বাংলাদেশ নৌবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

শেয়ার করুন
Rate this post

বাংলাদেশ নৌবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২-Bangladesh Navy Job Circular 2022: আবারো নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বাংলাদেশ নৌবাহিনী। বিভিন্ন ক্যাটাগরিতে অসংখ্য জনবল নিয়োগ দেয়া হবে। আগ্রহী প্রার্থীগন ১০ জানুয়ারী ২০২৩ ইং তারিখ পর্যন্ত বাংলাদেশের সকল জেলা থেকে অনলাইনে আবেদন করতে পারবেন। সকল প্রকার সরকারি বেসরকারি চাকরির খবর পেতে ভিজিট করুন jobcirculargov.com

সার্কুলার প্রকাশ করেছেবাংলাদেশ নৌবাহিনী
চাকরির ধরন কী?সরকারি চাকরি
কোন কোন জেলার?সকল জেলা
শিক্ষাগত যোগ্যতা কী?সার্কুলারে উল্লেখিত
ক্যাটাগরির সংখ্যা কত?০৪ টি
নিয়োগ দেওয়া কত?বিজ্ঞপ্তি দেখুন
প্রার্থীর বয়স কত? সর্বোচ্চ ২৮-৩০ বছর পর্যন্ত
কোন মাধ্যমে আবেদন?অনলাইন
আবেদন শেষ কবে?১০ জানুয়ারী ২০২৩
ওয়েবসাইটjoinnavy.navy.mil.bd
খবর (News type)সরকারি চাকরির খবর (Govt job news)
খবর প্রকাশের তারিখসার্কুলার দেখুন

বাংলাদেশ নৌবাহিনী নিয়োগ ২০২২ সার্কুলার

নিম্নে তালিকায় উল্লেখিত বাংলাদেশ নৌবাহিনী নিয়োগ ২০২২ সার্কুলারের সংক্ষিপ্ত আকারে পদসমূহের বিবরন তথা নবসৃজিত পদের নাম, জেন্ডার, বেতন ও বয়স ইত্যাদি সুশৃঙ্খলভাবে তুলে ধরা হলো।

১। ইঞ্জিনিয়ারিং ও ইলেকট্রিক্যাল শাখা

  • নবসৃজিত পদের নাম: ইঞ্জিনিয়ারিং ও ইলেকট্রিক্যাল শাখা
  • জেন্ডার: পুরুষ
  • বেতন: বিজ্ঞপ্তিতে উল্লেখিত
  • বয়স: ২৮ বছর

২। সাপ্লাই শাখা

  • নবসৃজিত পদের নাম: সাপ্লাই শাখা
  • জেন্ডার: পুরুষ ও মহিলা
  • বেতন: বিজ্ঞপ্তিতে উল্লেখিত
  • বয়স: ২৮ বছর

৩। শিক্ষা শাখা

  • নবসৃজিত পদের নাম: শিক্ষা শাখা
  • জেন্ডার: পুরুষ ও মহিলা
  • বেতন: বিজ্ঞপ্তিতে উল্লেখিত
  • বয়স: ৩০ বছর

৪। শিক্ষা শাখা (ইঞ্জিনিয়ার)

  • নবসৃজিত পদের নাম: শিক্ষা শাখা
  • জেন্ডার: পুরুষ ও মহিলা
  • বেতন: বিজ্ঞপ্তিতে উল্লেখিত
  • বয়স: ৩০ বছর
বাংলাদেশ নৌবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২
বাংলাদেশ নৌবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২
বাংলাদেশ নৌবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২
বাংলাদেশ নৌবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

নৌবাহিনী নিয়োগ ২০২২

নৌবাহিনী নিয়োগ ২০২২-Navy Job 2022: বাংলাদেশ নৌবাহিনী, ৮১৩ জন সরাসরি কমিশন্ড অফিসার পদে ২০২৩এ ডিইও ব্যাচে যোগ দিতে নিয়োগ সার্কুলার প্রকাশ করেছে। নৌবাহিনীতে চাকরি করতে আগ্রহী সকল প্রার্থীগণ ৩১ মে ২০২২ তারিখ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। এই নিয়োগ কার্যক্রম সম্পন্ন করতে যোগ্যতাসম্পন্ন দেশীয় নাগরিকদের নিকট থেকে নির্ধারিত সময়ের মধ্যে দরখাস্ত আহবান করা যাচ্ছে।

  • শূন্য পদরে নাম: কমিশন্ড অফিসার
  • নিয়োগ সংখ্যা: ৮১৩ জন
  • শিক্ষাগত যোগ্যতা:
    • বাণিজ্য/পরিসংখ্যান/অর্থনীতিতে স্নাতক/বিবিএ
    • এসএসসি/এইচএসসি উভয় পরীক্ষায় জিপিএ ৪.৫০
    • স্নাতক পরীক্ষায় সিজিপিএ ৩.০০ প্রাপ্ত হতে হবে।
  • প্রার্থীর বয়স: ০১ জানুয়ারি ২০২৩ তারিখে অনুর্ধ্ব ২৮ বছর
  • বৈবাহিক অবস্থা: অবিবাহিত
  • বেতন ও ভাতা: সরকার কর্তৃক নির্ধারিত ও অন্যান্য সুযোগ সুবিধাদিসহ বেতন ভাতা প্রাপ্ত হবেন।
  • আবেদনের শেষ তারিখ: ৩১ মে ২০২২ইং

শারীরিক যোগ্যতা ন্যূনতম

ক্রমিক নংপুরুষমহিলা
উচ্চতা৫ ফুট ৪ ইঞ্চি/১৬২.৫ সেঃমিঃ৫ ফুট ২ ইঞ্চি/১৫৭.৪৮ সেঃমিঃ
ওজন৫০ কেজি৪৭ কেজি
বুকের মাপস্বাভাবিক ৭৬ সে: মি:, (৩০”)
সম্প্রসারিত ৮১ সে: মি: (৩২”)
স্বাভাবিক ৭১ সে: মি: (২৮”),
সম্প্রসারিত ৭৬ সে: মি: (৩০”)
জাতীয়তাশুধুমাত্র বাংলাদেশি নাগরিক
বাংলাদেশ নৌবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২
#বাংলাদেশ নৌবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

বাংলাদেশ নৌবাহিনী নিয়োগ 2022 pdf

  • শূন্য পদ: এন্ট্রি আর্টিফিসার
  • নিয়োগ সংখ্যা: অসংখ্য
  • যোগ্যতা: ডিপ্লোমা
  • বয়স: ১ জুলাই ২০২২, ১৮-৩০ বছর
  • আবেদনের শেষ তারিখ: ২৮ এপ্রিল ২০২২ইং
বাংলাদেশ নৌবাহিনী নিয়োগ 2022 pdf
#বাংলাদেশ নৌবাহিনী নিয়োগ 2022 pdf

নৌবাহিনী নিয়োগ ২০২২ সার্কুলার

নৌবাহিনী নিয়োগ ২০২২ সার্কুলার-Navy Job 2022 Circular: বাংলাদেশ নৌবাহিনী ২০২৩ এ অফিসার ক্যাডেট ব্যাচ এ জনবল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যে সকল প্রার্থীগন নৌবাহিনীতে চাকির করতে আগ্রহী সে সকল প্রার্থীগন প্রয়োজনীয় যোগ্যতা ও অন্যান্য শর্তাবলীর আলোকে ১৬ মে ২০২২ তারিখ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের বিস্তারিত বিবরন যেমন: প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা, শারীরিক যোগ্যতা, বৈবাহিক অবস্থা, যে সকল কারনে অযোগ্যতা, বেতন ও ভাতা, অন্যান্য সুযোগ সুবিধা ইত্যাদি নিম্নে বর্ণনা করা হলো:

শিক্ষাগত যোগ্যতাঃ অফিসার ক্যাডেট ব্যাচ পদে যোগদানের জন্য শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে (বিজ্ঞান বিভাগে) এসএসসি/এইচএসসি বা সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৪.৫০ পেয়ে উত্তীর্ণ। তবে উভয় পরীক্ষায় গণিত ও পদার্থবিজ্ঞানে জিপি ৪.০০ প্রাপ্ত হতে হবে।

অথবা, ইংরেজি মাধ্যমের প্রার্থীগণের জন্য ‘ও’ লেভেলে ৬টি বিষয়ের মধ্যে ন্যূনতম ৩টিতে A গ্রেড, ৩টিতে B গ্রেড থাকতে হবে এবং ‘এ’ লেভেলের জন্য ন্যূনতম ২টি বিষয়ে B গ্রেড পেয়ে উত্তীর্ণ (উভয় পরীক্ষায় পদার্থবিজ্ঞান ও গণিতসহ)। ২০২২ সালের এইচএসসি/সমমান পরীক্ষার্থীগন ও আবেদন করতে পারবেন।

প্রার্থীর শারীরিক যোগ্যতা

ক্রমিক নংপুরুষ ন্যূনতমমহিলা ন্যূনতম
১। উচ্চতা৫ ফুট ৪ ইঞ্চি/১৬২.৫ সেঃমিঃ৫ ফুট ২ ইঞ্চি/১৫৭.৪৮ সেঃমিঃ
২। ওজন৫০ কেজি৪৭ কেজি
৩। বুকের মাপস্বাভাবিক ৩০ ইঞ্চি,
সম্প্রসারিত ৩২ ইঞ্চি
স্বাভাবিক ২৮ ইঞ্চি,
সম্প্রসারিত ৩০ ইঞ্চি

বিশেষ দ্রষ্টব্যঃ আবেদনকারী প্রার্থীর উচ্চতা ও বয়স অনুসারে সশস্ত্রবাহিনীর জন্য নির্ধারিত স্কেলের অতিরিক্ত ওজন হলে অযােগ্য বলে বিবেচিত হবে।

  • সৃজিত পদ: অফিসার ক্যাডেট ব্যাচ
  • নিয়োগ সংখ্যা: অসংখ্য
  • প্রার্থীর যোগ্যতা: এসএসসি/এইচএসসি।
  • বেতন ও ভাতাদি: সরকার কর্তৃক নির্ধারিত ও অন্যান্য সুযোগ সুবিধাদিসহ বেতন ভাতা প্রাপ্ত হবেন।
  • আবেদন ফিঃ ৭০০/- টাকা
  • আবেদনের শেষ তারিখ: ১৬ মে ২০২২ইং

বাংলাদেশ নৌবাহিনী নিয়োগ ২০২২ সার্কুলার

বাংলাদেশ নৌবাহিনী নিয়োগ ২০২২ সার্কুলার
#বাংলাদেশ নৌবাহিনী নিয়োগ ২০২২ সার্কুলার

বাংলাদেশ নৌবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি 2022

অন্যান্য যোগ্যতা

আবেদনকারী প্রার্থীকে অবশ্যই বাংলাদেশী পুরুষ ও মহিলা নাগরিক হতে হবে এবং অবিবাহিত হতে হবে। ০১/০১/২০২৩ তারিখে প্রার্থীর বয়সসীমা ১৬ বছর হতে ২১ বছর সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে ১৮ থেকে ২৩ বছর হতে হবে। বয়স প্রমানের ক্ষেত্রে কোন প্রকার এফিডেভিট গ্রহণযােগ্য নয়।

প্রার্থীর অযোগ্যতা

যে সকল কারনে প্রার্থী অযােগ্যবলে গন্য হবে তা হল: সেনা, নৌ ও বিমান বাহিনী অথবা যে কোন সরকারি চাকুরি হতে বরখাস্ত কিংবা অপসারিত হলে। আইএসএসবি কর্তৃক দুইবার ফ্রিন্ড আউট বা প্রত্যাখ্যাত হলে। সেনা, নৌ ও বিমান বাহিনীর আপিল মেডিকেল বাের্ড কর্তৃক অযােগ্য বিবেচিত হলে। যে কোন বিচারালয় হতে দন্ডপ্রাপ্ত হলে। অসম্পূর্ণ, ত্রুটিপূর্ণ এবং এক নামে একাধিক আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে।

প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা ও প্রাথমিক সাক্ষাঙ্কার: ঢাকা, চট্টগ্রাম ও খুলনা কেন্দ্রে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা ও প্রাথমিক সাক্ষাৎকার ২২-২৬ মে ২০২২ (পরিবর্তনযােগ্য) তারিখে অনুষ্ঠিত হবে।

অনলাইন আবেদন পদ্ধতি

আবেদনকারী প্রার্থীগণকে www.joinnavy.navy.mil.bd ওয়েবসাইটে প্রবেশ করে Home Page এর বাম পার্শ্বে APPLY NOW এ ক্লিক করে আবেদন করতে হবে। আবেদনের শেষ পর্যায়ে অনলাইন ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং পেমেন্ট সম্পন্ন করতে হবে। এ পর্যায়ে প্রার্থীগণ যে কোন ব্যাংক কর্তৃক প্রদত্ত ক্রেডিট/ডেবিট কার্ড (যেমন- VISA, Master Card ও American Express) এবং মোবাইল ব্যাংকিং (যেমন- বিকাশ, রকেট, t-cash, নগদ, শিওরক্যাশ, এমক্যাশ, মাইক্যাশ, ওয়ানক্যাশ, ইজিক্যাশ, কিউক্যাশ, নেক্সাস, এ্যামেক্স) ইত্যাদির মাধ্যমে চার্জ ব্যতিত ৭০০/- (সাতশত) টাকা (অফেরৎযোগ্য) আবেদন ফি প্রদান করতে হবে।

নৌবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

আবেদনের শর্তাবলীঃ

  • আইএসএসবি ব্যতীত অন্যান্য পরীক্ষার জন্য দৈনিক/ ভ্রমণ ভাতা প্রদান করা হবে না।
  • চাকুরিরত প্রার্থীগণকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।
  • সামরিক মৌলিক প্রশিক্ষণের প্রয়ােজনে প্রার্থীগণকে যােগদানের পূর্বে সাঁতার শেখার জন্য উপদেশ দেয়া হলাে।
  • বিজ্ঞপ্তির যে কোন অংশ পরিবর্তন/চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের যােগদান পত্র প্রদান/বাতিলের ক্ষমতা নৌসদর সংরক্ষণ করে।
  • কোভিড ১৯ পরিস্থিতি বিবেচনায় পরীক্ষার সময়সীমা পরিবর্তিত হতে পারে।

পোস্ট রিলেটেড কিওয়ার্ড (Post Related Keyword): job Circular 1. বাংলাদেশ নৌবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২, job Circular 2. বাংলাদেশ নৌবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি, job Circular 3. বাংলাদেশ নৌবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি 2022, job Circular 4. বাংলাদেশ নৌবাহিনী নিয়োগ ২০২২, job Circular 5. বাংলাদেশ নৌবাহিনী নিয়োগ 2022, job Circular 6. বাংলাদেশ নৌবাহিনী নিয়োগ, job Circrlar7. বাংলাদেশ নৌবাহিনী এ চাকরি, job Circular 8. বাংলাদেশ নৌবাহিনী চাকরির খবর ২০২২, job Circular 9. Bangladesh Navy Job Circular 2022, job Circular 10. Bangladesh Navy job circular.

Post Related searches: বাংলাদেশ নৌবাহিনী আবেদন, বাংলাদেশ নৌবাহিনী প্রধানের নাম কি, বাংলাদেশ নৌবাহিনী বেসামরিক নিয়োগ, বাংলাদেশ নৌবাহিনী কলেজ ঢাকা, বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী নিয়োগ 2022 সার্কুলার, বাংলাদেশ নৌবাহিনী নিয়োগ 2022 pdf, বাংলাদেশ নৌবাহিনী আবেদন ফরম, বাংলাদেশ নৌবাহিনী নিয়োগ ২০২২ সার্কুলার নাবিক, বাংলাদেশ নৌবাহিনী নিয়োগ ২০২২ পুরুষ, বাংলাদেশ নৌবাহিনী ছবি, বাংলাদেশ নৌবাহিনীর জাহাজের তালিকা, বাংলাদেশ নৌবাহিনী আবেদন, বাংলাদেশ নৌবাহিনী নিয়োগ ২০২২ নাবিক ও এমওডিসি, বাংলাদেশ নৌবাহিনী ড্রাইভার নিয়োগ।

বাংলাদেশ নৌবাহিনী সার্কুলার 2022, বাংলাদেশ নৌবাহিনী নিয়োগ ২০২২ সার্কুলার, বাংলাদেশ নৌবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি, বাংলাদেশ নৌবাহিনী সার্কুলার 2022, বাংলাদেশ নৌবাহিনী নিয়োগ ২০২২।

Leave a Comment

Job Circular Gov