পপি এনজিও নিয়োগ ২০২২

পপি এনজিও নিয়োগ ২০২২ (Popi NGO Job Circular 2022): পিকেএসএফ এর অর্থায়নে পরিচালিত পিপস ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন সংস্থার কর্মসূচীর আওতায় শিক্ষা সহায়তা, স্বাস্থ্যসেবা ও পুষ্টি কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে নিম্নলিখিত পদের জন্য যােগ্যতাসম্পন্ন প্রার্থীদের নিকট থেকে দরখাস্ত আহবান করা যাচ্ছে।

প্রকাশিত পপি এনজিও নিয়োগ ২০২২ সার্কুলারে উদ্যোগ উন্নয়ন কর্মকর্তা পদে অসংখ্য দক্ষ জনবল নিযুক্ত করা হবে। উক্ত পদে বাংলাদেশের সকল জেলা ও বিভাগের প্রার্থীগন আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীকে ডাকযোগের মাধ্যমে আবেদনপত্র প্রেরণ করতে হবে। ডাকযোগ ব্যতিত অন্য কোনো মাধ্যমে আবেদনপত্র গ্রহনযোগ্য নয়। সকল ধরনের চাকরির খবর পেতে ভিজিট করুন jobcirculargov.com

প্রতিষ্ঠানের নাম কী?পপি এনজিও
চাকরির ধরন কী?এনজিও চাকরি
কোন জেলা?সকল জেলা
ক্যাটাগরি কতটি?০১ টি
নিয়োগ সংখ্যা কত?অনির্দিষ্ট
বয়স কত?সর্বোচ্চ ৪০ বছর
আবেদনের মাধ্যম কী?ডাকযোগ
আবেদনের শেষ তারিখ কবে?২৭ জুলাই ২০২২
ওয়েবসাইটpopibd.org

পপি এনজিও নিয়োগ ২০২২

নিম্নে তালিকায় উল্লেখিত পপি এনজিও নিয়োগ সার্কুলারের সংক্ষিপ্ত আকারে উদ্যোগ উন্নয়ন কর্মকর্তা পদের বিবরন তথা সৃজিত পদের নাম, মোট নিয়োগ সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা, বেতন স্কেল, বয়স ও কর্মস্থল ইত্যাদি বিস্তারিত তুলে ধরা হলো।

উদ্যোগ উন্নয়ন কর্মকর্তা পদের বিস্তারিত

  • সৃজিত পদের নাম: উদ্যোগ উন্নয়ন কর্মকর্তা
  • মোট নিয়োগ সংখ্যা: অনির্দিষ্ট
  • শিক্ষাগত যোগ্যতা: স্নাতক ডিগ্রি
  • বেতন স্কেল: ১৬,৩০০/- টাকা
  • বয়স: সর্বোচ্চ ৪০ বছর
  • কর্মস্থল: কিশোরগঞ্জ জেলার ভৈর উপজেলার শিবপুর ইউনিয়ন

Popi NGO Job Circular 2022

আবেদনের ঠিকানাঃ

আগ্রহী প্রার্থীকে ডাকযোগ/ সরাসরি আবেদনপত্র প্রেরণের জন্য আহ্বান করা হচ্ছে। আগামী ২৭/০৭/২০২২ তারিখের মধ্যে উপ-পরিচালক (মানসম্পদ ও প্রশাসন), পিস ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন (পপি), ৫/১১এ, ব্লক-ই, লালমাটিয়া, ঢাকা-১২০৭ ঠিকানায় আবেদনপত্র প্রেরণ করতে হবে।

আবেদনের শর্তাবলী

শর্তাবলীঃ সম্ভাব্য ঋণ কার্যক্রমে প্রার্থীকে নূন্যতম ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটারের অফিস প্রােগ্রাম জানা আবশ্যক। যােগাযােগের সঠিক দক্ষতা থাকতে হবে। প্রত্যন্ত অঞ্চলে কাজ করার মানসিকতা থাকতে হবে। অভিজ্ঞতা নাই এমন প্রার্থীদের আবেদন করার প্রয়ােজন নাই।

দায়িত্বসমূহঃ প্রার্থীকে প্রতি মাসে কমপক্ষে ৩ দিন ভার্মি কম্পােষ্ট ও সমৃদ্ধ বাড়ি পরিদর্শন করে রেজিস্টারে স্বাক্ষর দিতে হবে। প্রতি মাসে সমৃদ্ধ বাড়ি আয় ব্যায়ের তথ্য এবং ভার্মি কম্পােষ্ট উৎপাদনের তথ্য সংশ্লিষ্ট রেজিস্টারে লিখতে হবে। সর্বাপরি ব্যবহৃত ভার্মি কম্পােষ্ট চলমান রাখতে হবে এবং এর ব্যবহার সম্পর্কে সদস্যগণকে জানাতে হবে।

ভার্মি কম্পােষ্ট প্রস্টে কেঁচো গােবর না থাকলে প্রতিবেশীদের নিকট থেকে তা সহরে অন্য সদস্যগণকে উৎসাহিত করাতে হবে। যথাযথ ব্যবহার না হলে উপযুক্ত পরামর্শ দিতে হবে। যেসকল বাড়িতে গেইট নেই সে সকল বাড়িতে গেইট মিস্ত্রির প্রয়াজনীয় ব্যবস্থা নিতে হবে।

পরিবার উন্নয়ন পরিকল্পনা হক সদ্যদের স্বাক্ষর এবং খানা আইডি নং সহ যাবতীয় তথ্য সঠিকভাবে পূরণ করে প্রতিমাসের ২তারিখের মধ্যে সমৃদ্ধি কর্মসূচি সমন্বয়কারীর নিকট জমা দিতে হবে। সকাল (০৯.০০-০১.০০টা) ফিল্ডে অবস্থান করা, সকাল ০৯.০০টার পূর্বেই ফিম্ভে গমন এবং বিকাল ০৫.০০টার পর মুভমেন্ট সমাপ্ত করে অফিস ত্যাগ করতে হবে।

পপি এনজিও নিয়োগ ২০২২

পোস্ট রিলেটেড কিওয়ার্ড (Related searches): পপি এনজিও প্রতিষ্ঠাতা কে, পপি এনজিও ওয়েবসাইট, পপি এনজিওতে নিয়োগ, পপি এনজিও চাকরি, পপি এনজিও লোন, পপি এনজিও উইকিপিডিয়া, পপি এনজিও ময়মনসিংহ

পপি এনজিও কত সালে প্রতিষ্ঠিত, পপি এনজিও কিশোরগঞ্জ, পপি এনজিও নিয়োগ 2022, পপি এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২, পপি এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি 2022, পপি এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি, পপি এনজিও নিয়োগ, পপি এনজিও