প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০২২: প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার তারিখ ঘোষনা করেছে বাংলাদেশ প্রাথমিক শিক্ষাবোর্ড। মোট তিনটি ধাপে এ পরীক্ষা সম্পন্য হবে। আগামী ২২ এপ্রিল ২০২২ তারিখ প্রথম ধাপের নিয়োগ পরীক্ষার কার্যক্রম শুরু করবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। আবেদনকারী প্রার্থীর নিজ নিজ জেলা/উপজেলা পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা গ্রহনের তিনটি ধাপ হল ২২ এপ্রিল, ২০ মে, ০৩ জুন ২০২২ ইং।
এই চাকরির ধরন | সরকারি |
আবেদনের জন্য জেলা | সকল জেলা |
আবেদনে শিক্ষাযোগ্যতা | ক্যাটাগরি অনুসারে ভিন্ন ভিন্ন |
ক্যাটাগরির সংখ্যা | ভিন্ন ভিন্ন |
মোট পদ | ৪৫,০০০ টি। |
আবেদন | অনলাইন |
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ | ২০ অক্টবর ২০২০২ |
লিখিত পরীক্ষার তারিখ | ১ ম ধাপ ২২ এপ্রিল, ২য় ধাপ ২০ মে, ৩য় ধাপ ০৩ জন ২০২২ |
খবর (News type) | সরকারি চাকরির খবর (Govt job news) |
খবর প্রকাশের তারিখ | সার্কুলার দেখুন |
প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০২২
প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০২২: প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার জেলা/উপজেলা ভিত্তিক সময়সূচী প্রকাশিত হয়েছে।
সৃজিত পদ : সহকারী শিক্ষক
পদের সংখ্যা: ৪৫,০০০ হাজার।
প্রার্থীর যোগ্যতা: কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ২য় শ্রেণীর বা সমমানের সিজিপিএসহ স্নাতক ডিগ্রী।
অভিজ্ঞতা: সার্কুলার দেখুন।
বেতন স্কেল: ১১,০০০ থেকে ২৬,৫৯০/-
প্রাইমারি শিক্ষক নিয়োগ
শিক্ষা অধিদপ্তরের প্রজ্ঞাপন অনুযায়ী মোট ৫ ধাপে অনুষ্ঠিত হবে প্রাথমিক শিক্ষক নিয়ােগ পরীক্ষা। আগামী ১ এপ্রিল ২০২২ থেকে শুরু হয়ে এ পরীক্ষা চলবে ০১, ০৮, ১৫, ২২, ২৯ এপ্রিল ২০২২ পর্যন্ত। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অধীনে ঢাকার বিভিন্ন কেন্দ্রে নিয়ােগ পরীক্ষার আয়ােজন করা হবে।
কেন্দ্রের আসনসংখ্যার তথ্য চেয়ে এবং নিয়ােগ পরীক্ষা গ্রহণের জন্য একটি চিঠি প্রকাশিত হয়েছে এ চিঠিতে স্বাক্ষর করেন অতিরিক্ত মহাপরিচালক সােহেল আহমেদ।
প্রাথমিকের নিয়ােগ পরীক্ষা শুরু হবে সকাল ১০টা এবং বিকাল ৩টা থেকে কেন্দ্রীয়ভাবে ঢাকাস্থ বিভিন্ন কেন্দ্রে অনুষ্ঠিত হবে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পঞ্চমধাপে প্রার্থীর সংখ্যা এবং নিয়োগ সংখ্যা অনেক বেশি এ কারণে একাধিক শিক্ষাপ্রতিষ্ঠান নির্বাচন করেছে শিক্ষা অধিদপ্তর।
গত বৃহস্পতিবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, করোনা কলীন দীর্ঘদিন প্রাথমিকের শিক্ষক নিয়ােগ আটকে রয়েছে বিধায় স্কুলগুলােতে শিক্ষক সংকট দেখাগিয়েছে তাই সংকট নিরসনে লক্ষে প্রাথমিকের নিয়ােগ পরীক্ষা সম্পন্য করা হবে।
পূর্বের সার্কুলার অনুসারে ৪৫ হাজার শিক্ষক পদে নিয়ােগের সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। আগামী এপ্রিল মাসের মধ্যেই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়ােগ পরীক্ষার শুরু করা হবে।
দ্রুতো শিক্ষক সংকট নিরসনের জন্য জুলাই মাসে উত্তীর্ণ সকল পরীক্ষার্থীদের নিয়ােগ দেওয়া হবে বলে আশা করা যায়। উল্লেখ্য, গত ২০২০ সালের অক্টোবর মাসে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩২ হাজার ৫৭৭ জন সহকারী শিক্ষকের নিয়ােগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়।