পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২: পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র জাতীয় পর্যায়ে একটি বেসরকারী সংস্থা NGO. এটি প্রতিষ্ঠিত হয় ১৯৮৬ সালে প্রতিষ্ঠিত মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি (MRA) কর্তৃক লাইসেন্স প্রাপ্ত। এছাড়াও এটি (PKSF) পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন এর শ্রেষ্ঠ সহযােগী সংস্থা হিসেবে পুরস্কারপ্রাপ্ত এবং বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক সংস্থা কর্তৃক স্বীকৃতিপ্রাপ্ত। উক্ত সংস্থা দেশব্যপী বিভিন্ন সামাজিক উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করছে যেমন: ক্ষুদ্রঅর্থায়ন, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, মৎস্য, পশুসম্পদ ইত্যাদি। সংস্থার ক্ষুদ্রঅর্থায়ন কর্মসূচীর আওতায় ব্রাঞ্চ সম্প্রসারণের লক্ষ্যে ব্রাঞ্চ পর্যায়ে পরিশ্রমী ও বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট থেকে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। আরও নতুন নতুন সকল চাকরির খবর দেখতে এখানে ভিজিট করুন jobcirculargov.com

পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র নিয়োগ ২০২২

বর্তমানে বাংলাদেশে ১৪ টি জোনাল অফিস, ৬১ টি এরিয়া অফিস এবং ৩৫০টি শাখা/প্রকল্প অফিসের মাধ্যমে উন্নয়ন কার্যক্রম পরিচালনা করে থাকে। আপনি যদি উক্ত এনজিওতে চাকরি করতে আগ্রহী হন তাহলে নিম্নে বর্ণিত সকল তথ্য পড়ে আবেদন করুন।

প্রতিষ্ঠানের নামপদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র
এই চাকরির ধরনএনজিও চাকরি
আবেদনের জেলাসকল জেলা
আবেদনে শিক্ষাযোগ্যতাএইচএসসি/স্নাতক/সমমান
ক্যাটাগরি০২ টি
নিয়োগ সংখ্যা৭০০ জন
প্রার্থীর বয়স২৪-৪০ বছর
আবেদন করুনসরাসরি/ডাকযোগে
পরীক্ষার ফি২০০/- টাকা
আবেদনের মেয়াদ শেষ২৫ এপ্রিল ২০২২
খবর (News type)এনজিও চাকরির খবর (Ngo job news)
খবর প্রকাশের তারিখসার্কুলারে উল্লেখিত

পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র নিয়োগ বিজ্ঞপ্তি 2022

Padakhep Human Development Center job Circular 2022: পদক্ষেপ মানবিক উন্নয়ন সংস্থা ১৯৮৬ সালে বরিশাল জেলার একটি ছোট প্রত্যন্ত প্রামে নিজস্ব সম্পদ নিয়ে প্রথম যাত্রা শুরু করে। বর্তমানে এটি জাতীয় পর্যায়ের একটি বেসরকারি উন্নয়ন সংস্থা হিসেবে বিবেচিত হয়েছে এবং সারাদেশে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড পরিচালনা করে আসছে। সাম্প্রতি উক্ত সংস্থার ক্ষুদ্রঅর্থায়ন কর্মসূচীর আওতায় ব্রাঞ্চ ম্যানেজার ও কমিউনিটি ম্যানেজার পদে জনবল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগ্রহী প্রার্থীগন নির্ধারিত তারিখের মধ্যে আবদনপত্র প্রেরণ করুন। নিম্নে আরও বিস্তারিত বর্ণনা করা হলো।

শূন্য পদ: ব্রাঞ্চ ম্যানেজার
পদ সংখ্যা: ৫০ টি
যোগ্যতা: স্নাতক বা সমমান
অভিজ্ঞতা: ক্ষুদ্রঅর্থায়ন কার্যক্রমে ০৪ বছরের অভিজ্ঞতা ও কম্পিউটারে এম এস অফিস ও অটোমেশন কাজ।
বৈধ ড্রাইভিং লাইসেন্স ও নিজস্ব মোটর সাইকেল থাকতে হবে।
বেতন: আলোচনা সাপেক্ষে
কর্মস্থল: বিভাগ/জেলা/উপজেলা/থানা পর্যায়।

শূন্য পদ: কমিউনিটি ম্যানেজার
পদ সংখ্যা: ৬৫০ টি
যোগ্যতা: এইচএসসি বা সমমান
অভিজ্ঞতা: কম্পিউটার কাজ জানা আবশ্যক ও নিজস্ব বাইসাইকেল থাকা।
বৈধ ড্রাইভিং লাইসেন্স ও নিজস্ব মোটর সাইকেল তা অতিরিক্ত যোগ্যতা হিসেবে গণ্য হবে।
বেতন: বিজ্ঞপ্তিতে দেখুন
কর্মস্থল: বিভাগ/জেলা/উপজেলা/থানা পর্যায়।

অফিসিয়াল সার্কুলার ২০২২ পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র

পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র নিয়োগ বিজ্ঞপ্তি

অন্যান্য সুযােগ সুবিধাঃ
১। শিক্ষানবীশকাল (৬ মাস) সমাপ্তি শেষে বর্ধিত বেতনে চাকুরি নিয়মিত করা সহ প্রভিডেন্ট ফান্ড, গ্রাচুইটি, কর্মী কল্যাণ সুবিধা, বছরে ২টি বােনাস, বাংলা নববর্ষ বৈশাখী ভাতা ও বার্ষিক ইনক্রিমেন্ট প্রভৃতি সংস্থর নিয়মানুযায়ী পাবেন।
২। এছাড়াও স্টাফ লােন, লজিস্টিক্স লােন, বদলী ও ভ্রমণ ভাতা, স্বাস্থ্য সুরক্ষা ভাতা, স্টাফদের মেধাবী সন্তানদের বঙ্গবন্ধু উচ্চ শিক্ষা বৃত্তি, সঞ্চয় ও বীমা সুবিধা, কর্মস্থলে আবাসন সুবিধা ও পর্যায়ক্রমে পদোন্নতির ব্যবস্থা রয়েছে।
৩। কার্যক্রম পরিচালনার দক্ষতা অনুসারে প্রার্থীগন ইনসেনটিভ প্রাপ্য হবেন।

আবেদনের নিয়মঃ

আগ্রহী প্রার্থীদের A-4 সাইজের সাদা কাগজে স্বহস্তে লিখিত আবেদন (১নং পদের ক্ষেত্রে অভিজ্ঞতার বিস্তারিত বর্ণনাসহ) ও জীবনবৃত্তান্ত (আপনাকে চিনবেন এমন দুইজন বিশিষ্ট ব্যক্তির নাম, ঠিকানা ও মােবাইল নম্বর ইত্যাদি উল্লেখ পূর্বক), সদ্য তােলা পাসপাের্ট সাইজের ৩ কপি স্পষ্ট রঙিন ছবি (ল্যাব প্রিন্ট), সকল শিক্ষাগত যােগ্যতার সনদ, অভিজ্ঞতার সনদ/ছাড়পত্র, স্থায়ী ঠিকানার স্বপক্ষে নাগরিকত্ব সনদ ও জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি আবশ্যিকভাবে সংযুক্তসহ আগামী ২৫/০৪/২০২২ খ্রিষ্টাব্দ তারিখের মধ্যে আবেদনপত্র প্রেরণ করতে হবে।

পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

আবেদনের শর্তাবলীঃ

  • খামের উপর পদের নাম ও নিজ জেলা উল্লেখ করতে হবে।
  • শুধুমাত্র বাছাইকৃত যােগ্য প্রার্থীদেরকে নিয়ােগ পরীক্ষার সময়সূচী দরখাস্তে প্রদত্ত মােবাইল নম্বরে অবহিত করা হবে।
  • লিখিত পরীক্ষায় অংশগ্রহণের দিন পরীক্ষার ফি বাবদ নগদ ২০০/- টাকা (অফেরতযােগ্য) জমা দিতে হবে।
  • চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীকে যােগদানের সময় সংস্থার অনুকূলে ‘স্টাফ সেভিংস ডিপােজিট’ খাতে ১নং পদের জন্য ১২,০০০/- টাকা এবং ২নং পদের জন্য ৮,০০০/- টাকা নগদে জমা দিতে হবে যা চাকুরী শেষে (নিয়মিত/স্থায়ীকরণ হবার শর্তে) লভ্যাংশসহ ফেরতযােগ্য।
  • চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীর প্রধান অভিভাবক কর্তৃক ৩০০/- টাকার নন জুডিসিয়াল স্ট্যাম্পে লিখিত অঙ্গীকারনামা প্রদান করতে হবে।
  • এছাড়া প্রার্থীর আপনজন/আত্মীয়দের মধ্য থেকে আরাে দুইজন ব্যক্তিকে (সরকারী/আধা সরকারী/বেসরকারী চাকুরীজীবী) সংস্থার নির্ধারিত ফরমে গ্যারান্টার হতে হবে।
  • নিয়ােগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ দেয়া হবে না।
  • যে কোন আবেদনপত্র গ্রহণ/বাতিল এবং নিয়ােগ বিজ্ঞপ্তির শর্তাবলী সংযােজন/শিথিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন।
  • কোন প্রার্থী কোন ক্ষেত্রে ভুল তথ্য প্রদান অথবা সত্য গােপন করলে নিয়ােগ পাবার পরও যে কোন সময় তার নিয়ােগ বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করবেন।
  • যােগ্য মহিলা প্রার্থীদের আবেদন করার ব্যাপারে বিশেষভাবে উৎসাহিত করা যাচ্ছে।
  • নিয়মিতভাবে অধ্যয়নরতদের আবেদন করার প্রয়ােজন নেই।

পোস্ট রিলেটেড কিওয়ার্ড (Post Related Keyword): job Circular 1. পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২, job Circular 2. পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র নিয়োগ বিজ্ঞপ্তি, job Circular 3. পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র নিয়োগ বিজ্ঞপ্তি 2022, job Circular 4. পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র নিয়োগ ২০২২, job Circular 5. পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র নিয়োগ 2022, job Circular 6. পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র নিয়োগ, job Circrlar7. পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র এ চাকরি, job Circular 8. পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র চাকরির খবর ২০২২, job Circular 9. padakhep human development center Job Circular 2022, job Circular 10. padakhep human development center job circular.

Post Related searches: padakhep manabik unnayan kendra job circular, পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র এনজিও, পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র নিয়োগ বিজ্ঞপ্তি