আশা এনজিও নিয়োগ ২০২২

আশা এনজিও নিয়োগ ২০২২: “আশা নরপতি স্বাস্থ্য কেন্দ্র” ও “আশা-ম্যাটস”-এর জন্য জরুরী ভিত্তিতে মেডিকেল অফিসার কাম লেকচারার পদে উপযুক্ত প্রার্থীদের কাছ থেকে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। আগ্রহী প্রার্থীগন ডাকযোগের মাধ্যমে আবেদনপত্র প্রেরণ করতে পারবেন।

Asha NGO Job Circular 2022: ডাকযোগ ব্যতীত অন্য কোনো মাধ্যমে আবেদনপত্র গ্রহনযোগ্য নয়। আবেদনযোগ্য প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩৫ বছর। আবেদনের শেষ তারিখ ২৫ আগষ্ট ২০২২ইং। আবেদন সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে নিয়োগ সার্কুলারটি দেখুন। সকল ধরনের চাকরির খবর পেতে ভিজিট করুন jobcirculargov.com

প্রতিষ্ঠানের নাম কী?আশা এনজিও
চাকরির ধরন কী?এনজিও চাকরি
কোন জেলা?সকল জেলা
ক্যাটাগরি কতটি?০১ টি
নিয়োগ সংখ্যা কত?০২ জন
বয়স কত?সর্বোচ্চ ৩৫ বছর
আবেদনের মাধ্যম কী?ডাকযোগ
আবেদনের শেষ তারিখ কবে?২৫ আগষ্ট ২০২২
ওয়েবসাইটhttps://www.asa.org.bd/

আশা এনজিও নিয়োগ ২০২২

নিম্নে তালিকায় উল্লেখিত আশা এনজিও নিয়োগ ২০২২ সার্কুলারের সংক্ষিপ্ত আকারে মেডিকেল অফিসার কাম লেকচারার পদের বিবরন তথা সৃজিত পদের নাম, মোট নিয়োগ সংখ্যা, প্রাতিষ্ঠানিক শিক্ষাগত যোগ্যতা, বেতন ও প্রার্থীর বয়স ইত্যাদি সুশৃঙ্খলভাবে তুলে ধরা হলো।

১। মেডিকেল অফিসার কাম লেকচারার

  • সৃজিত পদের নাম: মেডিকেল অফিসার কাম লেকচারার
  • মোট নিয়োগ সংখ্যা: ০২ জন
  • প্রাতিষ্ঠানিক শিক্ষাগত যোগ্যতা: এমএমবিবিএস পাশ
  • বেতন: ৫৫,০০০/- টাকা
  • প্রার্থীর বয়স: ১৮-৪৫ বছর

Asha NGO Job Circular 2022

আবেদনের ঠিকানা: আবেদনে আগ্রহী প্রার্থীদেরকে প্রেসিডেন্ট, আশা বরাবর আগামী ২৫/০৮/২০২২ইং তারিখের মধ্যে বিজ্ঞপ্তিতে উল্লেখিত ঠিকানায় আবেদনপত্র প্রেরণ করতে হবে। আবেদনপত্রে পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত (সাদা কাগজে), সদ্য তােলা পাসপাের্ট সাইজের ২ কপি রঙ্গিন ছবি যুক্ত করতে হবে।

সুযোগ- সুবিধাদি: নির্বাচিত প্রার্থীর মাসিক বেতন সর্বসাকুল্যে ৫৫,০০০/- টাকা। প্রার্থীর শিক্ষানবিশকাল নিয়োগ পরবর্তী ১ বছর। শিক্ষানবিশকালে মাসিক স্থিরকৃত বেতন প্রদান করা হবে।

প্রার্থীর শিক্ষাগত যােগ্যতা ও অভিজ্ঞতা: মেডিকেল অফিসার কাম লেকচারার পদের ক্ষেত্রে প্রার্থীর শিক্ষাগত যােগ্যতা এমবিবিএস পাশ হতে হবে। প্রার্থীদেরকে অবশ্যই ক্লিনিক বা হাসপাতালে কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। তাছাড়া হালনাগাদ বিএমডিসি রেজিষ্ট্রেশন থাকতে হবে।

শর্তাবলী: মোট ২ জন মহিলা ডাক্তার নেয়া হবে তবে, স্বামী/স্ত্রী একত্রে আবেদন করলে তাদেরকে অগ্রাধিকার দেয়া হবে। আবেদনপত্রের সঙ্গে সনদ পত্রের কোনাে ফটোকপি জমা দেয়ার প্রয়ােজন নেই। সাক্ষাৎকারের সময় শিক্ষাগত যােগ্যতা ও অভিজ্ঞতার সনদ পত্রের মূলকপি নিয়ে উপস্থিত হতে হবে। প্রার্থীদেরকে খামের উপর অবশ্যই পদের নাম লিখতে হবে।