ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২: ব্যাংক নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ০৮ টি পদে ১৭ জন নিয়োগ দেয়া হবে। যে সকল প্রার্থীগন ব্যাংকে চাকরি করতে ইচ্ছুক সে সকল প্রার্থীগন এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারেন। বাংলাদেশ ব্যাংক, কেন্দ্রীয় ব্যাংক এবং দেশের মুদ্রা ও আর্থিক ব্যবস্থার জন্য সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। বর্তমানে বাংলাদেশের বিভিন্ন যায়গায় এর শাখা অফিস রয়েছে যেমন: মতিঝিল, সদরঘাট, চট্টগ্রাম, খুলনা, বগুড়া, রাজশাহী, সিলেট, বরিশাল, রংপুর এবং ময়মনসিংহ। চাকরি আগ্রহী প্রার্থীগন নির্ধারিত তারিখের মধ্যে অনলাইনে আবেদন করুন। সকল প্রকার সরকারি বেসরকারি চাকরির খবর পেতে ভিজিট করুন jobcirculargov.com

ব্যাংক নিয়োগ ২০২২

সার্কুলার প্রকাশ করেছেব্যাংক
এই চাকরির ধরনসরকারি চাকরি
আবেদনকারী জেলাসকল জেলা
আবেদনে শিক্ষাযোগ্যতাস্নাতক/মাস্টার্স/বিএসসি
ক্যাটাগরির সংখ্যা০৮ টি
নিয়োগ দেওয়া হবে১৭ জন
প্রার্থীর বয়স১৮-৩০ বছর
আবেদন করতে পারবেনঅনলাইন
আবেদনের মেয়াদ শেষ২৯ মার্চ ২০২২
ওয়েবসাইটwww.bb.org.bd
খবর (News type)সরকারি চাকরির খবর (Govt job news)
খবর প্রকাশ (News release)০৭-০৩-২০২২ ইং

ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি 2022

Bangladesh Bank job Circular 2022: ব্যাংক এ চাকরি প্রত্যাশি প্রার্থীগন আজই আবেদন করুন। আবেদনের প্রয়োজনীয় বিষয় সমূহ ও বিস্তারিত বিবরন পদের নাম, পদ সংখ্যা, বেতন, আবেদনের লিংক, ইত্যাদি নিম্নে দেয়া হলো। আগ্রহী প্রার্থীগন নিজ নিজ যোগ্যতা ও অভিজ্ঞতার আলোকে অনলাইনে আবেদন করুন। আবেদনের লিংক সার্কুলারের নিচে দেওয়া আছে।

শূন্য পদ: ডেপুরি ম্যানেজার (সফটওয়্যার ইঞ্জিনিয়ার)
নিয়োগ সংখ্যা: ০১ জন।
প্রার্থীর যোগ্যতা: বিএসসি/মাস্টার্স।
জব আইডি: ১০১৬৯।
অভিজ্ঞতা: কমপক্ষে ০৩ বছরের অভিজ্ঞতা সফটওয়্যার ডেভেলপমেন্ট এ।
বেতন স্কেল: (গ্রেড-৬); ৩৫.০০০-৬৭,০১০/- টাকা।

শূন্য পদ: ডেপুরি ম্যানেজার (মেইনটিনেন্স ইঞ্জিনিয়ার)
নিয়োগ সংখ্যা: ০১ জন।
প্রার্থীর যোগ্যতা: মাস্টার্স/বিএসসি।
জব আইডি: ১০১৭০।
অভিজ্ঞতা: কমপক্ষে ০৩ বছরের অভিজ্ঞতা আইটি ফিল্ড।
বেতন স্কেল: (গ্রেড-৬); ৩৫.০০০-৬৭,০১০/- টাকা।

শূন্য পদ: এ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (সফটওয়্যার ইঞ্জিনিয়ার)
নিয়োগ সংখ্যা: ০৬ জন।
প্রার্থীর যোগ্যতা: মাস্টার্স/বিএসসি।
জব আইডি: ১০১৭১।
অভিজ্ঞতা: কমপক্ষে ০১ বছরের অভিজ্ঞতা সফটওয়্যার ডেভেলপমেন্ট এ।
বেতন স্কেল: (গ্রেড-৯); ২২,০০০-৫৩,০৬০/- টাকা।

শূন্য পদ: এ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (নেটওয়ার্ক সিকিউরিটি)
নিয়োগ সংখ্যা: ০২ জন।
প্রার্থীর যোগ্যতা: মাস্টার্স/বিএসসি।
জব আইডি: ১০১৭২।
অভিজ্ঞতা: কমপক্ষে ০১ বছরের অভিজ্ঞতা নেটওয়ার্ক মেইনটিনেন্স সিকিউরিটি।
বেতন স্কেল: (গ্রেড-৯); ২২,০০০-৫৩,০৬০/- টাকা।

শূন্য পদ: এ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (ডাটাবেজ এডমিনিস্ট্রেটর)
নিয়োগ সংখ্যা: ০১ জন।
প্রার্থীর যোগ্যতা: মাস্টার্স/বিএসসি।
জব আইডি: ১০১৭৩।
অভিজ্ঞতা: কমপক্ষে ০১ বছরের অভিজ্ঞতা ডাটাবেজ এডমিনিস্ট্রেটর এ।
বেতন স্কেল: (গ্রেড-৯); ২২,০০০-৫৩,০৬০/- টাকা।

শূন্য পদ: এ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (হার্ডওয়্যার ইঞ্জিনিয়ার)
নিয়োগ সংখ্যা: ০১ জন।
প্রার্থীর যোগ্যতা: মাস্টার্স/বিএসসি।
জব আইডি: ১০১৭৪।
অভিজ্ঞতা: কমপক্ষে ০১ বছরের অভিজ্ঞতা সাপোর্ট ইঞ্জিনিয়ার।
বেতন স্কেল: (গ্রেড-৯); ২২,০০০-৫৩,০৬০/- টাকা।

শূন্য পদ: অফিসার (হার্ডওয়্যার সাপোর্ট ইঞ্জিনিয়ার)
নিয়োগ সংখ্যা: ০১ জন।
প্রার্থীর যোগ্যতা: মাস্টার্স/অনার্স।
জব আইডি: ১০১৭৫।
অভিজ্ঞতা: কমপক্ষে ০২ বছরের অভিজ্ঞতা হার্ডওয়্যার মেন্টিনেন্স সার্ভিসিং।
বেতন স্কেল: (গ্রেড-১০); ১৬,০০০-৩৮,৬৪০/- টাকা।

শূন্য পদ: অফিসার (ইওডি এস্পেসালিস্ট)
নিয়োগ সংখ্যা: ০৪ জন।
প্রার্থীর যোগ্যতা: মাস্টার্স/অনার্স।
জব আইডি: ১০১৭৬।
অভিজ্ঞতা: কমপক্ষে ০২ বছরের অভিজ্ঞতা (আইটিফিল্ড সফটওয়্যার)।
বেতন স্কেল: (গ্রেড-১০); ১৬,০০০-৩৮,৬৪০/- টাকা।

নতৃন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

সরকারি সার্কুলার পেতে লাইক।

বাংলাদেশ ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২
বাংলাদেশ ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২
বাংলাদেশ ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

ব্যাংক নিয়োগ 2022

শর্তাবলীসমূহঃ-
১। প্রার্থীর বয়স ১৮-৩৬ বছর এবং বীর মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ ৩২ বছর।
২। পরীক্ষার ফি বাবদ অফেরতযোগ্য ২০০/- (টাকা দুইশত মাত্র) ডাচ বাংলা ব্যাংক লিমিটেড এর মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস রকেট এর মাধ্যমে prepaid পদ্ধতিতে আবেদনকারীকে নিজের অথবা এজেন্ট একাউন্ট ব্যবহার করে ফি প্রদান কাতে হবে।
৩। Online Registration কেবল বাংলাদেশ ব্যাংকের নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইট (http://erecruitment.bb.org.bd) এ নির্ধারিত ছক পূরণের মাধ্যমে Online এ নিবন্ধনকরতঃ আবেদন করতে হবে।
৪। প্রত্যেক পদের জন্য পৃথকভাবে ডাচ বাংলা ব্যাংক লিমিটেড এর মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস রকেট এর Prepaid Payment পদ্ধতি ব্যবহার করে ফি প্রদান করতে হবে।
৫। Online আবেদনে প্রার্থীর নাম, পিতা ও মাতার নাম, স্থায়ী জেলা, জন্ম তারিখ, ছবি, স্বাক্ষরসহ অন্যান্য তথ্য অত্যন্ত সতর্কতার সাথে নির্ভুলভাবে পূরণ করতে হবে। আবেদনে প্রদত্ত সার্বিক তথ্য, ছবি, স্বাক্ষর ইত্যাদি verification সাপেক্ষে প্রাথমিকভাবে যোগ্য প্রার্থীদের পরীক্ষায় অংশ্রহণের সুযোগ প্রদান করা হবে।
৬। অসম্পূর্ণ/ভুল তথ্য সম্বলিত দরখাস্ত কোনো প্রকার যোগাযোগ ব্যতিরেকেই বাতিল করা হবে।
৭। প্রার্থীদেরকে Online এ আবেদনের পাশাপাশি শিক্ষাগত যোগ্যতা, পেশাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদের সত্যায়িত ফটোকপিসহ স্বহস্তেলিখিত আবেদনপত্র আগামী ১৩/০৪/২০১২ তারিখের মধ্যে বিএসসিএস বরাবর ডাকযোগে অথবা সরাসরি দাখিল করতে হবে।
৮। প্রার্থীদেরকে প্রযোজ্য ক্ষেত্রে প্রাথমিক নির্বাচন, লিখিত,ব্যবহারিক এবং মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।
৯। প্রতিটি তথ্যের স্বপক্ষে যথাযথ সনত্যয়নপত্র মৌখিক পরীক্ষার দিন দাখিল করতে হবে। Online আবেদনে প্রার্থী কর্তৃক প্রদত্ত তথ্যের কোন প্রকার ত্রুটি ধরা পড়লে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করা যাবে না।
১০। চাকুরীরত প্রার্থীগণকে তাদের কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার দিন উক্ত অনুমতিপত্রের কপি প্রদর্শন করতে হবে।
১১। নিয়োগের ক্ষেত্রে কোটা সংক্রান্ত সরকারী সর্বশেষ নীতিমালা ও অন্যান্য বিধি-বিধান যথাযথভাবে অনুসরণ করা হবে।
বিশেষ দ্রষ্টব্যঃ শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে আবেদনপত্র দাখিল, নির্ধারিত ফি প্রদান ও Paytment Verify সম্পন্ন Tracking Page টি হার্ডকপি আকারে সংরক্ষণ করার জন্য পরামর্শ দেয়া যাচ্ছে।

ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি 2022

পোস্ট রিলেটেড কিওয়ার্ড (Post Related Keyword): job Circular 1. ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২, job Circular 2. ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি, job Circular 3. বাংলাদেশ ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি 2022, job Circular 4. বাংলাদেশ ব্যাংক নিয়োগ ২০২২, job Circular 5. বাংলাদেশ ব্যাংক নিয়োগ 2022, job Circular 6. ব্যাংক নিয়োগ, job Circrlar7. বাংলাদেশ ব্যাংক এ চাকরি, job Circular 8. বাংলাদেশ ব্যাংক চাকরির খবর ২০২২, job Circular 9. Bangladesh Bank Job Circular 2022, job Circular 10. Bangladesh Bank job circular.

Post Related searches: ব্যাংক, বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর কে, বাংলাদেশ ব্যাংক সার্কুলার, ব্যাংক নোটিশ, ব্যাংক ওয়েবসাইট, বাংলাদেশ ব্যাংকের শাখা কয়টি, ব্যাংক সার্কুলার, বাংলাদেশ ব্যাংক প্রজ্ঞাপন, বাংলাদেশ ব্যাংক কর্মকর্তাদের মোবাইল নাম্বার, বাংলাদেশ ব্যাংক কয়টি