দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগ ২০২২-Dinajpur Palli Vidyut Samiti Job Circular 2022: “কাজ নাই মজুরী নাই” ভিত্তিতে নিম্নোক্ত শর্তাবলী প্রতিপালন সাপেক্ষে সম্পূর্ণ অস্থায়ীভাবে জনবল নিযুক্ত করা হবে দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর জন্য। “বিলিং সহকারী” পদে জনবল নিয়োগের প্যানেল তৈরীর নিমিত্ত দিনাজপুর জেলার ০৭ টি উপজেলার স্থায়ী বাসিন্দা হিসেবে যোগ্যতা সম্পন্ন মহিলা নাগরিকদের নিকট থেকে দরখাস্ত আহবান করা যাচ্ছে। সকল ধরনের চাকরির খবর পেতে ভিজিট করুন jobcirculargov.com
দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগ ২০২২
প্রতিষ্ঠানের নাম কী? | দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি |
চাকরির ধরন কী? | সরকারি চাকরি |
কোন জেলা? | বিজ্ঞপ্তিতে উল্লেখিত জেলা |
ক্যাটাগরি কতটি? | ০১ টি |
নিয়োগ সংখ্যা কত? | ১৫ জন |
বয়স কত? | সর্বোচ্চ ১৮-৩০ বছর |
আবেদনের মাধ্যম কী? | ডাকযোগ |
আবেদনের শেষ তারিখ কবে? | ২১ ডিসেম্বর ২০২২ |
ওয়েবসাইট | http://pbs1.dinajpur.gov.bd/ |
দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগ ২০২২ সার্কুলার
নিম্নে তালিকায় উল্লেখিত দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগ ২০২২ সার্কুলারের সংক্ষিপ্ত আকারে পদসমূহের বিবরন তথা খালি পদের নাম, শিক্ষাগত যোগ্যতা, মোট নিয়োগ সংখ্যা, মাসিক বেতন ও প্রার্থীর বয়স ইত্যাদি সুশৃঙ্খলভাবে তুলে ধরা হলো।
১। বিলিং সহকারী
- খালি পদের নাম: বিলিং সহকারী
- শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমান পাশ
- মোট নিয়োগ সংখ্যা: ১৫ জন
- মাসিক বেতন: ৮০০/- টাকা (দৈনিক)
- প্রার্থীর বয়স: ১৮-৩০ বছর


- স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি 2023 | শুন্য পদ ২,২৩৭ টি
- লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২
- শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি 2022
- বিমান সেনা নিয়োগ ২০২২
- শরীয়তপুর পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগ ২০২২
- ভোলা পল্লী বিদ্যুৎ নিয়োগ ২০২২ সার্কুলার
Dinajpur Palli Vidyut Samiti Job Circular 2022
আবেদনের ঠিকানাঃ
আবেদনে আগ্রহী প্রার্থীদেরকে আগামী ২১ ডিসেম্বর ২০২২ ইং তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে সিনিয়র জেনারেল ম্যানেজার, বরাবর “দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১, উত্তর গোবিন্দপুর, দিনাজপুর”- ঠিকানায় আবেদনপত্র ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রেরণ করতে হবে।
প্রয়োজনীয় শর্তাবলী
সকল আগ্রহী প্রার্থীদেরকে নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহনের জন্য প্রার্থীদের কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না। প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় অবশ্যই শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য সনদপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে। কোন প্রার্থী ইতিপূর্বে কোন পল্লী বিদ্যুৎ সমিতি হতে বরখান্ত হয়ে থাকলে তার আবেদন করার প্রয়োজন নেই।
এবং যদি কোনো প্রার্থী দেশের কোন ফৌজদারী আদালত কর্তৃক দণ্ড প্রাপ্ত হয়ে থাকেন তবে তার আবেদন গ্রহনযোগ্য নয়। প্রার্থী কর্তৃক প্রেরিত আবেদনপত্রে তার শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা, জন্ম তারিখ, বয়স, স্থায়ী ঠিকানা, নিজ জেলাসহ আবেদনপত্রে প্রদত্ত অন্যান্য যে কোন তথ্য অসত্য প্রমাণিত হলে তার প্রার্থীতা বাতিল করা হবে। এই অস্থায়ী ভিত্তিতে নিয়োগ ভবিষ্যতে কোন ক্রমেই স্থায়ী করা হবে না।
সংশ্লিষ্ট বিষয়ে প্রার্থীর কোন দাবিও গ্রহণযোগ্য হবে না। কর্তৃপক্ষ তাদের চাহিদা অনুযায়ী যতদিন প্রয়োজন ততদিন “কাজ নাই মজুরী নাই” ভিত্তিতে এ নিয়োগ বলবৎ রাখবেন। নির্বাচনী পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর কোনো প্রার্থী চাকুরীতে যোগদানের পর তার প্রাক-পরিচয় ও অন্যান্য তথ্য যাচাই করার জন্য পুলিশ ভেরিফিকেশন সম্পাদন করা হবে।
যদি পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট সন্তোষজনক না হয় তাহলে অনুমতি পত্র বাতিল পূর্বক অব্যাহতি প্রদান করা হবে। যে কোন আবেদন গ্রহণ বা বাতিলের অধিকার কোন কারণ দর্শানো ব্যতিরেকে দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ কর্তৃপক্ষ সংরক্ষণ করেন। এই ক্ষেত্রে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।
দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগ ২০২২
পোস্ট রিলেটেড কিওয়ার্ড (Related searches): দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২, দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগ বিজ্ঞপ্তি 2022, দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগ বিজ্ঞপ্তি, দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগ, দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি, দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগ ২০২২, দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগ 2022, দিনাজপুর পবিস ২, দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-1, দিনাজপুর বিদ্যুৎ অফিস।
Related searches: Dinajpur Palli Vidyut Samiti Job Circular 2022, Dinajpur Palli Vidyut Samiti Job Circular, Dinajpur Palli Vidyut Samiti Job, Dinajpur Palli Vidyut Samiti, Dinajpur Palli Vidyut Samiti Job 2022, Dinajpur Palli Vidyut Samiti Circular 2022, Dinajpur Palli Vidyut Samiti niyog biggopti 2022, Dinajpur Palli Vidyut Samiti niyog biggopti, Dinajpur Palli Vidyut Samiti niyog, Dinajpur Palli Vidyut Samiti niyog 2022.