কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২-comilla palli bidyut job circular 2022: কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-১ ও কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-২ তিন ক্যাটাগরিতে ৫৩ জন জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পদ গুলো হল যথা: মিটার রিডার কাম ম্যাসেঞ্জার, ড্রাইভার এবং বিলিং সহকারী। উল্লেখিত পদের নিয়োগ কার্যক্রম চলবে আগামী ১৬, ২২ জুন এবং ৫ জুলাই, ২০২২ খ্রিষ্টাব্দ তারিখ পর্যন্ত। আবেদনের জন্য জেলা ও কোট সম্পর্কৃত সকল তথ্য নিম্নে উল্লেখ করা হল। যে সকল প্রার্থী পল্লী বিদ্যুৎ সমিতিতে চাকরি করতে ইচ্ছুক তারা আবেদনের সময় শেষ হওয়ার পূর্বেই আবেদন করুন।
চাকরির খবরের জন্য বিজিট করুন (for job news) jobcirculargov.com
কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগ বিজ্ঞপ্তি 2022
প্রতিষ্ঠানের নাম | কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি |
প্রতিষ্ঠানের ওয়েবসাইট | pbs.satkhira.gov.bd |
আবেদনের জেলা | নির্দিষ্ট জেলা ব্যতিত সকল জেলা |
শিক্ষাগত যোগ্যতা | এস.এস.সি/এইচ.এস.সি পাশ |
ক্যাটাগরি | ০৩ টি |
নিয়োগ সংখ্যা | ৫৩ জন |
প্রার্থীর বয়স | ১৮-৩০ বছর |
আবেদন করুন | ডাকযোগে |
আবেদন শুরু | চলছে |
আবেদনের মেয়াদ শেষ | ১৬, ২২ জুন, ৫ জুলাই ২০২২ইং |
খবর (News type) | সরকারি চাকরির খবর (Govt job news) |
কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-১ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২
কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এ মিটার রিডার কাম ম্যাসেঞ্জার পদে ৪৬ জন জনবল নিয়োগ দেওয়া হবে। এই পদে নির্ধারিত জেলা ব্যতিত সকল জেলা প্রার্থীর আবেদন করতে পারবেন। যোগ্যতা হিসেবে থাকতে হবে এসএসসি পাশ। চাকরিতে যোগদানের পর বেতন দেওয়া হবে ১৪,৭০০ টাকা। আবেদন সংক্রান্ত সকল তথ্য অফিসিয়াল সার্কুলারে দেখুন।
নব সৃজিত শূন্য পদ: মিটার রিডার কাম ম্যাসেঞ্জার
নিয়োগ সংখ্যা: ৪৬ জন
প্রাতিষ্ঠানিক যোগ্যতা: এসএসসি/সমমান।
মাসিক বেতন: ১৪,৭০০/-
আবেদন প্রক্রিয়া শেষ হবে: ০৫ জুলাই ২০২২
comilla palli bidyut job circular 2022
কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-২ এ ড্রাইভার পদে ০২ জন জনবল নিয়োগ দেওয়া হবে। এই পদে সার্কুলারে উল্লেখিত সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। যোগ্যতা হিসেবে সুদ্ধভাবে বাংলা পড়তে ও লিখতে জানতে হবে।। চাকরিতে যোগদানের পর বেতন দেওয়া হবে ১৬,৬০০-৪১,৯৫০ টাকা। আবেদন সংক্রান্ত সকল তথ্য অফিসিয়াল সার্কুলারে দেখুন।
নব সৃজিত শূন্য পদ: ড্রাইভার
নিয়োগ সংখ্যা: ০২ জন
যোগ্যতা: সুদ্ধভাবে বাংলা পড়তে ও লিখতে জানতে হবে।
মাসিক বেতন: ১৬,৬০০-৪১,৯৫০/-
আবেদন প্রক্রিয়া শেষ হবে: ২২ জুন ২০২২
comilla pbs job circular 2022
কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-২ এ বিলিং সহকারী পদে ০৫ জন জনবল নিয়োগ দেওয়া হবে। এই পদে সার্কুলারে উল্লেখিত সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। যোগ্যতা হিসেবে মাধ্যমিক/উচ্চ মাধ্যমিক/সমমান পাশ থাকতে হবে।। চাকরিতে যোগদানের পর দৈনিক মজুরি দেওয়া হবে ৮০০ টাকা। আবেদন সংক্রান্ত সকল তথ্য অফিসিয়াল সার্কুলারে দেখুন।
নব সৃজিত শূন্য পদ: বিলিং সহকারী
নিয়োগ সংখ্যা: ০৫ জন
প্রাতিষ্ঠানিক যোগ্যতা: মাধ্যমিক/উচ্চ মাধ্যমিক/সমমান।
প্রতিদিনের মজুরি: ৮০০/-
আবেদন প্রক্রিয়া শেষ হবে: ১৬ জুন ২০২২
কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২
ডাটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ ২০২২
পদের নাম: এন্ট্রি অপারেটর।
মোট পদ ০১টি।
বয়স ১৮ হতে ৩০ বসর।
শিক্ষাগত যােগ্যতাঃ এসএসসি বা সমমান পাস।
বেতন: ১৮,৩০০/- হতে ৪৬,২৪০/- টাকা।
আবেদনের যোগ্যতা
০১. এস.এস.সি/সমমান ও এইচ.এস.সি/সমমান পরীক্ষায় ন্যনতম ২য়। বিভাগ অথবা সিজিপিএ ৪ এর মধ্যে কমপক্ষে ২.২৫ অথবা জিপিএ ৫ এর মধ্যে কমপক্ষে ২.৫০ পেয়ে উত্তীর্ণ হতে হবে।।
০২. বাংলায় প্রতি মিনিটে নুন্যতম ২০ (বিশ) শব্দ ও ইংরেজিতে প্রতি মিনিটে নুন্যতম ৩০ (ত্রিশ) শব্দ টাইপ করতে সক্ষম হতে হবে।
০৩. ওয়ার্ড প্রসেসিং ও প্রিন্টিং কাজে পর্যাপ্ত জ্ঞান থাকতে হবে এবং কম্পিউটার পরিচালনায় পারদর্শী হতে হবে।
০৪. দাপ্তরিক কাজে বাংলা ও ইংরেজি ব্যাকরণের ব্যবহার, বাংলা প্রমিত বানান রীতি, বিরাম চিহ্নের সঠিক প্রয়ােগসহ বাক্য গঠনে। এবং দাপ্তরিক চিঠিপত্র, প্রতিবেদন প্রস্তুত ও নথিভুক্তকরণে পর্যাপ্ত জ্ঞান থাকতে হবে।
০৫. সম্পাদিত কার্যাদি সুবিন্যস্ত ও পরিস্কারভাবে উপস্থাপনে দক্ষ/সক্ষম হতে হবে।
০৬. যথাযথ ফাইলিং পদ্ধতি, পত্র যােগাযােগ, তথ্য ও ফাইল ডাটা সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান থাকতে হবে।
অফিস সহায়ক পদে নিয়োগ ২০২২
পদের নাম: অফিস সহায়ক।
মোট পদ ০১টি।
বয়স ১৮ হতে ৩০ বসর।
শিক্ষাগত যােগ্যতাঃ এসএসসি বা সমমান পাস।
বেতন: ১৫,৫০০/- হতে ৩৯,১৭০/- টাকা।
আবেদনের যোগ্যতা
০১. এস.এস.সি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
০২. প্রার্থীকে অবশ্যই সৎ, বিশ্বস্ত এবং উত্তম চরিত্রের অধিকারী হতে হবে।
০৩. প্রার্থীর সুন্দর শারীরিক গঠন এবং অবশ্যই সুঠাম দেহের অধিকারীসহ ব্যক্তিত্ব সম্পন্ন হতে হবে।
০৪. সাইকেল চালানােয় পারদর্শী হতে হবে এবং অবশ্যই নিজস্ব বাই-সাইকেল থাকতে হবে।
০৫. প্রার্থীকে দাপ্তরিক চিঠিপত্র আদান-প্রদান, পরিষ্কার-পরিচ্ছন্নতা, গৃহস্থালী এবং অফিস ডেকোরেশন কাজে পারদর্শী হতে হবে।
কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগ ২০২২
ড্রাইভার পদে নিয়োগ এক জন
পদের নাম: অফিস সহায়ক।
মোট পদ ০১টি।
বয়স ১৮ হতে ৪৫ বসর।
শিক্ষাগত যােগ্যতাঃ অক্ষর জ্ঞান সম্পন্ন হতে হবে।
বেতন: ১৬,৬০০/- হতে ৪১,৯৫০/- টাকা।
ড্রাইভার পদে নিয়োগ ২০২২
(০১) সাবলীলভাবে বাংলা লিখতে ও পড়তে সক্ষম হতে হবে। এছাড়া বিভিন্ন রকম নির্দেশিকা, নির্দেশনা ও চিহ্ন পড়তে বুঝতে সক্ষম হতে হবে। এছাড়াও বিভিন্ন রিপাের্ট ও সিডিউল পূরণে সক্ষম হতে হবে। গাড়ীর সকল নির্দেশনাবলী ইংরেজীতে থাকায় ইংরেজী অক্ষর ও নাম্বারিং পড়তে সক্ষম হতে হবে।
(০২) প্রার্থীর BRTA কর্তৃক প্রদত্ত গাড়ী চালানাের ন্যূনতম হালকা যান চালানাের ড্রাইভিং লাইসেন্স (স্মার্ট কার্ড) থাকতে হবে।
(০৩) যে কোন সরকারী/আধাসরকারী/স্বায়ত্ত্বশাসিত প্রতিষ্ঠান অথবা বৃহৎ শিল্প/বাণিজিক প্রতিষ্ঠানে গাড়ী চালানাে ও রক্ষণাবেক্ষণ সম্পর্কে ন্যনতম ০৫ বছরের অভিজ্ঞতা সনদ (ড্রাইভিং লাইসেন্স প্রাপ্তির পর) জমা প্রদান করতে হবে।
(০৪) বিগত ০৩ বছরের মধ্যে বড় ধরণের। কোন দূর্ঘটনা ঘটেনি মর্মে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান। প্রধান কর্তৃক প্রত্যয়ন পত্র সহ ভাল ড্রাইভিংএর অভিজ্ঞতা সনদ জমা প্রদান করতে হবে।
(০৫) নিয়ােগকারী কর্তৃপক্ষ কর্তৃক ব্যবহারিক ও লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে (লিখিত পরীক্ষা হবে ছােট ধরণের ইঞ্জিন রিপেয়ারিং, টিউন-আপ, সাধারণ রক্ষণাবেক্ষণ জ্ঞান সম্পর্কে)।
(০৬) প্রার্থীকে সুন্দর শারীরিক গঠন ও সুঠাম দেহের অধিকারীসহ ব্যক্তিত্বসম্পন্ন হতে হবে। উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।