দিশা এনজিও নিয়োগ ২০২২

শেয়ার করুন
Rate this post

দিশা এনজিও নিয়োগ ২০২২-Disha NGO Job Circular 2022: বর্তমানে পিকেএসএফ ও বিভিন্ন সরকারি-বেসরকারি ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠানের সহায়তায় পরিচালিত ক্ষুদ্রঋণ কার্যক্রম বাস্তবায়নের জন্য নিম্নবর্ণিত শর্তসাপেক্ষে শূণ্যপদ পূরণে জনবল নিয়োগ দেওয়া হবে। সকল জেলা ও বিভাগের প্রার্থীগন আবেদন করতে পারবেন।

প্রার্থীদেরকে বাংলাদেশের যে কোন অঞ্চলে গ্রামীণ জনগোষ্ঠির সাথে কাজ করতে আগ্রহী থাকতে হবে। নির্বাচিত প্রার্থীদের সরাসরি মাঠ পর্যায়ে সমিতি গঠনের মাধ্যমে গ্রামীণ জনগোষ্টির মধ্যে ঋণ বিতরন, আদায় ও সঞ্চয় কার্যক্রম পরিচালনা করতে হবে। সকল ধরনের আবডেট চাকরির খবর পেতে ভিজিট করুন jobcirculargov.com

প্রতিষ্ঠানের নাম কী?দিশা এনজিও
চাকরির ধরন কী?এনজিও চাকরি
কোন জেলা?সকল জেলা
ক্যাটাগরি কতটি?০৩ টি
নিয়োগ সংখ্যা কত?৩০০ জন
বয়স কত?২৪-৩৫ বছর
আবেদনের মাধ্যম কী?ডাকযোগ
আবেদনের শেষ তারিখ কবে?১০ ডিসেম্বর ২০২২
ওয়েবসাইটhttp://www.disabd.org/

দিশা এনজিও নিয়োগ ২০২২ সার্কুলার

দিশা এনজিও নিয়োগ ২০২২ সার্কুলারের সংক্ষিপ্ত বিবরণ যেমন: শূন্য পদসমূহের নাম, নিয়োগ সংখ্যা, বেতন ও বয়স ইত্যাদি বিস্তারিত আকারে তুলে ধরা হলো।

১। সিনিয়র ক্রেডিট অফিসার (গ্রেড-০৩)

  • শূণ্য পদের নাম: সিনিয়র ক্রেডিট অফিসার
  • নিয়োগ সংখ্যা: বিজ্ঞপ্তিতে উল্লেখিত
  • বেতন: ১৮,০০০-২৪,২২০/- টাকা
  • বয়স: ২৪-৩৫ বছর

২। ক্রেডিট অফিসার (গ্রেড-০১)

  • শূণ্য পদের নাম: ক্রেডিট অফিসার
  • নিয়োগ সংখ্যা: বিজ্ঞপ্তিতে উল্লেখিত
  • বেতন: ১৭,০০০-২৩,৪০০/- টাকা
  • বয়স: ২৪-৩৫ বছর

৩। ক্রেডিট অফিসার (গ্রেড-০২)

  • শূণ্য পদের নাম: ক্রেডিট অফিসার
  • নিয়োগ সংখ্যা: বিজ্ঞপ্তিতে উল্লেখিত
  • বেতন: ১৬,০০০-২২,৩২০/- টাকা
  • বয়স: ২৪-৩৫ বছর
দিশা এনজিও নিয়োগ ২০২২
দিশা এনজিও নিয়োগ ২০২২

Disha NGO Job Circular 2022

আবেদনের ঠিকানাঃ

আগ্রহী প্রার্থীদেরকে আগামী ১০ ডিসেম্বর ২০২২ ইং তারিখের মধ্যে পরিচালক দিশা, ই/১০, বর্ধিত পল্লবী, মিরপুর সাড়ে এগার, ঢাকা-১২১৬ এই ঠিকানায় আবেদনপত্র ডাকযোগে প্রেরণ করতে হবে। প্রার্থীদেরকে আবেদনপত্র খামের উপর পদের নাম অবশ্যই উল্লেখ করতে হবে।

প্রয়োজনীয় শর্তাবলী

আবেদনে আগ্রহী প্রার্থীদেরকে শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের সত্যায়িত কপি, জাতীয় পরিচয় পত্রের ফটোকপি, সদ্য তোলা ২ কপি পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবি ও মোবাইল নাম্বারসহ দরখাস্তে প্রেরণ করতে হবে। নির্বাচিত প্রার্থীদের মাঠ পর্যায়ে দায়িত্ব পালনের জন্য অবশ্যই বাই-সাইকেল অথবা মোটর সাইকেল ব্যবহার করতে হবে।

প্রার্থীদেরকে চাকরীতে যোগদানের সময় ফেরতযোগ্য জামানত বাবদ ১০,০০০/- (দশ হাজার) টাকা অবশ্যই জমা দিতে হবে। চাকরিতে যোগদানের সময় নন-জুডিশিয়াল ষ্ট্যাম্পে নির্ধারিত নিশ্চয়তাকারী কর্তৃক নিশ্চয়তা প্রার্থীদের প্রদান করতে হবে। ইতিপূর্বে অত্র সংস্থা হতে অব্যাহতি প্রাপ্ত এবং কোন ধরনের মামলায় জড়িত প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নাই।

দিশা এনজিও নিয়োগ ২০২২ সার্কুলার

পোস্ট রিলেটেড কিওয়ার্ড (Related searches): দিশা এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি 2022, দিশা এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি, দিশা এনজিও নিয়োগ, দিশা এনজিও, দিশা এনজিও নতুন নিয়োগ, দিশা এনজিও নিয়োগ 2022, দিশা এনজিও খুলনা, দিশা এনজিও শাখা সমূহ, দিশা এনজিও কুষ্টিয়া নিয়োগ, দিশা এনজিও যশোর।

Leave a Comment

Job Circular Gov