bpsc job circular 2022: ১৭ টি পদে মোট ৫০ জন প্রার্থী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে Bangladesh Public Service Commission (bpsc)। বাংলাদেশের সকল জেলা ও বিভগের প্রার্থীগন উক্ত পদে আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীগন অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। সকল প্রকার চাকরির খবর পেতে নিয়মিত ভিজিট করুন jobcirculargov.com
bpsc job circular 2022
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন অর্থাৎ বিপিএসসি প্রতিষ্ঠিত হয় ১৯৭২ সালে। এর সংক্ষিপ্ত রুপ বিপিএসসি/পিএসসি। বাংলাদেশ সংবিধানের দ্বিতীয় চাপ্টারের ৯নং পার্টের সেকশন ১৩৭ অনুযায়ী বিপিএসসি গঠিত হয়েছে। Bangladesh Public Service Commission বাংলাদেশের সিভিল নিয়োগ, নিয়োগ পরীক্ষা এবং ফলাফল প্রকাশের দায়িত্বে নিয়োজিত রয়েছে।
প্রতিষ্ঠানের নাম কী? | সরকারি কর্ম কমিশন |
চাকরির ধরন কী? | সরকারি চাকরি |
কোন জেলা? | সকল জেলা |
ক্যাটাগরি কতটি? | ১৭ টি |
নিয়োগ সংখ্যা কত? | ৫০ জন |
বয়স কত? | বিজ্ঞপ্তিতে উল্লেখিত |
আবেদনের মাধ্যম কী? | অনলাইন |
আবেদনের শেষ তারিখ কবে? | ২৭ ডিসেম্বর ২০২২ |
ওয়েবসাইট | www.bpsc.gov.bd |
bpsc job circular 2022
সম্প্রতি ২৯ নভেম্বর ২০২২ তারিখে bpsc job circular 2022 এ নন-ক্যাডার পদে ৫০ জন জনবল নিয়োগে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আলোচনার এ পর্যায়ে সার্কুলারে উল্লেখিত পদসমূহের বিবরন তথা খালি পদের নাম, নিয়োগ সংখ্যা, সার্কুলার ইমেজ, আবেদন লিংক ইত্যাদি বিস্তারিত আকারে তুলে ধরা হলো।
- খালি পদের নাম: কাস্টোডিয়ান/ ফিল্ড অফিসার
- নিয়োগ সংখ্যা: ০২ জন
- খালি পদের নাম: সহকারী পরিচালক
- নিয়োগ সংখ্যা: ০১ জন
- খালি পদের নাম: বয়লার পরিদর্শক
- নিয়োগ সংখ্যা: ০৫ জন
- খালি পদের নাম: সহকারী কম্পিউটার প্রোগ্রামার
- নিয়োগ সংখ্যা: ০১ জন
- খালি পদের নাম: জুনিয়র ইন্সট্রাক্টর
- নিয়োগ সংখ্যা: ০১ জন
- খালি পদের নাম: ফটো টেকনিশিয়ান
- নিয়োগ সংখ্যা: ০৩ জন
- খালি পদের নাম: জুনিয়র ইন্সট্রাক্টর (টেকনিক্যাল)
- নিয়োগ সংখ্যা: ০৪ জন
- খালি পদের নাম: ফিজিক্যাল ইনস্ট্রাক্টর কাম প্রটোকল অফিসার
- নিয়োগ সংখ্যা: ০১ জন
- খালি পদের নাম: উপসহকারী প্রকৌশলী
- নিয়োগ সংখ্যা: ০১ জন
- খালি পদের নাম: এন্টিমেটর
- নিয়োগ সংখ্যা: ০২ জন
- খালি পদের নাম: ড্রাফটসম্যান
- নিয়োগ সংখ্যা: ০২ জন
- খালি পদের নাম: সহকারী গ্রন্থাগারিক
- নিয়োগ সংখ্যা: ০১ জন
- খালি পদের নাম: অডিট সুপার
- নিয়োগ সংখ্যা: ০১ জন
- খালি পদের নাম: সহকারী কাস্টোডিয়ান
- নিয়োগ সংখ্যা: ০৬ জন
- খালি পদের নাম: স্টাফ অফিসার
- নিয়োগ সংখ্যা: ১৭ জন
- খালি পদের নাম: চীফ কনসালটেন্ট
- নিয়োগ সংখ্যা: ০১ জন
- খালি পদের নাম: প্রোগ্রামার
- নিয়োগ সংখ্যা: ০১ জন
- স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি 2023 | শুন্য পদ ২,২৩৭ টি
- লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২
- শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি 2022
- বিমান সেনা নিয়োগ ২০২২
- শরীয়তপুর পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগ ২০২২
- ভোলা পল্লী বিদ্যুৎ নিয়োগ ২০২২ সার্কুলার
১ম সার্কুলার






Bangladesh Public Service Commission job circular 2022
পরীক্ষা নিয়ন্ত্রক (নন-ক্যাডার), বাংলাদেশ সরকারী কর্ম কমিশন সচিবালয়, ঢাকা নিম্নলিখিত উচ্চতর বেতন স্কেলের পদসমূহে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে যোগ্য প্রার্থীদের নিকট হতে অনলাইনে আবেদনপত্র আহবান করা যাচ্ছে। বিস্তারিত অফিসিয়ার সার্কুলারে দেখুন।
পদের নাম: জেনারেল সার্জরি
পদ সংখ্যা: ০১ টি
শিক্ষাগত যোগ্যতা: এসবিবিএস/সমমানের ডিগ্রী
অভিজ্ঞতা: ৫-১২ বছরের
মাসিক বেতন: ৫০,০০০-৭১,২০০/-
পদের নাম: প্রোগ্রামার
পদ সংখ্যা: ০১ টি
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক/সমমানের ডিগ্রী
অভিজ্ঞতা: ০৪ বছরের
মাসিক বেতন: ৩৫,৫০০-৬৭,০১০/-
২য় সার্কুলার



bpsc job circular 2022
আবেদনের ঠিকানাঃ
চাকরি প্রত্যাশী প্রার্থীদেরকে আগামী ২৭ ডিসেম্বর ২০২২ ইং তারিখের মধ্যে সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। সরাসরি অনলাইন আবেদনের জন্য নিচে প্রদত্ত আবেদন বাটনে ক্লিক করুন।
আবেদনের শর্তসমূহ
প্রার্থীর বয়স: bpsc job circular 2022 এ আবেদনের জন্য প্রার্থীর বয়স জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২২ সেপ্টেম্বর ২০২২ তারিখের-১৪৯ নম্বর স্মারক অনুযায়ী ২৫.মার্চ.২০২২ খ্রিঃ তারিখে প্রার্থীর বয়স সংশ্লিষ্ট পদের বিপরীতে বিজ্ঞপ্তির ০৮ নম্বর কলামে উল্লিখিত বয়সসীমার মধ্যে থাকতে হবে।
জাতীয়তা: আবেদনকারী প্রার্থীকে অবশ্যই বাংলাদশের প্রকৃত নাগরিক হতে হবে। যেসকল প্রার্থী কোন অ-বাংলাদেশী নাগরিককে বিবাহ করেছেন অথবা বিবাহ করতে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছেন তারা সরকারের লিখিত অনুমতি ব্যতিরেকে আবেদন করার যোগ্য বলে বিবেচিত হবেন না। নির্বাচিত প্রার্থীকে সরকারের অনুমতিপত্র লিখিত পরীক্ষার পর BPSC Form-5A এর সাথে অবশ্যই কমিশনে জমা দিতে হবে।
ডিক্লারেশন: প্রার্থীকে অনলাইন আবদেনপত্রের (BPSC Form-5A) ডিক্লারেশন অংশে এই মর্মে ঘোষণা দিতে হবে যে, আবেদনপত্রে প্রদত্ত সকল তথ্য সঠিক এবং সত্য। প্রদত্ত তথ্য বা তার অংশবিশেষ অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা কোন অযোগ্যতা ধরা পড়লে বা কোন দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে পরীক্ষার পূর্বে বা পরে যেকোন পর্যায়ে প্রার্থীতা বাতিল হবে এবং ভবিষ্যতে কমিশন কর্তৃক গৃহীত যেকোন নিয়োগ পরীক্ষায় আবেদন করার অযোগ্য ঘোষণাসহ প্রার্থীর বিরুদ্ধে যেকোন আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাবে।
ছবি প্রদান: BPSC Form-5A সাফল্যজনকভাবে পূরণ সম্পন্ন হলে Application preview দেখা যাবে। Preview এর নির্ধারিত স্থানে প্রার্থীকে 300×300 pixel এর কম বা বেশি নয় এবং ফাইল সাইজ 100 KB এর বেশি নয় এরূপ মাপের সদ্য দুই মাসের মধ্যে তোলা রঙ্গীন ছবি jpg format এ upload করতে হবে। কোনক্রমে সাদাকালো ও পুরাতন ছবি গ্রহণযোগ্য নয়।
ছবি বাতিলের কারন: আবেদনকারীর ছবি উল্লিখিত মাপের না হলে আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। সানগ্লাস/চশমা পরা ছবি গ্রহণযোগ্য হবে না। Home page এর Help Menu তে ক্লিক করলে Photo এবং Signature সম্পর্কে বিস্তারিত নির্দেশনা পাওয়া যাবে।
প্রার্থীর স্বাক্ষর: Application Preview তে স্বাক্ষরের জন্য নির্ধারিত স্থানে ”দৈর্ঘ্যxপ্রস্থ” 300×80 pixel এর কম বা বেশি নয় এবং ফাইল সাইজ 60 KB এর বেশি নয়, এরূপ মাপের প্রার্থীর স্বাক্ষর Scan করে jpg format এ upload করতে হবে। স্বাক্ষর/সিগনেচার উল্লিখিত মাপের না হলে আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে।
bpsc job circular 2022
Related searches: bpsc job circular 2022, bpsc job circular, bpsc job, bpsc, bpsc job 2022, bpsc circular 2022, bpsc niyog biggopti 2022, bpsc niyog biggopti, bpsc niyog, bpsc niyog 2022, bpsc biggopti 2022, bpsc circular, bpsc bd, bpsc notice, bpsc non cadre, cricbuzz, bpsc result, bpsc syllabus, bpsc online, bpsc teletalk, bpsc exam date, bpsc admit card, bpsc news.