নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ ও হাসপাতাল নিয়ােগ ২০২২


নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ ও হাসপাতাল নিয়ােগ বিজ্ঞপ্তি ২০২২: নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃ পক্ষ তাদের .এম.এন্ড ডি.সি. এর বিধিমালা অনুযায়ী নিম্নলিখিত পদসমূহের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে | অতি জরুরী ভিত্তিতে প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহবান করা যাচ্ছে।

খবর (News type): বেসরকারি চাকরির খবর। (non govt job news)

খবর প্রকাশ (News release): সার্কুলারে উল্লেখিতG

পদের নাম, বিভাগ সমূহ, এবং ন্যূনতম যােগ্যতা:

অধ্যাপক

ফরেনসিক মেডিসিন, প্যাথলজী, ফার্মাকোলজী, কমিউনিটি মেডিসিন, সার্জারী, গাইনী ও অবস, পেডিয়াট্রিক্স, এ্যানেসথেসিওলজী, অর্থোপেডিক ও ট্রমাটলজী, রেডিওলজী ও ইমেজিং।

সহযোগী অধ্যাপক

এনাটমী, ফার্মাকোলজী, মাইক্রোবায়ােলজী, প্যাথলজী, কার্ডিওলজী, রেডিওলজী ও ইমেজিং,নেফ্রোলজী, পেডিয়াট্রিক্স, নিউরাে মেডিসিন, টান্সফিউসান মেডিসিন, গলায় অর্থোপেডিক ও ট্রমাটলজী, চর্ম ও যৌন, ইউরােলজী, এ্যানেসথেসিওলজী।

সহকারী অধ্যাপক

এনাটমী, প্যাথলজী, মাইক্রোবায়ােলজী, গাইনী এন্ড অবস, কার্ডিওলজী,  নীতিমালা অনুযায়ী। রেডিওলজী ও ইমেজিং, নিউরাে মেডিসিন, ইএনটি, ট্রান্সফিউসান মেডিসিন উচ্চতর ডিগ্রীসম্পন্ন

আর,পি/আর,এস/ আর,এম, এ

মেডিসিন, সার্জারী, গাইনী এন্ড অবস, অর্থোপেডিক ও ট্রমাটলজী, কার্ডিওলজী।মেডিসিন , সার্জারী , গাইনী এন্ড অবস, পেডিয়াট্রিক্স লেকচারার/ সহকারী | এনাটমী, ফিজিওলজী, ফার্মাকোলজী, মাইক্রোবায়ােলজী, কমিউনিটি মেডিসিন, এমবিবিএস। রেজিষ্ট্রার/ মেডিকেল | মেডিসিন, সার্জারী, গাইনী এন্ড অবস, অর্থোপেডিক ও ট্রমাটলজী, পেডিয়াট্রিক্স ।

আবেদনের জণ্য আগ্রহী প্রার্থীগণকে জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক হতে হবে। নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত সকল পদের জন্য অভিজ্ঞ ব্যক্তিদের অগ্রাধিকার দেয়া হবে। আবেদনে ইচ্ছুক প্রার্থীদের কম্পিউটার জানা আবশ্যক। আবেদনপত্রের সঙ্গে অবস্যই সদ্য তােলা চার  কপি পাসপাের্ট সাইজের ছবি প্রদান করতে হবে। শিক্ষাগত যােগ্যতার সনদপত্র এবং মার্কশীটের সত্যায়িত কপি প্রদান করতে হবে। বি,এম,এন্ড ডি.সি রেজিষ্ট্রশন নবায়নের/হালনাগাদ সত্যায়িত কপি। প্রার্থীর এন আইডি কর্ডের সত্যায়িত কপি সাথে যুক্ত করতে হবে। খামের উপর অবস্যই প্রার্থী যে পদে নিয়োগ পেতে ইচ্ছুক তার  নাম উল্লেখ করে আগামী ১৫ ফেব্রুয়ারি ২০২২ইং তারিখের ভিতর সার্কুলারে ইল্লেখিত ঠিকানায় আবেদন করতে হবে।

অধ্যক্ষ
নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ, জে.সি, রােড,
ধানবান্ধি, সিরাজগঞ্জ-৬৭০০,বরাবরে
অথবা nbmc [email protected] এ দাখিল করা যাবে ।