কুড়িগ্রাম-লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগ ২০২২

শেয়ার করুন
Rate this post

কুড়িগ্রাম-লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগ ২০২২-Kurigram-Lalmonirhat Palli Vidyut Samiti Job Circular 2022: সম্প্রতি কুড়িগ্রাম-লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতিতে বিজ্ঞপ্তিতে উল্লেখিত পদে প্রার্থী নিয়োগের উদ্দেশ্যে প্যানেল প্রস্তুতকল্পে নিম্নোক্ত শর্তে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের নিকট হতে আবেদন আহবান করা যাচ্ছে। সকল ধরনের চাকরির খবর পেতে ভিজিট করুন jobcirculargov.com

প্রতিষ্ঠানের নাম কী?কুড়িগ্রাম-লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতি
চাকরির ধরন কী?সরকারি চাকরি
কোন জেলা?বিজ্ঞপ্তিতে উল্লেখিত জেলা
ক্যাটাগরি কতটি?০১ টি
নিয়োগ সংখ্যা কত?বিজ্ঞপ্তিতে উল্লেখিত
বয়স কত?সর্বোচ্চ ৫২ বছর
আবেদনের মাধ্যম কী?ডাকযোগ
আবেদনের শেষ তারিখ কবে?২৬ ডিসেম্বর ২০২২
ওয়েবসাইটhttp://pbs.kurigram.gov.bd/

কুড়িগ্রাম-লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগ ২০২২ সার্কুলার

নিম্নে তালিকায় উল্লেখিত কুড়িগ্রাম-লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগ ২০২২ সার্কুলারের সংক্ষিপ্ত আকারে পদসমূহের বিবরন তথা সৃজিত পদের নাম, নিয়োগ সংখ্যা, বেতন স্কেল ও প্রার্থীর বয়স ইত্যাদি সুশৃঙ্খলভাবে তুলে ধরা হলো।

  • সৃজিত পদের নাম: মিটার রিডার কাম-ম্যাসেঞ্জার
  • নিয়োগ সংখ্যা: বিজ্ঞপ্তিতে উল্লেখিত
  • বেতন স্কেল: পবিস বেতন কাঠামো ২০১৬- এর গ্রেড-১ অনুযায়ী
  • প্রার্থীর বয়স: সর্বোচ্চ ৫২ বছর
কুড়িগ্রাম-লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগ ২০২২
কুড়িগ্রাম-লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগ ২০২২
কুড়িগ্রাম-লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগ ২০২২

Kurigram-Lalmonirhat Palli Vidyut Samiti Job Circular 2022

আবেদনের ঠিকানাঃ

আগ্রহী প্রার্থীদের নির্ধারিত আবেদন ফরমে আগামী ২৬ ডিসেম্বর ২০২২ ইং তারিখের মধ্যে সরাসরি ডাকযোগের মাধ্যমে আবেদনপত্র প্রেরণ করতে হবে। “অফিস চলাকালীন সময়ের মধ্যে জেনারেল ম্যানেজার, কুড়িগ্রাম-লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতি, মুক্তারাম (ত্রিমোহনী), কুড়িগ্রাম”- ঠিকানায় আবেদনপত্র পৌঁছাতে হবে। নির্ধারিত আবেদন ফরম নিচ থেকে ডাউনলোড করুন।

প্রয়োজনীয় শর্তাবলী

আবেদনযোগ্য প্রার্থীর বয়সসীমা সর্বোচ্চ ৫২ বছর। পূর্বে যারা অত্র পবিসে মিটার রিডার/ম্যাসেঞ্জার/মিটার রিডার কাম-ম্যাসেঞ্জার পদে কর্মরত ছিলেন তাদের আবেদন করার প্রয়োজন নাই ৷ অত্র সমিতিতে কর্মরত কর্মকর্তা/কর্মচারীদের স্বামী/স্ত্রীর রক্ত সম্পর্কীয় কেউ আবেদন করতে পারবেন না।

প্রার্থী কর্তৃক প্রেরিত অসম্পূর্ণ বা ভূল আবেদন পত্র সরাসরি বাতিল বলে গণ্য হবে। অত্র পবিসের ভৌগোলিক এলাকার অর্থাৎ কুড়িগ্রাম ও লালমনিরহাট জেলার স্থায়ী বাসিন্দাদের আবেদন করার প্রয়োজন নাই। যদি কোনো প্রার্থীর উক্ত জেলার বাসিন্দা হয়েও আবেদন করে থাকেন তবে তা সরাসরি বাতিল বলে গন্য হবে।

প্রার্থীদের ইতোমধ্যে পুলিশ ভেরিফিকেশন না হয়ে থাকলে চাকুরীতে যোগদানের পর প্রার্থীর প্রাক-পরিচয় ও অন্যান্য তথ্য যাচাই করার জন্য পুলিশ ভেরিফিকেশন করা হবে। যদি পুলিশ ভেরিফিকেশন সন্তোষজনক না হয় তাহলে চুক্তি বাতিল করা হবে। বিজ্ঞপ্তিতে বর্ণিত শর্তাবলী ছাড়া অন্য যে কোন বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।

উল্লেখ্য যে, চুক্তিভিত্তিতে নিয়োগপ্রাপ্ত মিটার রিডার কাম-ম্যাসেঞ্জার এর চাকুরী শুধুমাত্র চুক্তির সময়কালীন মেয়াদের জন্যই বলবৎ থাকবে। এই নিয়োগ কোনো ক্রমেই নিয়মিত হবে না। প্রার্থীদেরকে খামের উপরে পদের নাম স্পষ্টভাবে উল্লেখ করে আবেদন বর্ণিত ঠিকানায় প্রেরন করতে হবে।

কুড়িগ্রাম-লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগ ২০২২ সার্কুলার

পোস্ট রিলেটেড কিওয়ার্ড (Related searches): কুড়িগ্রাম-লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২, কুড়িগ্রাম-লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগ বিজ্ঞপ্তি 2022, কুড়িগ্রাম-লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগ বিজ্ঞপ্তি, কুড়িগ্রাম-লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগ, কুড়িগ্রাম-লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতি, কুড়িগ্রাম-লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগ ২০২২, কুড়িগ্রাম-লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগ 2022।

Related searches: Kurigram-Lalmonirhat Palli Vidyut Samiti Job Circular 2022, Kurigram-Lalmonirhat Palli Vidyut Samiti Job Circular, Kurigram-Lalmonirhat Palli Vidyut Samiti Job, Kurigram-Lalmonirhat Palli Vidyut Samiti, Kurigram-Lalmonirhat Palli Vidyut Samiti Job 2022, Kurigram-Lalmonirhat Palli Vidyut Samiti Circular 2022, Kurigram-Lalmonirhat Palli Vidyut Samiti niyog biggopti 2022, Kurigram-Lalmonirhat Palli Vidyut Samiti.

Leave a Comment

Job Circular Gov