কাজী ফার্মস নিয়োগ ২০২২

কাজী ফার্মস নিয়োগ ২০২২, Kazi Farms niyog 2022 | বাংলাদেশের পোলট্রি শিল্পে বৃহৎ শিল্পপ্রতিষ্ঠান কাজী ফার্মস গ্রুপে শূন্য পদসমূহে বিভিন্ন ক্যাটাগরিতে জনবল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই প্রতিষ্ঠানটি সফলতার সাথে তাদের ব্যবসায় কার্যক্রম পরিচালনা করে আসছে। চাকরি আগ্রহী প্রার্থীগন নির্ধারিত তারিখের মধ্যে ই-মেইল এর মাধ্যমে আবেদন করতে পারবেন। সকল প্রকার চাকরির খবর পেতে ভিজিট করুন jobcirculargov.com

সার্কুলার প্রকাশ করেছেকাজী ফার্মস
এই চাকরির ধরনবেসরকারি চাকরি
আবেদনকারী জেলা৬৪ জেলা
আবেদনে শিক্ষাযোগ্যতাস্নাতক
ক্যাটাগরির সংখ্যা০২ টি
নিয়োগ দেওয়া হবেঅসংখ্য
আবেদন করতে পারবেনঅনলাইন
আবেদনের মেয়াদ শেষ১২, ১৫ সেপ্টেম্বর, ২০২২
ওয়েবসাইটwww.kazifarms.com
খবর (News type)বেসরকারি চাকরির খবর (Non govt job news)

কাজী ফার্মস নিয়োগ ২০২২

কাজী ফার্মস নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে: কাজী ফার্মস্ গ্রুপ বাংলাদেশের অন্যতম এক বৃহৎ কৃষিশিল্প প্রতিষ্ঠান যা  বিভিন্ন রকম উৎপাদন মামগ্রী যেমন: পল্ট্রি, হ্যাচারী, ফিডমিল, আইসক্রীম যাতক খাদ্য, হিমায়িত খাদ্য, তথ্য ও প্রযুক্তি, এবং  মিডিয়া খাতে সফলতা ও সুনামের সাথে ব্যবসা পরিচালনা করছে।দেশ ও জাতীর কল্যান ও প্রবৃদ্ধি বজায় রাখার নিমিত্তে নিম্ন উলিখিত পদসমূহের জন্য আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে।

আবেদনের ঠিকানা: ই-মেইল[email protected]

  • পদরে নামঃ ট্রেইনি অফিসার (Trainee Officer)
  • পদ সংখ্যাঃ ০১ টি
  • বেতনঃ আলোচনা সাপেক্ষে।
  • অভিজ্ঞতা: ১-২ বছরের
  • শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতক (এ্যাকাউন্টিং)।
  • কর্মস্থল: বাংলাদেশের যে কোন স্থানে
  • আবদেরেন শেষ তারিখ: ১২ সেপ্টেম্বর ২০২২
কাজী ফার্মস নিয়োগ 2022
  • পদরে নামঃ সিনিয়র অফিসার
  • পদ সংখ্যাঃ ০১ টি
  • বেতনঃ আলোচনা সাপেক্ষে।
  • অভিজ্ঞতা: ৩-৫ বছরের
  • শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতক (যে কোন বিষয়ে)।
  • কর্মস্থল: বাংলাদেশের যে কোন স্থানে
  • আবদেরেন শেষ তারিখ: ১৫ সেপ্টেম্বর ২০২২
#কাজী ফার্মস নিয়োগ ২০২২

কাজী ফার্মস নিয়োগ 2022

বাংলাদেশ একটি কৃষি শিল্পপ্রতিষ্ঠান কাজী ফার্মস। কাজী ফার্মস তাদের শিল্পপ্রতিষ্ঠানে জনবল বৃদ্ধির লক্ষে ট্রেইনি অফিসার/অফিসার পদে (কাজী ফার্মস নিয়োগ ২০২২/Kazi Farms niyog 2022) নিয়োগ দিবে। আগ্রহীরা প্রার্থীরা আগামী ২৬ মে,২০২২ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবে।

ট্রেইনি অফিসার পদের বিবরন/Description of Trainee Officer Post

পদরে নামঃ ট্রেইনি অফিসার (Trainee Officer)
পদ সংখ্যাঃ অনির্দিষ্ট
বেতনঃ আলোচনা সাপেক্ষে।
গ্রেডঃ পদ অনুসারে।
শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতক (অ্যাকাউন্টিং/ফাইন্যান্স)।

অভিজ্ঞতাঃ কোম্পানির বিভিন্ন ইউনিটসহ সমস্ত নগদ ব্যবস্থাপনা যেমনঃ স্টোর ব্যবস্থাপনা, বিভিন্ন কার্যক্রম সম্পাদন, ইনভেন্টরিগ পরিচালনা করা, দৈনিক ভিত্তিতে নগদ বই/খাতা/বিল/চালান এবং ভাউচার প্রস্তুত করার অভিজ্ঞতা থাকতে হবে। সময়ের রেকর্ড রক্ষণাবেক্ষণ, আপডেট করন, নির্ধারিত বিভাগীয় কার্যক্রমে সহায়তা প্রদান করার সক্ষমতা থাকতে হবে।

অন্যান্য যোগ্যতাঃ এক থেকে দুই বছরের কাজ করার যোগ্যতা থাকতে হবে। নতুন অ্যাকাউন্টিং/ফাইন্যান্স স্নাতকরা আবেদন করতে পারেন। পর্যাপ্ত কম্পিউটিং জ্ঞান থাকতে হবে। গ্রামীণ এলাকায় যেখানে খামার/হ্যাচারি রয়েছে সেখানে কাজ করার মানসিকতা থাকতে হবে।

কাজী ফার্মস নিয়োগ ২০২২ সার্কুলার/Kazi Farms niyog 2022 Circular

সরাসরি সাক্ষাৎকারে চাকরি ২০২২

বর্তমানে ২০২২ সালে বেশিরভাগ কোম্পানির চাকরি সরাসরি সাক্ষাৎকারে চাকরি ২০২২ । কারন কোম্পানি লোক নিয়োগের জন্য যখন কোন নিয়োগ সার্কুলার প্রকাশ করে তখন সার্কুলার পেয়ে চাকরি ইচ্ছুক প্রার্থীকে পরিপূর্ণ জীবনবৃত্তান্ত-সহ কোম্পানির অফিসে সরাসরি সাক্ষাৎকার করতে হয়। এবং স্বশরীরে উপস্থিত হয়ে কোম্পানির প্রতিনিধীর কাছে ইন্টারভিউ/পরীক্ষা দিতে হয়।

ইন্টরভিউ/নির্বাচনী পরীক্ষায় পাস করলে কোম্পানি কর্তৃপক্ষ পরীক্ষায় পাস করার কথা প্রার্থীকে মোবাইল ফোনে এসএমএস (SMS) এর মাধ্যমে জানিয়ে-দেয়। সর্বশেষ অ্যাপয়েন্টমেন্ট লেটার/জয়েন লেটার কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে নির্বাচনি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীকে চাকরিতে যোগদান করার জন্য আহবান জানায়।

সৃজিত পদ: সহকারী সুপার ভাইজার
পদের সংখ্যা: অনির্দিষ্ট
প্রার্থীর যোগ্যতা: এসএসসি
অভিজ্ঞতা: তিন বছরের অভিজ্ঞতা
বেতন স্কেল: আলোচনা সাপেক্ষে।

.

.নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

সরকারি সার্কুলার পেতে লাইক।

বেতনঃ আলােচনা সাপেক্ষে।

অন্যান্য সকল সুবিধাদিঃ কোম্পানীর পলিসি মোতাবেক প্রদান করা হবে।

প্রার্থীর বয়সঃ ১৮ হতে ৩৫ বছর এবং ১, ৫, ৬, ৭, ৮, ১০ ও ১১ নং পদের জন্য বয়সসিমা শিথিলযোগ্য

ইল্লেখ্য ২, ৩ এবং ৪ নং পদের জন্য পুরুষ ও মহিলা উভয়ই আবেদন করতে পারবেন।

উচ্চতা শুধুমাত্র নিরাপত্তা প্রহরীর পদের জন্য পুরুষ: ৫/ ৬ ফিট এবং ৫/ ফিট হতে হবে।

সকল আগ্রহী প্রার্থীগণকে পূর্নাঙ্গ জীবন বৃত্তান্ত ও সকল শিক্ষাগত যােগ্যতা, অভিজ্ঞতা এবং (ক) চারিত্রিক সনদ (খ) নাগরিক সনদপত্র (গ) জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি ও সদ্য তােলা দুই কপি পাসপাের্ট সাইজের রঙীন ছবি ইল্লেখিত ঠিকানায় পাঠাতে হবে। আবেদন পাঠানোর ঠিকানা:  চট্টগ্রাম হ্যাচারী: কাজী ফার্মস লিমিটেড (ইউনিট-০৪), আলী চৌধুরী পাড়া, বাড়বকুন্ড, সীতাকুন্ড, চট্টগ্রাম। নিম্নলিখিত ঠিকানায় অথবা ই- মেইলের মাধ্যমে আবেদনপত্র পাঠাতে আহবান করা যাচ্ছে। আবেদনপত্র পাঠানোর শেষ তারিখ ২৫/০৩/২০২২ ইং।

** ই-মেইল: [email protected]

বিঃ দ্রঃ লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রর্থীকে  টি.এ/ ডি.এ প্রদান করা হবে না।

* স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রীধারীদের আবেদন করার প্রয়ােজন নেই।

* ডাকযােগে প্রেরিত সকল আবেদনের ক্ষেত্রে খামের উপর অবশ্যই পদের নাম লিখতে হবে।

 ই-মেইল এ আবেদনের ক্ষেত্রে সকল প্রার্থীকে সাবজেক্ট লাইন ঘরে পদের নাম অবশ্যই উল্লেখ করতে হবে।

আবেদনের ঠিকানা: চট্টগ্রাম হ্যাচারী: কাজী ফার্মস লিমিটেড (ইউনিট-০৪), আলী চৌধুরী পাড়া, বাড়বকুন্ড, সীতাকুন্ড, চট্টগ্রাম।

কাজী ফার্মস নিয়োগ ২০২২

কাজী ফার্মস নিয়োগ ২০২২: কাজী ফার্মস নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত বিবরন পদের নাম, পদ সংখ্যা, শিক্ষাগত যোগতা, কর্মস্থল, ইত্যাদি নিম্নে দেয়া হলো। আগ্রহী প্রার্থীগন পূর্নাঙ্গ জীবন বৃত্তান্ত, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, চারিত্রিক ও নাগরিক সনদপত্র, জতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি ও দুই কপি পাসপোর্ট সাইজের ছবিসহ আগামী ১৮/০৩/২০২২ তারিখের মধ্যে অফিসিয়াল বিজ্ঞপ্তিতে উল্লেখিত ঠিনায় অথবা ই-মেইলের মাধ্যমে আবেদনপত্র প্রেরণ করুন। আরও বিস্তারিত জানতে নিম্নে দেখুন।

সৃজিত পদ: সহকারী সুপারভাইজার (ফার্মস ও হ্যাচারী)
পদের সংখ্যা: অনির্দিষ্ট
প্রার্থীর যোগ্যতা: এইচ.এস.সি।
কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে।
বেতন স্কেল: আলোচনা সাপেক্ষে।

সৃজিত পদ: শেড ওয়ার্কার (ফার্মস)
পদের সংখ্যা: অনির্দিষ্ট
প্রার্থীর যোগ্যতা: অষ্টম শ্রেণী।
বেতন স্কেল: আলোচনা সাপেক্ষে।

সৃজিত পদ: শেড ওয়ার্কার (লেয়ার ফার্মস ও হ্যাচারী)
পদের সংখ্যা: অনির্দিষ্ট
প্রার্থীর যোগ্যতা: অষ্টম শ্রেণী/এস.এস.সি।
বেতন স্কেল: আলোচনা সাপেক্ষে।

সৃজিত পদ: নিরাপত্তা প্রহরী
পদের সংখ্যা: অনির্দিষ্ট
প্রার্থীর যোগ্যতা: অষ্টম শ্রেণী/এস.এস.সি।
বেতন স্কেল: আলোচনা সাপেক্ষে।

সৃজিত পদ: কুক (বাবুর্চি)
পদের সংখ্যা: অনির্দিষ্ট
প্রার্থীর যোগ্যতা: অষ্টম শ্রেণী/পিএসসি।
বেতন স্কেল: আলোচনা সাপেক্ষে।

কাজী ফার্মস নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

সৃজিত পদ: লন্ডী ম্যান/ওয়াশ ম্যান
পদের সংখ্যা: অনির্দিষ্ট
প্রার্থীর যোগ্যতা: অষ্টম শ্রেণী।
বেতন স্কেল: আলোচনা সাপেক্ষে।

সৃজিত পদ: ট্রাক্টর ড্রাইভার/পে-লোডার অপারেটর
পদের সংখ্যা: অনির্দিষ্ট
প্রার্থীর যোগ্যতা: অষ্টম শ্রেণী। অভিজ্ঞতা: ড্রাইভিং এ ২ বছরের অভিজ্ঞতা এবং লাইসেন্স থাকতে হবে।
বেতন স্কেল: আলোচনা সাপেক্ষে।

সৃজিত পদ: হেলপার (কুক, ট্রাক্টর, পে-লোডার)
পদের সংখ্যা: অনির্দিষ্ট
প্রার্থীর যোগ্যতা: অষ্টম শ্রেণী।
বেতন স্কেল: আলোচনা সাপেক্ষে।

সৃজিত পদ: ইলেকট্রিশিয়ান/টেকনিশিয়ান/জেনারেটর অপারেটর
পদের সংখ্যা: অনির্দিষ্ট
প্রার্থীর যোগ্যতা: অষ্টম শ্রেণী/এস.এস.সি/ভোকেশনাল। অভিজ্ঞতা: পোল্টি ফার্মে ০৫ বছরের অভিজ্ঞতা।
বেতন স্কেল: আলোচনা সাপেক্ষে।

KAZI Farms Job Circular 2022

সৃজিত পদ: জুনিয়র টেকনিশিয়ান/জুনিয়র ইলেকট্রিশিয়ান
পদের সংখ্যা: অনির্দিষ্ট
প্রার্থীর যোগ্যতা: অষ্টম শ্রেণী/এস.এস.সি/ভোকেশনাল।
বেতন স্কেল: আলোচনা সাপেক্ষে।

সৃজিত পদ: সহকারী মেশিন অপারেটর (হ্যাচারী)
পদের সংখ্যা: অনির্দিষ্ট
প্রার্থীর যোগ্যতা: এইচ.এস.সি।
বেতন স্কেল: আলোচনা সাপেক্ষে।

কাজী ফার্মস নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

সৃজিত পদ: টেকনিশিয়ান (RAC)
পদের সংখ্যা: অনির্দিষ্ট
প্রার্থীর যোগ্যতা: অষ্টম শ্রেণী।
বেতন স্কেল: আলোচনা সাপেক্ষে।

সৃজিত পদ: টেকনিশিয়ান (ফিস হ্যাচারী)
পদের সংখ্যা: অনির্দিষ্ট
প্রার্থীর যোগ্যতা: অষ্টম শ্রেণী। অভিজ্ঞতা: ফিস হ্যাচারীতে ০২ বছরের অভিজ্ঞতা।
বেতন স্কেল: আলোচনা সাপেক্ষে।

সৃজিত পদ: সুপারভাইজার (ফিস হ্যাচারী)
পদের সংখ্যা: অনির্দিষ্ট
প্রার্থীর যোগ্যতা: এস.এস.সি/এইচ.এস.সি। অভিজ্ঞতা: ফিস হ্যাচারীতে ০৩ বছরের অভিজ্ঞতা।
বেতন স্কেল: আলোচনা সাপেক্ষে।

আবেদনের যোগ্যতা: বেতন : আলােচনা সাপেক্ষে। অন্যান্য সুবিধাদি : কোম্পানীর নিয়ম মােতাবেক প্রদান করা হবে। বয়স : ১৮-৩৫ বছর (১, ৫, ৬, ৭, ৯, ১১, ১২, ১৩ এবং ১৪নং পদের জন্য বয়স শিথিলযােগ্য)। ২, ৩, ৪ এবং ৫নং পদের জন্য মহিলাদের অগ্রাধিকার দেয়া হবে। উচ্চতা (শুধুমাত্র নিরাপত্তা প্রহরীর ক্ষেত্রে) : ৫-৬“পুরুষ, ৫মহিলা।

আবেদনের জন্য প্রয়োজনীয়ঃ আগ্রহী প্রার্থীগণকে পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্তের সাথে সকল শিক্ষাগত যােগ্যতা, অভিজ্ঞতা, চারিত্রিক ও নাগরিক সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের (বাধ্যতামূলক) সত্যায়িত ফটোকপি ও সদ্য তােলা দুই কপি পাসপাের্ট সাইজের রঙ্গীন দুবি সহ আগামী ১৮/০৩/২০১২ ইং তারিখের মধ্যে নিম্নলিখিত ঠিকানায় অথবা ই-মেইলের মাধ্যমে আবেদনপত্র পাঠাতে আহ্বান করা যাচ্ছে।

নিজ নিজ জেলার আবেদনের ঠিকানা

কাজী ফার্মস নিয়োগ ২০২২ রংপুর

  • রংপুর বাসীর জন্য আবেদনের ঠিকানা: আবেদন ইচ্ছুক সকল রংপুর বাসী নিম্ন ঠিকানায় আবেদন করতে হবে। রংপুর আঞ্চলিক কার্যালয়, কাজী ফার্মস, বাড়ি নং-২৯, ডানকান ভবন, সিও বাজার, রংপুর-৫৪০১।

কাজী ফার্মস নিয়োগ ২০২২ দিনাজপুর

  • দিনাজপুর বাসীর গন যে ঠিকানায় আবেদন করবেন: আবেদন ইচ্ছুক সকল দিনাজপুর বাসীগনকে বর্ণিত ঠিকানায় আবেদন করতে বলা হলো। দিনাজপুর সিবিএফ ব্রাঞ্চ, কাজী ফার্মস, পুর্ব সাদিপুর (পদক্ষেপ অফিসের পাশে), দশমাইল, ৫নং সুন্দরপুর, কাহারোল, দিনাজপুর।

কাজী ফার্মস নিয়োগ ২০২২ বগুরা

  • বগুড়া বাসীরা যে ঠিকানায় আবেদন করবেন: আবেদন ইচ্ছুক সকল বগুড়া বাসী বর্ণিত ঠিকানায় আবেদন করতে পারবেন। বগুড়া সেলস অফিস, কাজী ফার্মস, আজিজ প্যালেস-২(২য় তলা), প্রধান সড়ক, উপশহর, নিশিন্দারা, বগুড়া।

কাজী ফার্মস নিয়োগ ২০২২ কুড়িগ্রাম

  • সকল কুড়িগ্রাম বাসীরা উল্লেখিত ঠিকানায় আবেদন করবেন: আবেদন ইচ্ছুক সকল কুড়িগ্রাম বাসী বর্ণিত ঠিকানায় আবেদন করতে বলা হলো। কুড়িগ্রাম সিবিএফ ব্রাঞ্চ: কন্ট্রাক্ট ব্রয়লার ফার্মিং, পলাশবাড়ী উপজেলা চত্বরের পেছনে, খলিলগঞ্জ, কুড়িগ্রাম সদর, কুড়িগ্রাম।

কাজী ফার্মস নিয়োগ ২০২২ নাটোর

  • নাটোর বাসীদের আবেদনের ঠিকানা: আবেদন ইচ্ছুক সকল নাটোর বাসী বর্ণিত ঠিকানায় আবেদন করতে পারবেন। নাটোর সিবিএফ ব্রাঞ্চ: কন্ট্রাক্ট ব্রয়লার ফার্মিং, মদিনা পেট্রোল পাম্পের উত্তর পাশে, বনপাড়া, বড়াইপাড়া, নাটোর।

কাজী ফার্মস নিয়োগ ২০২২ সিলেট

  • সিলেট বাসীদের আবেদনের ঠিকানা: আবেদন ইচ্ছুক সকল সিলেট বাসী আবেদন করুন এই ঠিকানায়। সিলেট আঞ্চলিক কার্যালয়, কাজী ফার্মস, আব্দুল হাই মঞ্জিল, শ্রীমঙ্গল রোড, জগন্নাথপুর, সদর, মৌলভীবাজার।

কাজী ফার্মস নিয়োগ ২০২২ শ্রীমঙ্গল

  • শ্রীমঙ্গল বাসীদের জন্য আবেদনের ঠিকানা: আবেদন ইচ্ছুক সকল শ্রীমঙ্গল বাসীদের বর্ণিত ঠিকানায় আবেদন করতে হবে। শ্রীমঙ্গল হ্যাচারী: কাজী ফার্মস লিমিটেড (ইউনিট-৫৫), ভুনবীর, থানা : শ্রীমঙ্গল, মৌলভীবাজার ।

কাজী ফার্মস নিয়োগ ২০২২ গাজীপুর

  • গাজীপুর বাসীদের আবেদনের ঠিকানা: আবেদন ইচ্ছুক সকল গাজীপুর বাসী বর্ণিত ঠিকানায় আবেদন করতে পারবেন। গাজীপুর আঞ্চলিক কার্যালয়, কাজী ফার্মস, রিয়াজ উদ্দিন সরকারের বাড়ি, গাজীপুর(নয়নপুর বাজার), মাওনা, শ্রীপুর, গাজীপুর।

কাজী ফার্মস নিয়োগ

কাজী ফার্মস নিয়োগ ২০২২ ময়মনসিংহ

  • ময়মনসিংহ বাসীদের আবেদনের ঠিকানা: আবেদন ইচ্ছুক সকল ময়মনসিংহ বাসীদের বর্ণিত ঠিকানায় আবেদন করতে হবে। ময়মনসিংহ সেলস অফিস: কাজী ফার্মস চিকস এন্ড ফিড সেলস সেন্টার, ৪০, আমিরাবাদ আবাসিক এলাকা,মাসকান্দা, ময়মনসিংহ সদর, ময়মনসিংহ।

কাজী ফার্মস নিয়োগ ২০২২ নালিতাবাড়ি

  • নালিতাবাড়ি বাসীদের আবেদনের ঠিকানা: আবেদন ইচ্ছুক সকল নালিতাবাড়ি বাসী বর্ণিত ঠিকানায় আবেদন করুন। নালিতাবাড়ি সেলস অফিস: গ্রাম: দক্ষিণ রাণীগাঁও, ডাকঘর+থানা: নালিতাবাড়ি, জেলাঃ শেরপুর।

কাজী ফার্মস নিয়োগ ২০২২ জামালপুর

  • জামালপুর বাসীদের আবেদনের ঠিকানা: আবেদন ইচ্ছুক সকল জামালপুর বাসী বর্ণিত ঠিকানায় আবেদন করুন। জামালপুর সেলস অফিস: কাজী ফার্মস চিকস এন্ড ফিড সেলস সেন্টার,(ড্রিম হাউজ) পূর্ব ফুলবাড়িয়া, শাহাপুর, জামালপুর সদর, জামালপুর।

কাজী ফার্মস নিয়োগ ২০২২ ফরিদপুর

  • ফরিদপুর বাসীদের আবেদনের ঠিকানা: ফরিদপুর চিকস এন্ড ফিড সেলস সেন্টার, খন্দকার মঞ্জিল, বাড়ি নং – ৯/ক, পশ্চিম খাবাসপুর, বরিশাল রোড, | ফরিদপুর সদর, ফরিদপুর-৭৮০০।

কাজী ফার্মস নিয়োগ ২০২২ বাটিকামারী

  • বাটিকামারী বাসীদের আবেদনের ঠিকানা: বাটিকামারী হ্যাচারী, কাজী ফার্মস, বাটিকামারী, নারায়ণপুর, চৌগাছা, যশোর।

কাজী ফার্মস নিয়োগ ২০২২ বরিশাল

  • বরিশাল বাসীদের আবেদনের ঠিকানা: আবেদন ইচ্ছুক সকল বরিশাল বাসী বর্ণিত ঠিকানায় আবেদন করুন। বরিশাল হ্যাচারী: কাজী ফার্মস লিমিটেড (ইউনিট-২০), পশ্চিম নারায়নপুর, ভারুকাঠী, উজিরপুর, বরিশাল।

কাজী ফার্মস নিয়োগ ২০২২ শিবপুর

  • শিবপুর বাসীদের আবেদনের ঠিকানা: আবেদন ইচ্ছুক সকল শিবপুর বাসী বর্ণিত ঠিকানায় আবেদন করুন। শিবপুর হ্যাচারী: কাজী ফার্মস লিমিটেড (ইউনিট-১৫), শ্রীফুলিয়া, নৌকাঘাটা, শিবপুর, নরশিংদী।

কাজী ফার্মস নিয়োগ ২০২২ গজারিয়া

  • গজারিয়া বাসীদের আবেদনের ঠিকানা: আবেদন ইচ্ছুক সকল গজারিয়া বাসী বর্ণিত ঠিকানায় আবেদন করুন। গজারিয়া ফিড মিল: কাজী গ্র্যান্ড প্যারেন্টস লিমিটেড, (গজারিয়া ফিড মিল), চর বাউশিয়া, গজারিয়া, মুন্সিগঞ্জ।

কাজী ফার্মস নিয়োগ ২০২২ সাভার

  • কাজী ফুডস্ ইন্ডাস্ট্রিজ লিমিটেড-ফ্যাক্টরী, আশুলিয়া, সরকার মার্কেট (নারী ও শিশু হাসপাতালের পাশে) বেরন, সাভার, ঢাকা।

কাজী ফার্মস নিয়োগ ২০২২ চট্টগ্রাম

  • চট্টগ্রাম বাসীদের আবেদনের ঠিকানা: আবেদন ইচ্ছুক সকল চট্টগ্রাম বাসী বর্ণিত ঠিকানায় আবেদন করুন। চট্টগ্রাম হ্যাচারী: কাজী ফার্মস লিমিটেড (ইউনিট-০৪), আলী চৌধুরী পাড়া, বাড়বকুন্ড, সীতাকুন্ড, চট্টগ্রাম।

কাজী ফার্মস নিয়োগ ২০২২ কুমিল্লা

  • কুমিল্লা বাসীদের আবেদনের ঠিকানা: কুমিল্লা বাসীদের আবেদনের ঠিকানা: আবেদন ইচ্ছুক সকল কুমিল্লা বাসী বর্ণিত ঠিকানায় আবেদন করুন। কুমিল্লা হ্যাচারী: কাজী ফার্মস লিমিটেড (ইউনিট-৩৬), বড় ধর্মপুর, লালমাই, সদর দক্ষিণ, কুমিল্লা।

কাজী ফার্মস গ্রুপ

পোস্ট রিলেটেড কিওয়ার্ড (Post Related Keyword): job Circular 1. কাজী ফার্মস নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২, job Circular 2. কাজী ফার্মস নিয়োগ বিজ্ঞপ্তি, job Circular 3. কাজী ফার্মস নিয়োগ বিজ্ঞপ্তি 2022, job Circular 4. কাজী ফার্মস নিয়োগ ২০২২, job Circular 5. কাজী ফার্মস নিয়োগ 2022, job Circular 6. কাজী ফার্মস নিয়োগ, job Circrlar7. কাজী ফার্মস এ চাকরি, job Circular 8. কাজী ফার্মস চাকরির খবর ২০২২, job Circular 9. KAZI Farms Job Circular 2022, job Circular 10. KAZI Farms job circular.

Post Related searches: কাজী ফার্মস নিয়োগ ২০২২ পঞ্চগড়, কাজী ফার্মস নিয়োগ 2022, কাজী ফার্মস ড্রাইভার নিয়োগ, কাজী ফার্মস নিয়োগ ২০২2, কাজী ফার্মস লিমিটেড প্রথম আলো চাকরির খবর, কাজী ফার্মস এর মালিক, কাজী ফার্মস গ্রুপ, কাজী ফার্মস নিয়োগ ২০২১, কাজী ফার্মস নিয়োগ ২০২১ রংপুর, কাজী ফার্মস নিয়োগ ২০২২ রংপুর, কাজী ফার্মস নিয়োগ 2022 রংপুর, কাজী ফার্মস নিয়োগ ২০২ রংপুর, কাজী ফার্মস নিয়োগ বিজ্ঞপ্তি ট২২।