কক্সবাজার পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগ ২০২২ (Cox’s Bazar Palli Vidyut Samiti Job Circular 2022): কক্সবাজার পল্লী বিদ্যুৎ সমিতিতে নিম্নবর্ণিত শূন্য পদসমূহে স্থায়ী ভিত্তিতে লােকবল নিয়ােগ ও প্যানেল তৈরীর নিমিত্তে প্রকৃত যােগ্যতা সম্পন্ন বাংলাদেশী প্রকৃত নাগরিকদের নিকট হতে নিম্নবর্ণিত শর্ত প্রতিপালন স্বাপেক্ষে আবেদন পত্র আহবান করা যাচ্ছে।
০৩টি পদে মোট ০৮ জন জনবল নিযুক্ত করা হবে। আবেদনযোগ্য প্রার্থীর বয়স সর্বোচ্চ ১৮-৩০ বছর। আগ্রহী প্রার্থীকে ডাকযোগের মাধ্যমে আবেদনপত্র প্রেরণ করতে হবে। আবেদনের শেষ তারিখ ২৪ আগষ্ট ২০২২ইং। বিস্তারিত আরও তথ্য যানতে কক্সবাজার পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগ ২০২২ সার্কুলারটি দেখুন। সকল ধরনের চাকরির খবর পেতে ভিজিট করুন jobcirculargov.com
প্রতিষ্ঠানের নাম কী? | কক্সবাজার পল্লী বিদ্যুৎ সমিতি |
চাকরির ধরন কী? | সরকারি চাকরি |
কোন জেলা? | বিজ্ঞপ্তিতে উল্লেখিত |
ক্যাটাগরি কতটি? | ০৩ টি |
নিয়োগ সংখ্যা কত? | ০৮ জন |
বয়স কত? | ১৮-৩০ |
আবেদনের মাধ্যম কী? | ডাকযোগ |
আবেদনের শেষ তারিখ কবে? | ২৪ আগষ্ট ২০২২ |
ওয়েবসাইট | http://pbs.coxsbazar.gov.bd |
কক্সবাজার পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগ ২০২২
নিম্নে তালিকায় উল্লেখিত কক্সবাজার পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগ ২০২২ সার্কুলারের সংক্ষিপ্ত আকারে পদসমূহের বিবরন তথা শূণ্য পদের নাম, নিয়োগ সংখ্যা, বেতন, বয়স ও অভিজ্ঞতা ইত্যাদি সুশৃঙ্খলভাবে তুলে ধরা হলো।
১। ডাটা এন্ট্রি অপারেটর (মহিলাদের জন্য সংরক্ষিত) পদের বিস্তারিত
- শূণ্য পদের নাম: ডাটা এন্ট্রি অপারেটর (মহিলাদের জন্য সংরক্ষিত)
- নিয়োগ সংখ্যা: ০৫ জন
- অভিজ্ঞতা: ৩ বছরের
- বেতন: ১৮,৩০০-৪৬,২৪০/- টাকা
- বয়স: ১৮-৩২ বছর
২। ড্রাইভার (পুরুষ)পদের বিস্তারিত
- শূণ্য পদের নাম: ড্রাইভার (পুরুষ)
- নিয়োগ সংখ্যা: ০১ জন
- অভিজ্ঞতা: ৫ বছরের
- বেতন: ১৬,৬০০-৪১,৯৫০/- টাকা
- বয়স: ১৮-৪৫ বছর
৩। অফিস সহায়ক পদের বিস্তারিত
- শূণ্য পদের নাম: অফিস সহায়ক
- নিয়োগ সংখ্যা: ০২ জন
- অভিজ্ঞতা: ৫ বছরের
- বেতন: ১৫,৫০০-৩৯,১৭০/- টাকা
- বয়স: ১৮-৩০ বছর
Cox’s Bazar Palli Vidyut Samiti Job Circular 2022
আবেদনের ঠিকানাঃ
আবেদনপত্র ডাকযোগে প্রেরণ করতে হবে। আগামী ২৪/০৮/২০২২ খ্রিঃ তারিখে (pbs.coxbazar.gov.bd) ওয়েব সাইট হতে আবেদন ফরম ডাউনলোড করে অফিস চলাকালীন সময়ের মধ্যে জেনারেল ম্যানেজার, কক্সবাজার পল্লী বিদ্যুৎ সমিতি, ঝিলংজা, কক্সবাজার এর বরাবরে ডাকযােগে অথবা কুরিয়ার সার্ভিস এর মাধ্যমে আবেদন পত্র প্রেরণ করতে হবে।
প্রয়োজনীয় শর্তাবলীঃ
সরাসরি কোন আবেদনপত্র গৃহীত হবে না। আগামী ২৪/০৮/২০২২ খ্রিঃ তারিখের পর প্রাপ্ত কোন আবেদন পত্র গ্রহনযােগ্য হবে না। মৌখিক পরীক্ষার সময় প্রার্থীগণকে অবশ্যই শিক্ষাগত যােগ্যতা ও অন্যান্য সনদপত্রের মূলকপি প্রদর্শন করতে হবে।
কক্সবাজার জেলার অন্তর্ভুক্ত সকল উপজেলা ও বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী, সােনাইছড়ি, ঘুমধুম এবং লামা উপজেলার লামা ফাসিয়াখালী ও ফাইতং ইউনিয়ন প্রার্থীগনের আবেদন করার প্রয়োজন নাই। চাকুরীরত প্রার্থীগণকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।
প্রতারণামূলকভাবে স্থায়ী ঠিকানা গােপন করলে অথবা কোন তথ্য গােপন রাখলে দেশের প্রচলিত আইন অনুযায়ী সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। খামের উপর প্রার্থীত পদের নাম সুস্পষ্টভাবে লিখতে হবে। নিয়ােগের ক্ষেত্রে সকল ধরনের সরকারি কোটা অনুসরন করা হবে।
ইতােপূর্বে কোন পল্লী বিদ্যুৎ সমিতি হতে অপসারিত অথবা বরখাস্তস্বেচ্ছায় পদত্যাগকারী প্রার্থীগণের আবেদন করার প্রয়ােজন নাই। প্রার্থীদের প্রাথমিক অবস্থায় ০১ (এক) বছরের জন্য অন-প্ৰবেশনে নিয়ােগ করা হবে। লিখিত, মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীকে কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না। নিয়ােগ সংক্রান্ত যে কোন বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গন্য হবে।
কক্সবাজার পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগ ২০২২
পোস্ট রিলেটেড কিওয়ার্ড (Related searches): কক্সবাজার পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগ 2022, কক্সবাজার পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২, কক্সবাজার পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগ বিজ্ঞপ্তি 2022, কক্সবাজার পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগ বিজ্ঞপ্তি, কক্সবাজার পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগ, কক্সবাজার পল্লী বিদ্যুৎ সমিতি, কক্সবাজার পল্লী বিদ্যুৎ সমিতি ঝিলংজা, কক্সবাজার পল্লী বিদ্যুৎ সমিতি অনলাইন আবেদন
Related searches: Cox’s Bazar Palli Vidyut Samiti Job Circular 2022, Cox’s Bazar Palli Vidyut Samiti Job Circular, Cox’s Bazar Palli Vidyut Samiti Job, Cox’s Bazar Palli Vidyut Samiti, Cox’s Bazar Palli Vidyut Samiti Job 2022, Cox’s Bazar Palli Vidyut Samiti Circular 2022