রিক এনজিও নিয়োগ ২০২২

রিক এনজিও নিয়োগ ২০২২ (RIC NGO Job Circular 2022): ১,৬৯১ জন জনবল নিয়োগের বিশাল সার্কুলার প্রকাশ করেছে রিক এনজিও। রিসাের্স ইন্টিগ্রেশন সেন্টার একটি জাতীয় পর্যায়ের বেসরকারী উন্নয়ন সংস্থা। সংস্থাটি মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি হতে সনদপ্রাপ্ত। বর্তমানে সমগ্র বাংলাদেশে বিভিন্ন কর্ম এলাকায় কার্যক্রম বৃদ্ধির লক্ষ্যে জরুরী ভিত্তিতে জনবল নিয়ােগের জন্য আগ্রহী প্রার্থীদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।

সার্কুলারে ০৭টি পদে মোট ১৬৯১ জন জনবল নতুন করে রিক এনজিওতে যুক্ত করা হবে। প্রার্থীকে ডাকযোগের মাধ্যমে আবেদনপত্র প্রেরণ করতে হবে। আবেদনের শেষ তারিখ ২০ আগষ্ট ২০২২ ইং। বিস্তারিত আরও জানতে রিক এনজিও নিয়োগ ২০২২ সার্কুলারটি দেখুন। সকল ধরনের চাকরির খবর পেতে ভিজিট করুন jobcirculargov.com

আবেদনের জন্য প্রয়োজনীয় যোগ্যতা সমূহ প্রশ্ন উত্তরের মাধ্যমে জেনেনিন

  • (১) প্রতিষ্ঠানের নাম কী?
    • রিক এনজিও
  • (৩) আবেদনকারী জেলা?
    • সকল জেলা
  • (৪) ক্যাটাগরির সংখ্যা কতটি?
    • ০৭ টি
  • (৫) নিয়োগ সংখ্যা কত জন?
    • ১,৬৯১ জন
  • (৬) প্রার্থীর বয়স কত বছর থাকতে হবে?
    • ৩০-৪৫ এর মধ্যে
  • (৭) এই নিয়োগে আবেদনের মাধ্যম কী?
    • ডাকযোগে
  • (৮) আবেদনের শেষ তারিখ কবে?
    • ২০ আগষ্ট ২০২২
  • (৯) রিক এনজিওর ওয়েবসাইট?

রিক এনজিও নিয়োগ ২০২২

নিম্নে তালিকায় উল্লেখিত রিক এনজিও নিয়োগ ২০২২ সার্কুলারের সংক্ষিপ্ত আকারে নিম্নবর্ণিত পদসমূহের বিবরন তথা সৃজিত পদের নাম, নিয়োগ সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা, বেতন স্কেল, বয়স ও অভিজ্ঞতা ইত্যাদি বিস্তারিত তুলে ধরা হলো।

১। ম্যানেজার (অডিট) পদের বিস্তারিত

  • সৃজিত পদের নাম: ম্যানেজার (অডিট)
  • নিয়োগ সংখ্যা: ২০টি
  • শিক্ষাগত যোগ্যতা: সরকারী/বেসরকারী বিশ্ববিদ্যালয় হতে এ্যাকাউন্টিং/ফিনান্স-এ মাস্টার্স/এম.বি.এ ডিগ্রীধারী, CA কোর্স সম্পন্নকারীকে অগ্রাধীকার দেয়া হবে
  • বেতন স্কেল: ২৫,০০০/- টাকা
  • বয়স: সর্বোচ্চ ৩৭ বছর

২। জোনাল ম্যানেজার পদের বিস্তারিত

  • সৃজিত পদের নাম: জোনাল ম্যানেজার
  • নিয়োগ সংখ্যা: ২০টি
  • শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম স্নাতক পাশ
  • বেতন স্কেল: ২৮,০০০/- টাকা
  • বয়স: সর্বোচ্চ ৪৫ বছর

৩। এরিয়া ম্যানেজার পদের বিস্তারিত

  • সৃজিত পদের নাম: এরিয়া ম্যানেজার
  • নিয়োগ সংখ্যা: ৫০টি
  • শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম স্নাতক পাশ
  • বেতন স্কেল: ২৫,০০০/- টাকা
  • বয়স: সর্বোচ্চ ৪০ বছর

রিক এনজিও নিয়োগ ২০২২

৪। শাখা ব্যবস্থাপক পদের বিস্তারিত

  • সৃজিত পদের নাম: শাখা ব্যবস্থাপক
  • নিয়োগ সংখ্যা: ৩০০টি
  • শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম স্নাতক পাশ
  • বেতন স্কেল: ১৭,৫০০/- টাকা
  • বয়স: সর্বোচ্চ ৩৫ বছর

৫। সহকারী শাখা ব্যবস্থাপক (হিসাব) পদের বিস্তারিত

  • সৃজিত পদের নাম: সহকারী শাখা ব্যবস্থাপক (হিসাব)
  • নিয়োগ সংখ্যা: ৩০০টি
  • শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম স্নাতক পাশ (বানিজ্যে স্নাতক অগ্রাধিকার দেয়া হবে)
  • বেতন স্কেল: ১৫,৫০০/- টাকা
  • বয়স: সর্বোচ্চ ৩৫ বছর

৬। ক্রেডিট অফিসার পদের বিস্তারিত

  • সৃজিত পদের নাম: ক্রেডিট অফিসার
  • নিয়োগ সংখ্যা: ১০০০টি
  • শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম স্নাতক পাশ।
  • বেতন স্কেল: ১২,৫০০/- টাকা
  • বয়স: সর্বোচ্চ ৩০ বছর

৭। এসিস্ট্যান্ট ম্যানেজার পদের বিস্তারিত

  • সৃজিত পদের নাম: এসিস্ট্যান্ট ম্যানেজার
  • নিয়োগ সংখ্যা: ০১টি
  • শিক্ষাগত যোগ্যতা: এম.এস.এস পাশ
  • বেতন স্কেল: ২২,৫০০/- টাকা
  • অভিজ্ঞতা: ব্যবস্থাপক হিসেবে প্রজনন স্বাস্থ্য ও অধিকার বিষয়ে কমপক্ষে ১০ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। MS Office পরিচালনায় অবশ্যই দক্ষ হতে হবে।

RIC NGO Job Circular 2022

আবেদনের ঠিকানাঃ

আগামী ২০/০৮/২০২২ইং তারিখের মধ্যে পরিচালক, রিসাের্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) বরাবর দরখাস্ত সংস্থার “মানব সম্পদ বিভাগ, রিসাের্স ইন্টিগ্রেশন সেন্টার | (রিক), বাড়ী-৮৮/এ/ক, সড়ক-৭/এ, ধানমন্ডি আ/এ, ঢাকা-১২০৯”-এ ঠিকানায় প্রেরন করার জন্য অনুরােধ করা যাচ্ছে।

শর্তাবলীঃ

উল্লেখিত পদের জন্য ক্ষুদ্রঋন কার্যক্রমে চাকুরিরত থাকতে হবে (ক্রমিক নং ০৭ ব্যতিত) আবেদনকারীদের বাংলাদেশের যে কোন স্থানে মাঠ পর্যায়ে সংস্থার কর্ম এলাকায় কাজ করার মানসিকতা থাকতে হবে। উপরােক্ত ২-৬ নং পদের প্রার্থীকে মটর সাইকেল চালনার জন্য বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। উল্লেখ্য, নিয়ােগকৃত পুরুষ/নারী এমপ্লয়ীকে বাধ্যতামূলকভাবে মটর সাইকেল চালাতে হবে।

উপরােক্ত পদের ক্ষেত্রে নিয়ােগপ্রাপ্ত ব্যক্তির শিক্ষানবীশকাল শেষে কর্মমূল্যায়নের ভিত্তিতে চাকুরী স্থায়ীকরন করা হবে এবং তখন থেকে সংস্থা কর্তৃক প্রদত্ত সকল সুযােগ সুবিধা যেমন: ২টি উৎসব ভাতা, জীবন যাত্রার ব্যয় ভাতা, ঝুকি ভাতা, লাঞ্চ ভাতা বৈশাখী ভাতা, কমিউনিকেশন ভাতা (মােবাইল ও ইন্টারনেট), প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, দূরবর্তী ভাতা

রিক এনজিও নিয়োগ ২০২২

কর্মী কল্যান তহবিল নীতিমালা অনুযায়ী নিজ ও পরিবারের সদস্যদের চিকিৎসা খরচ, চাকুরিতে যােগদানের সাথে সাথেই মটরসাইকেল সফট লােন সুবিধা ও ফুয়েল বিল ইত্যাদি সুযােগ সুবিধা প্রযােজ্য হবে। ক্রেডিট অফিসার পদের জন্য সংস্থার বিভিন্ন কর্ম এলাকার ঢাকা, ফেনী, সিলেট, বগুড়া ও খুলনা কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আবেদনকারী যে কেন্দ্রের অধীনে পরীক্ষা দিতে ইচ্ছুক/আগ্রহী তাকে খামের উপর অবশ্যই পরীক্ষা কেন্দ্র উল্লেখ করে আবেদন করতে হবে। অন্যান্য পদের পরীক্ষা ঢাকা কেন্দ্রে অনুষ্ঠিত হবে। জীবনবৃত্তান্তে ক্ষুদ্রঋণ কর্মসূচীতে অভিজ্ঞতার বিস্তারিত তথ্য থাকতে হবে। খামের উপর পদ ও কেন্দ্রের নাম অবশ্যই উল্লেখ করতে হবে।

বিশেষ দ্রষ্টব্যঃ

নিয়ােগ প্রক্রিয়ায় কোনাে প্রকার আর্থিক লেনদেনের সুযােগ নেই সেক্ষেত্রে বিকাশ/রকেট/নগদ মােবাইল ব্যাংকিং বা অন্য কোনাে মাধ্যমে কারাে সাথে আর্থিক লেনদেন না করার জন্য সংশ্লিষ্ট চাকুরী প্রার্থীকে পরামর্শ দেয়া হল।

রিক এনজিও নিয়োগ ২০২২

পোস্ট রিলেটেড কিওয়ার্ড (Related searches): রিক এনজিও নিয়োগ 2022, রিক এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২, রিক এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি 2022, রিক এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি, রিক এনজিও নিয়োগ, রিক এনজিও, রিক এনজিও শাখা তালিকা, রিক এনজিও সম্পর্কে বিস্তারিত, রিক এনজিও শাখা

রিক এনজিও হেড অফিস, রিক এনজিও প্রতিষ্ঠাতা, রিক এনজিও লোন, রিক এনজিও শাখা খুলনা, রিক এনজিও শাখা ঢাকা, রিক এনজিও সার্কুলার ২০২২, রিক এনজিও শাখা সিলেট, রিক এনজিও হেড অফিস নাম্বার

Related searches: RIC NGO Job Circular 2022, RIC NGO Job Circular, RIC NGO Job, RIC NGO, RIC NGO Job 2022, RIC NGO Circular 2022, RIC NGO niyog biggopti 2022, RIC NGO niyog biggopti, RIC NGO niyog, RIC NGO, RIC NGO niyog 2022, RIC NGO biggopti 2022.