল্ড অফিসার
নিয়োগ সংখ্যা: ১৫০ জন
প্রার্থীর যোগ্যতা: স্নাতকোত্তর
বেতন: ১৫.০০০-১৮,০০০/- টাকা
অভিজ্ঞতা: প্রয়োজন নেই

সৃজিত পদ: ফিল্ড অফিসার
নিয়োগ সংখ্যা: ২০০ জন
প্রার্থীর যোগ্যতা: এইচএসসি/সমমান
বেতন: ১৩.০০০-১৬,০০০/- টাকা
অভিজ্ঞতা: প্রয়োজন নেই

সবগুলো পদের বিস্তারিত বিবরন দেখতে নিম্নের সার্কুলার দেখুন

সিও এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

আবেদনপত্র পাঠাবার ঠিকানাঃ
মানবসম্পদ বিভাগ, সিও,
সার্কিট হাউজ রোড, চালকাপাড়া,
ঝিনাইদহ-৭৩০০

চাকুরীর সুযোগ সুবিধা সমূহ

  • চাকুরীতে যোগদানের পর পদমর্যাদা অনুযায়ী নির্ধারিত বেতন ছাড়াও ফুয়েল বিল, মােবাইল বিল ও আবাসিক সুবিধা প্রদান করা হবে।
  • চাকুরী স্থায়ী হওয়ার পর সংস্থার নাতিমালা অনুযায়ী বার্ষিক ইনক্রিমেন্ট, পিএফ, গ্র্যাচুইটি, মৃত্যু বা দূর্ঘটনা ঝুঁকি, কর্মী কল্যাণের সুবিধা, ২টি উৎসব বােনাস, মােটর সাইকেল ও ল্যাপটপ ঋণ সহ অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করা হবে।
  • নিয়ােগ সংক্রান্ত তথ্য দেখা যাবে www.seheobd.org, www.facebook.com/seheo.
  • নিয়ােগ পরীক্ষার জন্য যোগাযােগের মাধ্যম টেলিফোন : ০২৪৭৭৭৪৭০২৯/০২৪৭৭৭৪ ৭০৩০, মােবাইল নম্বর : ০১৯০৭-০৯৪০৫২0১৯০৭-০৯৪০৫৩।

আবেদনের শর্তাবলী সমূহ

১। আবেদনকারীকে অভিজ্ঞতা সনদ (কর্মরত প্রতিষ্ঠানের নিয়ােগ পত্র, যােগদান পত্র, পদোন্নতি পত্র, বদলীর আদেশ, ছাড়পত্র ও বেতন সীটের ফটোকপি যদি থাকে তা যুক্ত করতে হবে।
২। শিক্ষাগত যােগ্যতা সনদ, নগরিক সনদপত্র, জাতীয় পরিচয়পত্র, জন্ম সনদ, সদ্য তােলা ২ কপি রঙ্গীন পাসপাের্ট সাইজের ছবি এবং ব্যবহৃত সচল মােবাইল নম্বর সহ আবেদন করতে হবে।
৩। আবেদনপত্রের সাথে রেজিষ্ট্রেশন ফি বাবদ ক্রমিক নম্বর ১ থেকে ৩ নম্বর পদে ৪০০/-, ৪ থেকে ৯ নম্বর পদে ৩০০/- এবং ১০ থেকে ২৩ নম্বর পদে ২০০/- সিও, সোনালী ব্যাংক লিমিটেড, ঝিনাইদহ শাখা চলতি হিসাব নম্বর : ২৪০৭০০১০৩৭০৭:৪ অথবা সিও, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, ঝিনাইদহ চলতি হিসাব নম্বর : ২০৫০১৭৫০১০০৯৫৭০১২ এ অনলাইনের মাধ্যমে জমা করতে হবে এবং অনলাইন এ জমা স্লিপ আবেদন পত্রের সাথে সংযুক্ত করতে হবে।
৪। রেজিষ্ট্রেশন ফি জমা না দেলে আবেদন পত্র বাতিল বলে গণ্য হবে।
৫। প্রার্থীদের সংস্থার প্রয়ােজনে বাংলাদেশের যে কোন জেলায় কাজ করার মানসিকতা থাকতে হবে।
৬। চাকরির দেয়ার কথা বলে কোন ব্যক্তি টাকা চাইলে বিকাশ বা নগদে কোন প্রকার লেনদেন করবেন না, লেনদেন করলে সিও সংস্থা দায়ী থাকবে না।
৭। নিয়ােগের ক্ষেত্রে কোন প্রকার সুপারিশ গ্রহনযােগ্য নয়। পরীক্ষায় অংশ গ্রহনের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।

পোস্ট রিলেটেড কিওয়ার্ড (Post Related Keyword): job Circular 1. সিও এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২, job Circular 2. সিও এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি, job Circular 3. সিও এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি 2022, job Circular 4. সিও এনজিও নিয়োগ ২০২২, job Circular 5. সিও এনজিও নিয়োগ 2022, job Circular 6. সিও এনজিও নিয়োগ, job Circrlar7. সিও এনজিও এ চাকরি, job Circular 8. সিও এনজিও চাকরির খবর ২০২২, job Circular 9. SEHEO NGO Job Circular 2022, job Circular 10. SEHEO NGO job circular.

Post Related searches: সিও এনজিও শাখা সমূহ, সিও এনজিও কত সালে প্রতিষ্ঠিত, সিও এনজিও প্রতিষ্ঠাতা, সিও এনজিও চাকরি, সিও এনজিও শাখা