গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগ বিজ্ঞপ্তি 2022

শেয়ার করুন
5/5 - (1 vote)

গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগ বিজ্ঞপ্তি 2022-Gazipur Palli bidyut Samiti Job Circular 2022: রিসেন্ট গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি কর্তৃপক্ষ কর্তৃক নিয়োগ সার্কুলার প্রকাশিত হয়েছে। “কাজ নাই মজুরী নাই” ভিত্তিতে নিম্নোক্ত শর্তে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে “বিলিং সহকারী” পদে শূণ্যপদ পূরনে যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের নিকট হতে ডাকযোগে আবেদন আহ্বান করা যাচ্ছে। সকল ধরনের চাকরির খবর পেতে ভিজিট করুন jobcirculargov.com

প্রতিষ্ঠান?গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি
চাকরির ধরন?সরকারি চাকরি
জেলা?বিজ্ঞপ্তিতে উল্লেখিত জেলা
ক্যাটাগরি ?০১ টি
নিয়োগ সংখ্যা ?০৫ জন
বয়সসীমা?১৮-৩০ বছর
আবেদনের মাধ্যম?ডাকযোগ
আবেদনের শেষ তারিখ?৩১ ডিসেম্বর ২০২২
ওয়েবসাইটhttp://pbs1.gazipur.gov.bd/
গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগ বিজ্ঞপ্তি 2022

গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগ 2022 সার্কুলার

নিম্নে তালিকায় উল্লেখিত গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগ 2022 সার্কুলারের সংক্ষিপ্ত আকারে পদসমূহের বিবরন তথা খালি পদের নাম, মোট নিয়োগ সংখ্যা, প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা, মজুরী, বয়স ও জেন্ডার ইত্যাদি সুশৃঙ্খলভাবে তুলে ধরা হলো।

  1. পদের নাম: বিলিং সহকারী
  2. নিয়োগ সংখ্যা: ০৫ জন
  3. শিক্ষাগত যোগ্যতা: এস.এস.সি/ এইচ.এস.সি পাশ
  4. মজুরী: ৮০০/- (দৈনিক)
  5. বয়স: ১৮-৩০ বছর
  6. জেন্ডার: মহিলা
গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগ বিজ্ঞপ্তি 2022
গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগ বিজ্ঞপ্তি 2022
গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগ বিজ্ঞপ্তি 2022
গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগ বিজ্ঞপ্তি 2022

গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগ বিজ্ঞপ্তি 2022

আবেদনের ঠিকানাঃ

আবেদনে আগ্রহী প্রার্থীদেরকে আগামী ৩১ ডিসেম্বর ২০২২ ইং তারিখে অফিস চলাকালীন সময়ের মধ্যে ডাকযোগে আবেদনপত্র প্রেরণ করতে হবে। প্রার্থীদেরকে নির্ধারিত আবেদন ফরমে “সিনিয়র জেনাবেল ম্যানেজার, গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১, চন্দনা, গাজীপুর”- ঠিকানায় আবেদনপত্র পৌঁছাতে হবে। সরাসরি কোন আবেদনপত্র গৃহীত হবে না। আবেদন ফরম নিচ থেকে ডাউনলোড করুন।

প্রয়োজনীয় শর্তাবলী

নির্ধারিত আবেদন ফর্মটি আবেদনকারীকে স্বহস্তে পূরণ করতে হবে। যদি কোন প্রার্থীর ক্ষেত্রে আবেদনপত্রের কোন অংশ প্রযোজ্য না হয় সেক্ষেত্রে “প্রযোজ্য নয়” উল্লেখ করতে হবে। প্রার্থীদের আবেদনপত্রের সাথে বিজ্ঞপ্তিতে উল্লেখিত সকল প্রয়োজনীয় কাগজপত্রাদী অবশ্যই সংযুক্ত করতে হবে।

নিয়োগ প্রদানকালীন বর্ণিত শূণ্য পদের সংখ্যা কম বা বেশী হতে পারে। এই নিয়োগ সম্পূর্ন অস্থায়ী, এবং ভবিষ্যতে কোন ক্রমেই এই নিয়োগ স্থায়ী করা হবে না। সংশ্লিষ্ট বিষয়ে প্রার্থীর কোন দাবী গ্রহনযোগ্য হবে না। কর্তৃপক্ষের যতদিন প্রয়োজন ততদিন “কাজ নাই মজুরী নাই” ভিত্তিতে এ নিয়োগ বলবৎ থাকবে।

নিয়োগকারী কর্তৃপক্ষ কোন কারন দর্শানো ব্যতিরেকে আবেদন গ্রহণ বা বাতিলের অধিকার সংরক্ষন করেন। আবেদনকারীদেরকে ডাকযোগে প্রেরিত প্রবেশপত্রের মাধ্যমে নিয়োগ পরীক্ষার তারিখ জানানো হবে। চাকুরীতে যোগদানের পর প্রার্থীর প্রাক-পরিচয় ও অন্যান্য তথ্য যাচাই করার জন্য পুলিশ ভেরিফিকেশন সম্পাদন করা হবে।

রিপোর্ট সন্তোষজনক না হলে অনুমতিপত্র বাতিল পূর্বক অব্যাহতি প্রদান করা হবে। প্রার্থীদের লিখিত, মৌখিক ও ব্যবহারিক পরীক্ষার ভিত্তিতে বাছাই করা হবে। গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর আওতাধীন যে কোন অফিসে প্রার্থীকে চাকুরী করতে বাধ্য থাকতে হবে। নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।

গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগ 2022 সার্কুলার

পোস্ট রিলেটেড কিওয়ার্ড (Related searches): গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি লোডশেডিং, গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি ১ লোডশেডিং তালিকা, গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি ফোন নাম্বার, গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি নাম্বার, গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২, গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগ বিজ্ঞপ্তি 2022, গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগ বিজ্ঞপ্তি, গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগ, গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি।

Related searches: Gazipur Palli Vidyut Samiti Job Circular 2022, Gazipur Palli Vidyut Samiti Job Circular, Gazipur Palli Vidyut Samiti Job, Gazipur Palli Vidyut Samiti, Gazipur Palli Vidyut Samiti Job 2022, Gazipur Palli Vidyut Samiti Circular 2022, Gazipur Palli Vidyut Samiti niyog biggopti 2022, Gazipur Palli Vidyut Samiti niyog biggopti, Gazipur Palli Vidyut Samiti niyog, Gazipur Palli Vidyut Samiti niyog 2022.

Leave a Comment

Job Circular Gov