নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

mizan

Updated on:

This image is about-নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২: নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতি, বেগমগঞ্জ এর ০৪ টি শূন্য পদে ০৯ জন ও অনির্দিষ্ট জনবল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। নিম্নে বর্ণিত শূন্য পদসমূহ পূরনের জন্য যোগ্যতাসম্পন্ন বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট থেকে নির্ধারিত ফর্মে নিজ হাতে পূরণকৃত সার্কুলারে বর্ণিত শর্তসাপেক্ষে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। বিজ্ঞপ্তিতে উল্লেখিত জেলার প্রার্থীগন ডাকযোগে/কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদনপত্র প্রেরণ করতে পারবেন। সকল চাকরির খবর দেখতে ভিজিট করুন jobcirculargov.com

নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগ ২০২২

বিজ্ঞপ্তি/নোটিশ সম্পর্কে পদের নাম, পদ সংখ্যা, বেতনও অন্যান্য ভাতা, বয়সসীমা, যোগ্যতা ইত্যাদি ছক আকারে দেখুন।

প্রতিষ্ঠানের নামনোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতি
এই চাকরির ধরনসরকারি চাকরি
আবেদনের জেলাউল্লেখিত জেলা
আবেদনে শিক্ষাযোগ্যতাএসএসসি/এইচএসসি/সমমান
ক্যাটাগরি নাম০৪ টি
নিয়োগ সংখ্যা০৯ জন
প্রার্থীর বয়স১৮-৫২ বছর
আবেদন করুনডাকযোগে/কুরিয়ার সার্ভিস
আবেদনের মেয়াদ শেষ১৭ ও ২০ এপ্রিল ২০২২
ওয়েবসাইটpbs.noakhali.gov.bd
খবর (News type)সরকারি চাকরির খবর (Govt job news)
খবর প্রকাশের তারিখ২৯-০৩-২০২২ ইং

নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগ বিজ্ঞপ্তি 2022

নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ এ চাকরি ইচ্ছুক বিজ্ঞপ্তিতে উল্লেখিত জেলার প্রার্থীগন নির্ধারিত তারিখের মধ্যে নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতি এর ওয়েবসাইট থেকে অথবা নিম্নে বর্ণিত সার্কুলারের নিচে আবেদন ফরম ডাউনলোড বাটনে ক্লিক করে আবেদন ফরম সংগ্রহ করে নিজ হাতে পূরন করে আবেদন করুন। সাদা কাগজে লিখিত বা টাইপকৃত আবেনদপত্র বাতিল বলে গণ্য হবে। নিম্নে এর বিস্তারিত বিবরন দেয়া হলো।

শূন্য পদ: ডাটা এন্ট্রি অপারেটর (মহিলাদের জন্য সংরক্ষিত)
নিয়োগ সংখ্যা: ০২ জন
প্রার্থীর যোগ্যতা: এস.এস.সি/এইচ.এস.সি
বেতন: ১৮,৩০০-৪৬,২৪০/- টাকা
অভিজ্ঞতা: কম্পিউটার চালানোর দক্ষতা;
প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ ও ইংরেজিতে ৩০ শব্দের গতি হতে হবে।
বয়সসীমা: ১৮-৩০ বছর হতে হবে

শূন্য পদ: ড্রাইভার
নিয়োগ সংখ্যা: ০২ জন
প্রার্থীর যোগ্যতা: ন্যূনতম বাংলা লেখা ও পড়া এবং ইংরেজি শব্দ ও সংখ্যা পড়তে সক্ষম হতে হবে।
বেতন: ১৬,৬০০-৪১,৯৫০/- টাকা
অভিজ্ঞতা: বৈধ ড্রাইভিং লাইসেন্স ও গাড়ী চালনায় ০৫ বছরের অভিজ্ঞতা।
পবিস এর স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে
বয়সসীমা: ১৮-৪৫ বছর হতে হবে

শূন্য পদ: অফিস সহায়ক
নিয়োগ সংখ্যা: ০৫ জন
প্রার্থীর যোগ্যতা: এসএসসি/সমমান
বেতন: ১৫,৫০০-৩৯,১৭০/- টাকা
অভিজ্ঞতা: সাইকেল চালনায় পারদর্শী ও নিজস্ব সাইকেল থাকতে হবে
বয়সসীমা: ১৮-৩০ বছর হতে হবে

আবেদনের শেষ তারিখঃ ২০ এপ্রিল ২০২২

নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগ ২০২২ সার্কুলার

নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

সরকারি সার্কুলার পেতে লাইক দিন

নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২
নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২
নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

আবেদনের ঠিকানাঃ
জেনারেল ম্যানেজার,
নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতি,
বেগমগঞ্জ, নোয়াখালী

নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগ 2022

নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতি মিটার রিডার কাম ম্যাসেঞ্জার (চুক্তিভিত্তিক) পদে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আবেদনের জন্য প্রার্থীগন নিম্নে বর্ণিত শর্তসমূহ যোগ্যতা, অভিজ্ঞতা বেতন ইত্যাদি ভাল ভাবে পড়ে বুঝে আবেদন করুন।

শূন্য পদ: মিটার রিডার কাম ম্যাসেঞ্জার
নিয়োগ সংখ্যা: অনির্দিষ্ট
প্রার্থীর যোগ্যতা: প্রার্থীকে যোগ, বিয়োগ, গুন, ভাগ ইত্যাদি সম্পর্কে ধারণা থাকতে হবে এবং সৎ, বিশ্বস্ত হতে হবে।
বেতন: বেতন কাঠামো ২০১৬, বাপ বিবোর্ডের সার্কুলার অনুযায়ী মূল বেতন ও অন্যান্য ভাতাদি প্রদেয়।
অভিজ্ঞতা: বাই-সাইকেল চালনায় পারদর্শী এবং নিজস্ব বাই-সাইকেল থাকতে হবে।
ফেরৎযোগ্য জামানত: ১০,০০০/- টাকা
বয়সসীমা: সর্বোচ্চ ৫২ বছর

আবেদনের শেষ তারিখ: ১৭ এপ্রিল ২০২২

নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

আবেদনের ঠিকানাঃ
জেনারেল ম্যানেজার,
নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতি,
বেগমগঞ্জ, নোয়াখালী

আবেদনের নিয়ম ও শর্তসমূহঃ

আগ্রহী প্রার্থীগণকে নােয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতি, বেগমগঞ্জ, নােয়াখালী-এর ওয়েবসাইট www.pbs.noakhali.gov.bd হতে মিটার রিডার কাম-ম্যাসেঞ্জার (চুক্তিভিত্তিক) এর জন্য নির্ধারিত আবেদন ফরম (ফরম নং- মাসপ ১১০-০০২, ভার্সন-০১) A-4 সাইজের কাগজে ডাউনলােড করে নিজ হাতে যথাযথভাবে পূরণ করে আগামী ১৭ এপ্রিল ২০২২ তারিখ অফিস চলাকালীন সময়ের মধ্যে জেনারেল ম্যানেজার, নােয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতি, বেগমগঞ্জ, নােয়াখালী-এর বরাবরে ডাকযােগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদন পত্র প্রেরণ করতে হবে । নির্দিষ্ট ফরম ব্যতীত এবং উল্লেখিত তারিখের পর প্রাপ্ত কোন আবেদনপত্র গ্রহণযােগ্য হবে না।

মিটার রিডার/ম্যাসেঞ্জার/মিটার রিডার কাম ম্যাসেঞ্জার (চুক্তিভিত্তিক) পদে কাজের অভিজ্ঞতা থাকলে অভিজ্ঞতা সংক্রান্ত সকল পবিসের প্রত্যয়ন পত্র (০৩, ০৬, ০৯, ১২ ও ১৫ বৎসর) আবেদনের সাথে অবশ্যই সংযুক্ত করতে হবে ।
প্রার্থীর বয়সসীমা (১৭/০৪/২০২২ খ্রিঃ তারিখে) সর্বোচ্চ ৫২ বছরের মধ্যে হতে হবে।

প্রার্থীকে পাটিগণিতের মৌলিক বিষয় অর্থাৎ যােগ, বিয়ােগ, গুণ, ভাগ ইত্যাদি সম্পর্কে সম্যক ধারণা থাকতে হবে।
প্রার্থীর নিজস্ব বাই-সাইকেল থাকতে হবে এবং চালনায় পারদর্শী হতে হবে।

চাকুরীতে যােগদানের সময় নিরাপত্তা জামানত বাবদ ১০,০০০/= (দশ হাজার) টাকা জমা দিতে হবে, যা সন্তোষজনক চাকুরী সমাপনান্তে ফেরৎযােগ্য।

নােয়াখালী জেলার স্থায়ী বাসিন্দা এবং নােয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতিতে ইতােপূর্বে যারা চাকুরী করেছেন, তাদের উক্ত পদে আবেদন করার প্রয়ােজন নেই।

নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগ

পোস্ট রিলেটেড কিওয়ার্ড (Post Related Keyword): job Circular 1. নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২, job Circular 2. নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগ বিজ্ঞপ্তি, job Circular 3. নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগ বিজ্ঞপ্তি 2022, job Circular 4. নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগ ২০২২, job Circular 5. নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগ 2022, job Circular 6. নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগ, job Circrlar7. নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতি এ চাকরি, job Circular 8. নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতি চাকরির খবর ২০২২, job Circular 9. Noakhali Palli Bidyut Samiti Job Circular 2022, job Circular 10. Noakhali Palli Bidyut Samiti job circular.

Post Related searches: নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতি সকল কর্মকর্তার মোবাইল নম্বর, নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির টেন্ডার নোটিশ, নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতি মহাব্যবস্থাপক, নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতি, চৌমুহনী, noakhali palli bidyut samity chowmuhani, নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতি, চৌমুহনী